আগামী ১১ জুলাই (শুক্রবার) ২০২৫, সন্ধ্যা ৭:১৫ মিনিটে, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘরের নাটক: মাংকি ট্রায়াল এর ২৪তম মঞ্চায়ন।
মূল: জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি।
মঞ্চরুপ ও নির্দেশনা: মুক্তনীল।
সময়ের আলোচিত নাটকটি দেখার আমন্ত্রণ..
অনলাইনে টিকিট ক্রয়ের লিঙ্ক-
https://forms.gle/eH9CqPSoC7NBgXdB8
অনলাইনে টিকিট ক্রয় করলে থাকছে স্টুডেন্ট এবং থিয়েটার কর্মীদের জন্য ২০% ডিসকাউন্ট (২০০ টাকার টিকিট ব্যাতীত এবং পরিচয় শনাক্তের মাধ্যমে)।
টিকিট মূল্যঃ ৫০০/৩০০/২০০ টাকা।
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুন: 01316090416
গল্পটি মূলত ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত 'স্কোপস মাংকি ট্রায়াল' এর ঘটনা অবলম্বনে। যেখানে একজন নিরীহ স্কুল শিক্ষক স্কুলের ক্লাসে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে বিবর্তনবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিউরি নিয়ে আলোচনা করেন। যার দরুন তাকে বাটলার আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে।
সারা বিশ্বের গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এই মামলাটি আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে।
আসুন দেখুন আর মিলিয়ে নিন, ১০০ বছরে আমরা কতটা পেছালাম!
বিস্তারিত জানতে লিংকে ভিজিট করুন (মাংকি ট্রায়াল): www.batighartheatre.com/monkeytrial.php
বাতিঘর এর ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/batighartheatreaudience
বাতিঘর এর ফেইসবুক পেইজ: www.facebook.com/batighartheatre