প্রিয় ডিআইইউ সিপিসি পরিবার, আবারও সেই বহুল প্রতীক্ষিত সময় চলে এসেছে, শিক্ষার্থী - অ্যালামনাই - শিক্ষক মিলনমেলা ২০২৫। যেখানে ব্যস্ততার ভিড় সরিয়ে আনন্দের একটি দিনে আমরা সবাই একত্রিত হবো। থাকবে আড্ডা, গল্প, হাসি, খাওয়া-দাওয়া আর সিপিসি পরিবারের সেই পরিচিত উচ্ছাস। বছরজুড়ে ক্লাস, অ্যাসাইনমেন্ট, কনটেস্ট, ইভেন্ট, মিটিং, সব কিছুর মাঝেও আমরা জানি, এই পরিবারটা শুধু কাজের নয়, এখানে আছে বন্ধন, মজা, গল্প আর অসংখ্য স্মৃতিময় মুহূর্ত।
⏰ সময়ঃ দুপুর ১২ টা
📅 তারিখঃ বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫
📍 স্থানঃ আশুলিয়া মডেল টাউন, সাভার, ঢাকা
📝 রেজি-লিঙ্কঃ cutt.ly/9trTTk1H
⏳ রেজি-ডেডলাইনঃ ২৪শে নভেম্বর, ২০২৫
রেজিস্ট্রেশন ফি
🎓 অ্যালামনাই: ৫০০ টাকা
👨🎓 শিক্ষার্থী: ৩০০ টাকা
এখানে থাকবে—
✨ মজার সেশন
✨ আড্ডা ও পুনর্মিলন
✨ ফান অ্যাক্টিভিটি
✨ নিজেদের রান্না করা স্পেশাল লাঞ্চ
✨ আর একসাথে কাটানো সুন্দর মুহূর্ত
এবারের চড়ুইভাতি হবে একসাথে থাকার সহজ-সুন্দর একটা মিলনমেলা। প্রতিটি মুখ, প্রতিটি হাসি এই আয়োজনকে করে তুলবে আরও অর্থবহ।
𝗙𝗼𝗿 𝗔𝗻𝘆 𝗤𝘂𝗲𝗿𝘆:
Minhazul Alam Mahin
Vice President (JC&IC Wing, DIU CPC)
📞 Mobile: 01954042568
✉️ E-mail:
bWFoaW4yMjIwNTEwMTkwMCB8IGRpdSAhIGVkdSAhIGJk
You may also like the following events from DIU CPC - Daffodil International University Computer and Programming Club: