প্রতিবছর ঘটা করে আমরা বর্ষসেরা ক্রীড়াবিদ,গায়ক,নায়ক নির্বাচন করি,তাদের নিয়ে বড় হরফে শিরোনাম করছি ।
সেলেব্রেটি বানাচ্ছি ! ১৮ কি ১৯ বছরের ছেলে মেয়ে যারা কিনা দুই একটা নাটক করেছে মাত্র কিংবা একটা আধটা চটুল গান গেয়েছে তাকে নিয়ে জাতীয় দৈনিকের পাতার পর পাতা কাভারেজ করে যাচ্ছি।
মানছি এটার দরকার আছে !!
কিন্তু আমরা বর্ষসেরা গার্মেন্টস কর্মী ,
কৃষক কিংবা দেশের নাম উজ্জ্বল করা শ্রমিক
যে বিদেশে কাজ করছে তাদেরকে নিয়ে শিরোনাম করি না কেন ?
আসল সেলিব্রিটি তো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিংবা আর্মি কমান্ডো কিংবা পুলিশের সেই কন্সটেবল যে জীবন বাজি রেখে সেবা দিয়ে যাচ্ছে।
অনেকেই বলে
"ভাই এসব জিনিস পাবলিক খায় না"
খায় না বলেই তো বেশি বেশি করে করে বলতে হবে,
সামনে নিয়ে আসতে হবে।
টক্ শো তে আমি আপনি না বসে আসলে তো বসা উচিত সেই কৃষক,
সেই শ্রমিক কিংবা সেই প্রাইমারি স্কুলের শিক্ষক।
আমাদের গ্ল্যামারপ্রিয়তা কমিয়ে পরিশ্রমপ্রিয়তা বাড়াতে হবে।
আমি আসলেই জানতে চাই বাংলাদেশের কোন গ্রামের কোন মৎস চাষী সবচেয়ে ভালো মিঠা পানির মাছ চাষ করেছে?
আমি জানতে চাই কোন ফায়ার ফাইটার গত বছর সবচেয়ে বেশি মানুষের জীবন বাচিয়েছে?
তাই আমার এবারের ক্ষুদ্র প্রয়াস
নতুন বাংলাদেশের
Super Hero Award 2025
বর্ষসেরা পুরুষ্কার (সম্মাননা ক্রেস্ট সনদপত্র এবং নগদ অর্থ ) দিতে চাই
আগামী ২৫ জানুয়ারী ২০২৫ ইংরেজি
রোজ: শনিবার
বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
ভ্যানু: কেন্দ্রীয় কচি কাচার মেলা,সেগুনবাগিচা, ঢাকা
সেরাদের সেরা ২০জন কে
১। বর্ষসেরা কমান্ডো (Army Navy Biman)
২। বর্ষসেরা পুলিশ কনেস্টেবল
৩। বর্ষসেরা ফায়ার ফাইটার
৪। বর্ষসেরা সফল কৃষক
৫। বর্ষসেরা সৎ গার্মেন্টস কর্মী
৬। বর্ষসেরা রেমিট্যান্স যোদ্ধা
৭। বর্ষসেরা মানবিক নার্স
৮। বর্ষসেরা মসজিদের ইমাম / মুয়াজ্জিন
৯। বর্ষসেরা আদর্শ স্কুল শিক্ষক
১০। বর্ষসেরা সমাজ কর্মী
১১। বর্ষসেরা উদীয়মান সফল উদ্যোক্তা
১২। বর্ষসেরা সাহসী লেখক
১৩। বর্ষসেরা সংগ্রামী কবি
১৪। বর্ষসেরা মানবিক ক্লিনার
১৫। সৎ ও সাহসী রিকশা ড্রাইভার
১৬। আদর্শ বাবা
১৭। রত্নগর্ভা মা
১৮। মানবিক চিকিৎসক
১৯। বর্ষসেরা কন্টেন্ট ক্রিয়েটর
২০। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক
২১। বর্ষসেরা প্রেজেন্টার
২২। বর্ষসেরা ট্রেইনার
২৩। বর্ষসেরা স্পোর্টসম্যান
২৫।
আমরা এই বছরে ২০টা সেক্টর থেকে বর্ষসেরা ২০জন কে সম্মানিত করতে চাই।
যারা সমাজের জন্য দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে!
সারা দেশের ১৮ কোটি মানুষ থেকে তাদেরকে
তুলে নিয়ে আসতে চাই & পরিচয় করিয়ে দিতে চাই
দেশ ব্যপী সবার কাছে।
এতে আপনার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি ||
আপনার জানা মতে পরিচিতদের মধ্যে
যদি এমন কেউ থেকে থাকে?
তাদের ইনফরমেশন আমাদেরকে
হোয়াটসঅ্যাপে বা ই মেইলে দিতে অনুরোধ করছি।
01816317391 WhatsApp
c2hhbnRvOTY5NCB8IGdtYWlsICEgY29t
টাইটেল স্পনসর= ২ লক্ষ টাকা।
পাওয়ার্ডবাই = ১ লক্ষ টাকা।
ডায়মন্ড স্পন্সর = ৫০ হাজার টাকা।
প্লাটিনাম স্পন্সর= ৪০ হাজার টাকা।
গোল্ড স্পনসর = ৩০ হাজার টাকা।
সিলভার স্পনসর = ২০ হাজার টাকা।
কো স্পনসর = ১০ হাজার টাকা।
উক্ত আয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্যোক্তা মেলার আয়োজন করা হচ্ছে।
এতে আপনার পন্য বা সার্ভিসের স্টল নিতে পারেন।
প্রতি স্টল মাত্র ২ হাজার টাকা
সামিয়ানা + টিউব লাইট ও
৩/৬ একটি টেবিল & দুইটি চেয়ার ও ব্যনার প্রদান করা হবে।
ইলেকট্রনিক মিডিয়া
প্রিন্ট মিডিয়া
সেলিব্রেটি ব্র্যান্ড প্রমোটর ও
লাইভ প্রেজেন্টার দিয়ে
আপনার সার্ভিস / পন্যের প্রমোশন করা হবে।
রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আয়োজনে:
বায়োস্কোপ ইভেন্টস & ট্যুরিজম লি:
সহযোগিতায়ঃ Think In Media