জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজের জীবন উৎসর্গ করে আমাদের দিয়ে গেল স্বাধীনতা, তারা আর কখনো ফিরবে না সুপ্রভাতে, এই বঙ্গে। তাই বলে আমরা দেশের এই সূর্য সন্তানদের ত্যাগ, সংগ্রাম, বীরত্বগাথা ভুলে, তাদের কেবল স্মৃতিতে তুলে রাখতে পারি না। তাদের স্মরণ করতে হবে স্বমহিমায়।
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আগামী ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত বাহাস টিএফপি ডিবেটিং ক্লাব এবং টিএফপি ফটোগ্রাফি ক্লাব–এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী আন্তঃ-ব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী।
এই আয়োজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের স্মরণকালের ছাত্র-জনতা আন্দোলনের সকল অংশীজনকে। সেই সময় শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় স্বচ্ছতা এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এক ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলে। আন্দোলনের কেন্দ্রে ছিল তরুণদের কণ্ঠ, তাদের জিজ্ঞাসা এবং তাদের ভবিষ্যতের জন্য আশঙ্কা ও আকাঙ্ক্ষা। আর সেই যৌক্তিক আন্দোলনে সমর্থন দেয় পুরো দেশ। তৎকালীন সরকারের ইস্পাতসম বাধা ভেঙে আরও একটি স্বাধীনতার ইতিহাস রচনা করে বাংলার মানুষ। এই সংগ্রাম ছিল সকল শ্রেণি পেশার মানুষের। সেই সকল বিপ্লবীদের স্মরণেই আমাদের এই আয়োজন।
এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে:
বিতর্ক প্রতিযোগিতা:
বাহাস টিএফপি ডিবেটিং ক্লাব-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করবে। এখানে ছাত্রদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, যুক্তি প্রয়োগ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে।
আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী:
টিএফপি ফটোগ্রাফি ক্লাব-এর আয়োজনে আয়োজিত এই বিভাগে শিক্ষার্থীরা সমাজ, আন্দোলন, ন্যায়ের জন্য লড়াই, ছাত্রজীবনের মুহূর্ত বা মুক্ত চিন্তার প্রতিচ্ছবি তুলে ধরবে। নির্বাচিত ছবিগুলো প্রদর্শনীতে স্থান পাবে এবং কিছু কাজ বিশেষ স্বীকৃতি পাবে।
সার্টিফিকেট ও পুরস্কার প্রদান:
উভয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও স্মারক পুরস্কার প্রদান করা হবে।
টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সকল বর্তমান শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে।
তারিখ: ৩১ জুলাই ২০২৫
স্থান: টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত