'ভালো থেকো ফুল' ও সম্মিলিত অর্থায়ন (CROWDFUNDING):
🥀
এদেশের মিশ্র সাংস্কৃতিক পরিমন্ডলে নান্দনিক সুরচর্চায় নিবেদিত হবার স্বপ্ন বুকে বেঁধে সঙ্গীতপ্রেমী ক'জনা মিলেছিলাম প্রাণের টানে 'জলতরঙ্গ' পরিচয়ে। বাঙালি সংস্কৃতি সমৃদ্ধির অভিযাত্রা, স্বাধিকার, স্বাধীনতা অর্জনের পথ পরিক্রমায় সুর-বাণীর অনন্য মেলবন্ধনে রচিত কালজয়ী গানের চর্চা, পরিবেশন হবে আমাদের সংগঠনের নৈমিত্তিক আচার। এ বিশ্বাস বুকে নিয়ে এ মাটির ঋদ্ধ সুরের উপস্থাপনে জলতরঙ্গের অনলস প্রয়াসে সুরপ্রেমী দর্শক শ্রোতাদের সাহচর্য্য আমাদের এগিয়ে চলায় প্রাণ সঞ্চার করেছে , প্রণোদনা হয়েছে আত্মবিশ্বাসী হয়ে ওঠায়।
🔘
নিয়মিত শ্রোতার আসর আয়োজন, সামাজিক মাধ্যমে নান্দনিক উপস্থাপনা, স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রচিত স্বদেশ প্রেমের গান নিয়ে আলেখ্য, বাংলাদেশের ছায়াছবির অত্যুজ্জ্বল গানের উপস্থাপন, অনন্য সুরস্রষ্টা সলিল চৌধুরীর সৃষ্টি নিয়ে গীতিআলেখ্য- জলতরঙ্গের ইত্যাকার উপস্থাপনা সঙ্গীতপ্রেমী দর্শকশ্রোতাদের অবার প্রশংসা পেয়েছে। জলতরঙ্গের পথচলা দশক পেরিয়েছে এরই মধ্যে।
🔘
স্বপ্ন আমাদের অনেক, নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি বছরে অন্তত ১-২ টি বড় অনুষ্ঠান (কোন বিশেষ ভাবনা নিয়ে) আয়োজন করা। দেশের গানের তুলনারহিত সৃষ্টি সম্ভার রয়েছে আমাদের। আগামি উপস্থাপনার ভাবনা আবর্তিত হচ্ছে সে সব হৃদয় আলোড়িত করা গীতিভান্ডারের কিছু অমর মনিমুক্তার উপস্থাপন নিয়ে, -গীতিআলেখ্য ‘ভালো থেকো ফুল’। ২০২৫ সালের মে মাসে হতে চলেছে এই আসর। আক্ষরিক ভাবে দেশ মানচিত্রে উপস্থাপিত একটি ভূখন্ড মাত্র। প্রকৃতপক্ষে দেশ মানচিত্রে নয়, থাকে আমাদের প্রত্যেকের হৃদয়ে।
🔘
এ আয়োজন আমরা করতে চাই সম্মিলিত অর্থায়নে (ক্রাউড ফান্ডিং) বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী সহায়তার মুখাপেক্ষী না হয়ে। বিশ্বের নানাপ্রান্ত থেকে অনেক মানুষের ছোট বড় নানা সহায়তায় আমরা হয়ে উঠব এক বড় ইতিবাচক শক্তি। শিল্পচর্চায় আমাদের আবার যত্নশীল হতে হবে। ভালো কাজে সহযোগী হতে হবে। আমরা তো কেবলই পিছিয়ে পড়তে পারি না।
🔘
দেশের মঙ্গলচিন্তা নিশ্চয়ই আমাদের সবাইকে কোন না কোন ভাবে অনুপ্রেরণা যোগায় দেশের জন্য কিছু করতে। সেই বিশ্বাস থেকে দেশবন্দনার আয়োজনে সম্পৃক্ত হোন সহায়তার হাত বাড়িয়ে দিয়ে। আপনার সহায়তা সুরে দেশবন্দনার স্বপ্নকে সফল করবে।🙏
(ডঃ হুমায়ূন আজাদের জন্মভূমি মুন্সিগঞ্জের আড়িয়ল বিলের ছবিটি এঁকেছে জলতরঙ্গের সদস্য চিত্রশিল্পী মনজুর রশিদ।)