"ভ্রমণকারীদের সাথে ঝর্না বিলাস"
মূলত এই আয়োজনটি আমরা করছি যারা পাহাড় এবং ঝর্নাপ্রেমী তাদের জন্য। এসব ট্রিপে লাক্সারি কোনো সেবা আপনি পাবেন নাহ। তবে পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য্য, ঝর্নার গর্জন আর ঝুম ঘরে বসে চাঁদ তারাদের সাথে গল্প করে কাটানো সম গুলো সৃতিতে নিয়ে আসতে পারবেন। আর যাই হওক ইনশাআল্লাহ জীবনের অন্যতম একটা সৃতিময় ট্টিপ হবে আশা করি। ভরসা নিয়ে যেতে পারেন আমাদের সাথে....
নিচে বিস্তারিত দেয়া হলো, দেখে বুঝে দ্রুত আপনার আসন কনফার্ম করে নিন।
ভ্রমণ শুরু করবো: ১৪ই আগস্ট রাতে।
ভ্রমণ শেষ করবো: ১৮ই আগস্ট সকালে।
ভ্রমণ প্যাকেজ শুরু এবং শেষ হবে ঢাকা থেকে।
ভ্রমণসঙ্গী: ৮ জন।
⛰️ ভ্রমণে যা দেখবো:
- লাংলোক ঝর্ণা
- শৈনগং ঝর্ণা
- কুমারি ঝর্ণা
- সাঙ্গু নদী
- রাজা পাথর
- তিন্দু
- ডিম পাহাড়
- থানচি
- রয়নদক ঝর্ণা (যদি তিন রাত থাকেন)
🚦ভ্রমন বিবরনীঃ
আমরা ১৪ই আগস্ট রাতের বাসে ঢাকা থেকে রওনা দিয়ে ১৫, ১৬, ১৭ই আগস্ট সকল স্পট শেষ করে ১৮ই আগস্ট ভোরে ঢাকা থাকবো ইন-শা-আল্লাহ্।
(কেউ চাইলে একরাত বেশি ও থাকতে পারেন, তখন ১৯ই আগস্ট ভোরে ঢাকা থাকবেন ইনশাআল্লাহ)
🛍️ ভ্রমণে আপনার যা নিতে পারেনঃ
- NID এর ফটোকপি (৫ টি)।
- কাধে ঝুলানো ব্যাগপ্যাক।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর)
- রেইন কোর্ট নিতে পারেন।
- অডোমাস ক্রিম।
- গামছা নিতে পারেন।
- প্রয়োজনীয় ঔষধ।
- টর্চ লাইট (বাধ্যতামূলক)।
- পাওয়ার ব্যাংক।
- স্লিপিং ব্যাগ।
✔️ ভ্রমণ খরচে যেসব সেবা আপনি পাবেনঃ
- ঢাকা থেকে নন-এসি বাসে যাওয়া আসা।
- বিভিন্ন পাড়া/ঝুম ঘরে থাকার খরচ।
- সকাল এবং রাতের ভারী খাবার।
- লোকাল যাতায়াত।
- নৌকা খরচ।
- লোকাল গাইড খরচ।
✖️ ভ্রমণ খরচে যেসব খরচ পাবেন নাহঃ
- ব্যাক্তিগত খরচ।
- প্যাকেজের বাহিরের খাবার।
🪙 জনপ্রতি ভ্রমণ খরচঃ ৮,৪৯৯ টাকা।
(এই খরচের মধ্যে আপনি কি কি সেবা পাবেন এবং কি কি সেবা পাবেন না তা উপরে উল্লেখিত আছে, দয়া করে দেখে নিবেন এবং বুঝতে সমস্যা হলে আমাদের ফোন/মেসেজ করুন)
- বুকিং করার নিয়মাবলীঃ
আপনার যাত্রা কনফার্ম হলে মূল ভ্রমণ খরচের ৫০% টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি টাকা যাত্রার দিন দিতে হবে।
(বুকিং করতে নিচের একাউন্ট সমূহ ব্যাবহার করত পারেন তবে বিকাশ/নগদ/রকেট ব্যাবহার করলে অবশ্যই খরচ সহ দিতে হবে)
⭕ বিকাশঃ 01732078830
⭕ নগদঃ 01732078830
⭕ রকেটঃ 01821265265-6
⭕ ব্যাংকঃ
একাউন্ট নামঃ Vromonkari
একাউন্ট নাম্বারঃ 1931100029702
ব্যাংক নামঃ DBBL
ব্যাংকের ব্রাঞ্চঃ Pragoti Sarani
🚨 গ্রুপ ভ্রমণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
- সকলের ভ্রমণ প্রিয় মন-মানসিকতা থাকা জরুরী।
- মনে রাখবেন বুকিং মানির টাকা অফেরতযোগ্য।
- যাত্রার দিন গাড়ি মিস করলে কতৃপক্ষ দায়ী থাকবে নাহ, সেক্ষেত্রে হাতে সময় নিয়ে রওনা দিন অন্যথায় আলাদা গাড়ি নিয়ে এসে গ্রুপে যোগ দিতে হবে।
- হরতাল, অবরোধ, প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অস্থিরতা সহ অনাকাঙ্ক্ষিত কোনো কারনে ভ্রমন বাতিল করতে হলে ভ্রমণকারী কতৃপক্ষ দায়ী থাকবে না, এই রকম কোনো সমস্যায় দুই পক্ষ মিলে একটি গ্রহনযোগ্য সিদ্ধান্তে আসতে হবে।
- ভ্রমণে মাদক দ্রব্য ব্যাবহার ও পরিবহন নিষেধ।
- সকলকে সম্মান করতে হবে।
- বাচ্চাদের প্রতি স্নেহশীল হতে হবে।
- মহিলা এবং বয়স্কদের অগ্রাধিকার দিতে হবে।
- লোকাল জনগনের সাথে ভালো ব্যাবহার করতে হবে কোনো প্রকার বাক-বিতন্ডে জড়ানো যাবে নাহ।
- সমসাময়িক সমস্যায় ভ্রমণ আয়োজনে কোনো পরিবর্তন/পরিবর্ধন করতে হলে সকলে মিলে গ্রহনযোগ্য একটি সমাধানে আসার মানসিকতা থাকতে হবে।
ভ্রমণ সম্পর্কে সরাসরি কথা বলতে চাইলে আমাদের অফিসে আসতে পারেন অন্যথায় নিচের ফোন নং এ ফোন করতে পারেন অথবা গাইড পেইজে ও মেসেজ করতে পারেন।
- যোগাযোগঃ
৩৩৭, ৬০ ফিট রোড, পশ্চিম পিরেরবাগ
মিরপুর - ১২১৬, ঢাকা।
01821265265
01732078830
______________________________________
আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট, গ্রুপ এবং পেইজ ভিজিট করে দেখতে পারেন, নিম্নে গ্রুপ এবং পেইজ এর লিংক দেয়া হলো।
🌍 ওয়েব সাইটঃ
https://vromonkaribd.com/
👨👩👧👧 গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/vromonkaribangladesh/?ref=share
💂♂️ গাইড পেইজ লিংকঃ
https://www.facebook.com/Sabbir-The-Tour-Guide-110562320382456/
আমাদের ইভেন্ট আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন, আশাকরা যায় আপনার সকল অজানা প্রশ্নের উত্তর ও পেয়ে যাবেনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=605070211625279&id=100063669169419&mibextid=Nif5oz
You may also like the following events from Vromonkari - ভ্রমণকারী: