বাংলাদেশের বিতর্ক আন্দোলনের এক অন্যতম পথিকৃত ডিবেট ফর হিউম্যানিটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিতর্ক স্লোগানে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর ও প্রতিবাদী মানসিকতা গঠনে অদম্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। যেমনটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষাবিদ Norman Cousins বলেছিলেন, ‘The first purpose of education is to enable a person to speak clearly and confidently.’ শিক্ষার্থীদের আত্নবিশ্বাসের সাথে যুক্তিনির্ভরভাবে মনের কথা ব্যক্ত করাই বিতর্কের দাবি। আর তাই রাজধানী ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিতর্কের শিল্পের প্রসারে ডিএফএইচ নিয়মিতভাবে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছায় বিতর্ক প্রশিক্ষণ ও চর্চার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণে ২০২২ সাল থেকে সক্রিয় ভাবে বিতর্কের চেতনাকে প্রচারের পর ২০২৩ সালে সফলভাবে ঢাকা দক্ষিণে লীগ বিতর্কের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় এবার ডিএফএইচ সমগ্র ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে "ডিএফএইচ ঢাকা জেলা লীগ বিতর্ক ২০২৫"। ঢাকা শহরের প্রতিভাবান শিক্ষার্থীদের পূর্ণভাবে বিতর্ক চর্চা এবং জাতীয় মানের বিতার্কিক হিসেবে তৈরীর লক্ষ্যেই এ লীগ বিতর্কের আয়োজন।
টাইটেলঃ "ডিএফএইচ ঢাকা জেলা লীগ বিতর্ক ২০২৫"
আয়োজকঃ ডিবেট ফর হিউম্যানিটি - ডিএফএইচ
প্রতিপাদ্যঃ মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়!
টুর্নামেন্ট বিস্তারিত
টিম সংখ্যা: ২৮ টি
অংশগ্রহণকারীর যোগ্যতাঃ অবশ্যই নোভিস হতে হবে এবং টিম গুলো প্রাতিষ্ঠানিক হতে হবে।
মোট বিতর্ক : ৯১ টি
(অনলাইন এবং অফলাইন)
- গ্রুপ পর্ব : ৮৪ টি বিতর্ক (প্রতি দল ৬টি করে বিতর্ক করবে)
- কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল: ৭ টি বিতর্ক
বিতর্কের ধরন : এশিয়ান সংসদীয় বিতর্ক
রেজিস্ট্রেশন ফী: ৬০০ টাকা (প্রতি টিম)
সময় : ০১ই আগস্ট ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ (পরীক্ষা এবং দেশের অবস্থা বিবেচনায় পরিবর্তনযোগ্য)
নিয়মাবলী:
- ২৮ টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে ৭টি করে দল থাকবে। গ্রুপের দলগুলো লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।
- প্রতি দল তার নিজ গ্রুপের ৬টি দলের সাথে ৬টি বিতর্ক করার সুযোগ পাবে।
- গ্রুপ পর্ব শেষে ৪টি গ্রুপ থেকে মোট ৮টি দল কোয়ার্টার ফাইনালে পর্বে যাবে।
- গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৫জন বিতার্কিকের নাম ঘোষণা করা হবে যারা পুরস্কারের জন্য মনোনীত হবে।
- পুরো টুর্নামেন্ট টি অনলাইন ট্যাবুলেশনের মাধ্যমে পরিচালিত হবে।
যোগাযোগের জন্য –
মোঃ শাহেদুজ্জামান
(দপ্তর সম্পাদক, ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1558-240545
সাকিব হাসান হামিম
(সাংগঠনিক সম্পাদক,ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1680-042141
তাসনিয়া ইসলাম ইতি
(প্রকাশনা সম্পাদক, ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1766-141827