প্রিয় চলচ্চিত্রপ্রেমী,
আগামী ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২ টায় টিএফপি ফিল্ম ক্লাবের 'স্পেশাল ফিল্ম স্ক্রিনিং' এ প্রদর্শিত হতে যাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত 'শুনতে কি পাও!' (Are You Listening!)। প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাঁপ্রি এবং মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ বিজয়ী এই চলচ্চিত্রটি কামার আহমাদ সাইমনের জলত্রয়ী ট্রিলজি-র প্রথম ছবি হিসেবে মুক্তি পায় ২০১৪ সালে।
'শুনতে কি পাও!' প্রদর্শনী শেষে টিএফপি ফিল্ম ক্লাবের 'মিট দ্য পারসোনালিটি' সেশনে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির পরিচালক কামার আহমাদ সাইমন। 'অন্যদিন...' খ্যাত এই নির্মাতা অংশ নেবেন আপনাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ও মতবিনিময়ে।
আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।
🎬 'শুনতে কি পাও!' এর গল্পসংক্ষেপ:
ভদ্রা নদীর পারে, সুন্দরবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম... নাম তার ‘সুতারখালি’। জলে-জঙ্গলে লড়াই করে চার পুরুষের আবাদে প্রায় ১০০ পরিবারের বাস এই সুতারখালি গ্রামে। এখানেই ঘর বেঁধেছিলো রাখী আর সৌমেন, জন্ম হয়েছিলো তাদের ভালোবাসার সন্তান... রাহুলের। রাহুলের বয়স যখন মাত্র চার... ‘আইলা’ নামের এক প্রলয়ঙ্করী জলোচ্ছাস ভাসিয়ে নিয়ে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। আর সেই দিন থেকে শুরু হয় রাখী, সৌমেন এবং রাহুলের এক অন্য জীবন... 'শুনতে কি পাও!'
📅 তারিখ: ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
🕑 সময়: দুপুর ২টা
📍 ভেন্যু: রুম নম্বর ৭০৯, ষষ্ঠ তলা (লিফটে ৬),
সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন,
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
(সবার জন্য উন্মুক্ত)