🚴 UCC Night Adda Ride #34
📅 তারিখঃ ১৬ আগষ্ট , শনিবার, ২০২৫
⛩ মিটিং পয়েন্টঃ Uttara Cycle Care
📍গুগোল ম্যাপঃ
https://maps.app.goo.gl/fKAYsqAZMeZqSAWC8
⏰ মিটিং টাইমঃ সন্ধ্যা ৭:০০ মিনিট
🚴♂️ রাইড শুরুঃ সন্ধ্যা ৭:৩০ মিনিট
📍গন্তব্যঃ যেখানে মন চায় (সবার মতামত নিয়ে)
🚏 রুট ম্যাপঃ
যে দিক দিয়ে মন চায় (সবার মতামত নিয়ে)
📌 দূরত্বঃ প্রায় ২০ +/- কিলোমিটার (যাওয়া +আসা)
🛑 রাইড সমাপ্তিঃ (আনুমানিক) রাত ০৯:৩০ | উত্তরা
📞 যোগাযোগঃ
🧑✈️ Mohammad Razib : 01914371201
🧑✈️ Omar Faruk : 01316374143
🧑✈️ ImRan : 01521432858
Md. Zobayer : 01744-488827
Sabbir : 01612-608794
Md jonayed ahmed : 01818-954944
Shawon : 01757-707213
⛑ নিরাপত্তা ও নির্দেশনাঃ
⭕ No Helmet, No Ride policy⭕
✔ হেলমেট বাধ্যতামূলক।
✔ ফ্রন্ট লাইট ও ব্যাক লাইট সাথে নিয়ে আসতে হবে।
✔ পায়ে সু এবং হাতে গ্লাভস থাকলে ব্যবহার করতে অনুরোধ করা হলো
✔️সাথে পর্যাপ্ত পরিমাণে পানি ক্যারি করবেন
✔ যাদের কাছে Uttara Cycle Community Jersey আছে, তারা অবশ্যই জার্সি পরে আসবেন।
📌 অতিরিক্ত নিয়মাবলিঃ
▪ অভিভাবকের অনুমতি ব্যতীত অপ্রাপ্তবয়স্ক কেউ রাইডে অংশ নিতে পারবে না।
▪ রাইড চলাকালীন সময় স্টান্ট ও রেস করা সম্পূর্ণ নিষেধ।
▪ এক লাইনে রাইড দিতে হবে, এবং রাইড লিডারকে অতিক্রম করা যাবে না।
▪ রাইড লিডারের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▪ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
▪ ছোট-বড় সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
▪ নিজের বা কমিউনিটির সম্মানহানি হয় এমন আচরণ থেকে বিরত থাকতে হবে।
▪ যেকোনো পরিস্থিতিতে রাইড বাতিল বা রুট পরিবর্তনের সিদ্ধান্ত UCC অ্যাডমিন প্যানেল গ্রহণ করতে পারবে।
📢 ঘোষণাঃ
📝 "আমি নিয়মাবলী পড়েছি এবং ইভেন্টটির স্বভাব বুঝে অংশগ্রহণ করছি। এই রাইডে অংশগ্রহণের সমস্ত ঝুঁকি আমি নিজে গ্রহণ করছি এবং আমার কোনও ব্যক্তিগত ক্ষতির জন্য আয়োজকদের দায়ী করব না।"
⚠ বিঃদ্রঃ
রাইডে অংশ নেবার আগে আপনার সাইকেল ভালোভাবে চেক করে নিবেন। টেকনিক্যাল সমস্যাযুক্ত সাইকেল ও হেলমেট ছাড়া কাউকে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
🔹 Uttara Cycle Community
(দু চাকায় ভব ঘুরে, মন ছুটে বহুদূরে)