UCC Night Adda Ride #34 | Event in Dhaka | AllEvents

UCC Night Adda Ride #34

Uttara Cycle Community

Highlights

Sat, 16 Aug, 2025 at 07:00 pm

2.5 hours

Uttara,Dhaka,Bangladesh

Advertisement

Date & Location

Sat, 16 Aug, 2025 at 07:00 pm to 09:30 pm (BST)

Uttara

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

UCC Night Adda Ride #34

🚴 UCC Night Adda Ride #34
📅 তারিখঃ ১৬ আগষ্ট , শনিবার, ২০২৫

⛩ মিটিং পয়েন্টঃ Uttara Cycle Care
📍গুগোল ম্যাপঃ https://maps.app.goo.gl/fKAYsqAZMeZqSAWC8

⏰ মিটিং টাইমঃ সন্ধ্যা ৭:০০ মিনিট
🚴‍♂️ রাইড শুরুঃ সন্ধ্যা ৭:৩০ মিনিট

📍গন্তব্যঃ যেখানে মন চায় (সবার মতামত নিয়ে)

🚏 রুট ম্যাপঃ
যে দিক দিয়ে মন চায় (সবার মতামত নিয়ে)

📌 দূরত্বঃ প্রায় ২০ +/- কিলোমিটার (যাওয়া +আসা)

🛑 রাইড সমাপ্তিঃ (আনুমানিক) রাত ০৯:৩০ | উত্তরা

📞 যোগাযোগঃ

🧑‍✈️ Mohammad Razib : 01914371201
🧑‍✈️ Omar Faruk : 01316374143
🧑‍✈️ ImRan : 01521432858
Md. Zobayer : 01744-488827
Sabbir : 01612-608794
Md jonayed ahmed : 01818-954944
Shawon : 01757-707213

⛑ নিরাপত্তা ও নির্দেশনাঃ

⭕ No Helmet, No Ride policy⭕
✔ হেলমেট বাধ্যতামূলক।
✔ ফ্রন্ট লাইট ও ব্যাক লাইট সাথে নিয়ে আসতে হবে।
✔ পায়ে সু এবং হাতে গ্লাভস থাকলে ব্যবহার করতে অনুরোধ করা হলো
✔️সাথে পর্যাপ্ত পরিমাণে পানি ক্যারি করবেন
✔ যাদের কাছে Uttara Cycle Community Jersey আছে, তারা অবশ্যই জার্সি পরে আসবেন।

📌 অতিরিক্ত নিয়মাবলিঃ

▪ অভিভাবকের অনুমতি ব্যতীত অপ্রাপ্তবয়স্ক কেউ রাইডে অংশ নিতে পারবে না।
▪ রাইড চলাকালীন সময় স্টান্ট ও রেস করা সম্পূর্ণ নিষেধ।
▪ এক লাইনে রাইড দিতে হবে, এবং রাইড লিডারকে অতিক্রম করা যাবে না।
▪ রাইড লিডারের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▪ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
▪ ছোট-বড় সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
▪ নিজের বা কমিউনিটির সম্মানহানি হয় এমন আচরণ থেকে বিরত থাকতে হবে।
▪ যেকোনো পরিস্থিতিতে রাইড বাতিল বা রুট পরিবর্তনের সিদ্ধান্ত UCC অ্যাডমিন প্যানেল গ্রহণ করতে পারবে।

📢 ঘোষণাঃ

📝 "আমি নিয়মাবলী পড়েছি এবং ইভেন্টটির স্বভাব বুঝে অংশগ্রহণ করছি। এই রাইডে অংশগ্রহণের সমস্ত ঝুঁকি আমি নিজে গ্রহণ করছি এবং আমার কোনও ব্যক্তিগত ক্ষতির জন্য আয়োজকদের দায়ী করব না।"

⚠ বিঃদ্রঃ

রাইডে অংশ নেবার আগে আপনার সাইকেল ভালোভাবে চেক করে নিবেন। টেকনিক্যাল সমস্যাযুক্ত সাইকেল ও হেলমেট ছাড়া কাউকে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

🔹 Uttara Cycle Community
(দু চাকায় ভব ঘুরে, মন ছুটে বহুদূরে)

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Uttara,Dhaka,Bangladesh
Get updates and reminders

Host Details

Uttara Cycle Community

Uttara Cycle Community

Are you the host? Claim Event

Advertisement
UCC Night Adda Ride #34 | Event in Dhaka | AllEvents
UCC Night Adda Ride #34
Sat, 16 Aug, 2025 at 07:00 pm