এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ, 14 August

এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ

SDC - South Dhaka Cyclist - সাউথ ঢাকা সাইক্লিস্ট

Highlights

Thu, 14 Aug, 2025 at 05:00 pm

সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা

Advertisement

Date & Location

Thu, 14 Aug, 2025 at 05:00 pm - Sun, 17 Aug, 2025 at 06:00 am (BST)

সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা

ফ্রেকো হোটেল এন্ড রেষ্টুরেন্ট, Sadarghat-Gabtoli Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ
🚴‍♂️🚴‍♀️ এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ 🚴‍♂️🚴‍♂️

📝 বৃহস্পতিবার, ১৪ই আগষ্ট, ২০২৫ইং

📢🇧🇩মিটিং পয়েন্ট :- সদরঘাট লঞ্চ টার্মিনাল (ভবন-১)।

🕕মিটিং টাইম : বিকেল ০৪:৩০মিনিট।
🕠⛴️লঞ্চ ছাড়বে বিকেল ০৫:৩০ মিনিটে।

🚤গন্তব্যঃ দ্বীপ উপজেলা মনপুরা।

🚴‍♂️🚴‍♂️✅দুই দিনে রাইডের পরিসীমা: ৭০কিলোমিটর।

📌📍✅ দুই দিনে সাইকেল চালিয়ে মনপুরায় যে যে স্পট এক্মপ্লোর করা হবে।

♻️ইষ্টার্ন পয়েন্ট
♻️ঝাউবন
♻️দক্ষিনা হাওয়া সী-বিচ
♻️চারা বাগান
♻️হাজীর হাট ল্যান্ডিং ষ্টেশন
♻️চৌধুরী প্রজেক্ট

এ ছাড়াও সময় সাপেক্ষে নাম না জানা আরো কিছু স্পট এক্সপ্লোর করা হবে।


📌📢🕙🚍 ১৪ই আগষ্ট, ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৫:৩০মিনিটে লঞ্চ ছেড়ে ১৫ই আগষ্ট ২০২৫, শুক্রবার ভোর ৫টা- ৫টা ৩০মিনিটের দিকে মনপুরা রামনেওয়াজ লঞ্চঘাট নামবো, সেখান থেকে চলে যাবো হাজির হাট বাজারে, আমাদের বুকিং করা হোটেলের একটা রুমে সবার ব্যাগপত্র রেখে সুবিধা জনক স্থানে নাস্তা করে নিব, তারপর ১ম দিনের রাইড শুরু।

🔰👉 প্রথম দিনের রাইড শুরু করে আমরা চলে যাবো স্পট এক্মপ্লোরে, প্রথম দিনে আমরা এক্মপ্লোর করবো যথাক্রমে ⏩ইষ্টার্ন পয়েন্ট ⏩ঝাউবন ⏩দক্ষিনা হাওয়া সী-বিচ ⏩চারা বাগান (সুবিধাজনক স্থানে জুমার নামাজের বিরতি এবং দুপুরের খাবার বিরতি)।

✅🏢 চারা বাগান থেকে ফিরে আনুমানিক ৪টা/৫টার দিকে হোটেলে চেকইন করে গোসল শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবো স্থানীয় গ্রামীন বাজারে, বাজার গুরে বিকেলে নাস্তা করে সবাই মিলে চলে যাবো ⏩ হাজীরহাট ল্যান্ডিং ষ্টেশনে, সবাই মিলে আড্ডা দিবো ⏩ সেখান থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই হোটেলের নির্ধারিত রুমে গুমিয়ে পড়বো।

✅🚲⛰️ ২য় দিন, শনিবার ১৬ই আগষ্ট, ২০২৫ইং সকালে ঘুম থেকে উঠে চলে যাবো ⏩চৌধুরী প্রজেক্টে এবং আশপাশের গ্রাম এক্মপ্লোর করতে (সুবিধা জনক স্থানে নাস্তার বিরতি), ⏩সেখান থেকে আনুমানিক সকাল ১১:৩০মিনিটে হোটেলে ফিরে গোসল করে রেডি হয়ে হোটেল চেক আউট করে সবার ব্যাগপত্র নিয়ে আমরা সবাই চলে যাবো ⏩ রাম নেওয়াজ বাজারে, দুপুরের খাবার খেয়ে ঠিক ০১:৪৫মিনিটের দিকে লঞ্চঘাটে পৌছাবো।
🕠⛴️লঞ্চ ছাড়বে দুপুর ০২:৩০ মিনিটে।

🚲🚲👉আনুমানিক ভোর ৫:৩০এর দিকে আমরা সদরঘাট পৌছাবো।

💵💵সম্ভব্য ইভেন্ট ফি (খাওয়া খরচ বাদে): ১৭৫০৳ (শুধুমাত্র যাওয়া আসার লঞ্চের ডেক ভাড়া সাইকেল সহ, ১রাতের হোটেল ভাড়া)।

✅🔰উক্ত ইভেন্টে আপনার যাত্রা নিশ্চিত করতে বুকিং করুন।

➡️🖐️বুকিং ক্যাপাসিটি 👉৪০ জন।

♻️💵বুকিং কনফার্ম করতে ৫১০৳ (পাঁচশত দশ টাকা) {অফেরতযোগ্য} সেন্ড মানি করুন নিচের যে কোন বিকাশ/ নগদ নাম্বারে।

👉💵বুকিং শুরু ১লা জুলাই ২০২৫ইং তারিখ হতে।

📌📝 বুকিং করার শেষ সময়: ৩১শে জুলাই ২০২৫ইং।

🪪✅ARIF 📲01715458006 (Bkash/ Nogod Personal)

☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক)
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক)
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক), প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।

🙏🏻 👉👉বিঃ দ্রঃ
👨🏻‍🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে,
👨🏻‍🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে,
👨🏻‍🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে, চেইন লুব করা, চাকায় সঠিক পরিমাপে হাওয়া দেয়া থাকতে হবে এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন

🖐👉☝️ প্রতিকুল পরিবেশ এবং আবহাওয়ার কারনে রাইডটির ধরন পরিবর্তন হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।
----------------------------------

🦸🏻‍♂ রাইড পরিচালনায় থাকবেন

📲Arifur Rahman- 01715458006

📲Dipta Chakraborty-
01685880542

📲Al Mahmud Tusher - 01620604215

📲Mahid Ahmed Tonmoy - 01745288881


⛔ হেলমেট ছাড়া রাইডে আসলে গার্ড অব অনর স্বরুপ সস্মমানে বাড়ি পাঠিয়ে দেয়া হবে।

⛔ ১৮ বছরের কম বয়সী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।

💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নয়।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ফ্রেকো হোটেল এন্ড রেষ্টুরেন্ট, Sadarghat-Gabtoli Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ, 14 August
এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ
Thu, 14 Aug, 2025 at 05:00 pm