"স্বপ্নের বীজ বপন করেছি সদ্য, বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ!" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য 'নবীন বরণ' অনুষ্ঠান আয়োজন করছে লালদর্পণ।
কিন্তু, লালদর্পণ কী? লালদর্পণ মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য বিভিন্ন বিষয়ে পাঠচক্র, সংলাপ, আলোচনা, সেমিনার, প্রদর্শনী আয়োজন করে থাকে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বেশ কয়েকটি পাঠচক্র, সংলাপ, আলোচনা ও প্রদর্শনী আয়োজন করেছে লালদর্পণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকণিষ্ঠ ও নবীন দুটি ব্যাচের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ও লালদর্পণ পরিবারে বরণ করে নিতে এই আয়োজন। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানমালা:
• পরিচিতি পর্ব
• নবীনদের বরণ
• ফটোসেশন
• গেম সেগমেন্ট
• কালচারাল সেগমেন্ট
• পুরষ্কার বিতরণ
[রেজিস্ট্রেশন সমাপ্ত হয়েছে]
তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৫, বুধবার, বিকাল ৩টা
স্থান: শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন, ২য় তলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগ: ০১৬৩৩০২০৭৪৭, ০১৮৭৬৪৬৫৬৮৮