🚴♂️🚴♀️ এসডিসি ১০০+ কিমি এক্মপ্লোর রাইড (৪৯৮)🚴♂️
🛣️গন্তব্য: বেতিলা জমিদার বাড়ী -সিংগাইর -মানিকগঞ্জ
📝 গতি: ২০- ২২কিমি
🗓️শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫ইং।
📢🇧🇩মিটিং পয়েন্ট :- কমলাপুর রেলওয়ে ষ্টেশন প্রবেশ পথ (ভিআইপি পার্কি)
🕕মিটিং টাইম : সকাল ৬:২০ মিনিট
🕕রাইড শুরু : সকাল ৬:৩০ মিনিট
🚧রাইড এর পরিসীমা : ১১৫+/- কিমি
🛣️রুটঃ কমলাপুর - মগবাজার- বাংলামোটর - ফার্মগেট- আসাদ গেট- ট্যাকনিক্যাল- হেমায়েতপুর- সিংগাইর- বেতিলা - মানিকগঞ্জ সার্কিট হাউজ- নবীনগর - সাভার- গাবতলী - মানিকমিয়া।
🕙রাইড শেষঃ দুপুর ০৩:০০ মিনিট (আনুমানিক) মানিকমিয়া।
☝🏻☝🏻হেলমেট বাধ্যতামুলক, অতিরিক্ত টিউব, প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
----------------------------------
⛔⛔ হেলমেট বাধ্যতামূলক, হেলমেট ছাড়া রাইডে অংশগ্রহন করতে দেয়া যাবে না।
⚠️⚠️ সাইকেলের চেইন লুব করে রাখবেন এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নন।
🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন:
📲 Arifur Rahman - 01715458006
📲 Dipta Chakraborty 01685880542
📲Mahid Ahmed Tonmoy - 01962078758
📲Tanha Akter
📲Al Mahmud Tusher - 01620604215
📲 Athai Rahman +880 1760-017082
📲Sk. Asraful Islam: 01995169284
📲Jubaer Hossain - 01759-775388
📢💥বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ করা হল। ভারী বৃষ্টিপাত হলে রাইডের ধরন পরিবর্তন হতে পারে।
You may also like the following events from SDC - South Dhaka Cyclist - সাউথ ঢাকা সাইক্লিস্ট: