#কির্সতং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+ ফিট। এর গঠনশৈলী। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা নামক এক ধরনের ছোট পাখি থেকে। এই পাহাড়ের ঘন সবুজাভ জঙ্গলে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ। আর মেঘ করলে সে এক অন্যরকম দৃশ্য যা বলে বোঝানো সম্ভব নয়। একসময় এখানে বিশালাকার বনগরু বা গয়ালের বিচরণ ছিলো। পাড়ায় গেলে সেসবের সংরক্ষিত শিং, চোয়ালের দেখা মেলে।
#রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+ ফিট। একদা এখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এখনো রুংরাং পর্বত সন্নিহিত পাড়ার ঘরে ঘরে ধনেশ পাখির বড় বড় ঠোঁট সংরক্ষণ করা আছে। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বড় ঠোঁট।
✅ #ট্যুর (১-২-৩ অক্টোবর) ২০২৫ ইং।
✅ #ট্রেকের_দৈর্ঘ্য: ২ রাত ৩ দিন
✅ #যাত্রা: ১ অক্টোবর বৃহস্পতিবার ২০২৫ ইং রাত ২ টায় রওনা চট্টগ্রাম থেকে
✅ #ফেরা: ৩ অক্টোবর ২০২৫ ইং রাতে চট্টগ্রাম
📌 #ভ্রমণের_স্থান:
✅ ২১ কিলো ভিউ
✅ কির্সতং পাহাড়(চিম্বুকের সর্বোচ্চ চূড়া)
✅ রুংরাং পাহাড়
✅ খেমচং পাড়া
✅ মেনকিউ পাড়া
✅ মেনিয়াং পাড়া
✅ শামুক ঝর্ণা
সন্নিহিত জুম, জুমঘর, মাচাং, পাড়াতো দেখবো-ই।
📌 ট্রিপের প্লান: আমরা ২১ কিলো দিয়ে দুসরী যাব(ঐ রুট দিয়ে যাওয়ার পারমিশন না থাকলে নৌকা করে দুসরী হয়ে যাব। প্রথম দিন ৫/৬ ঘন্টা উঁচু নিচু পথ পায়ে হেঁটে খেমচং পাড়া পৌছাবো তারপর রাত্রিযাপন।
২য় দিনঃ সকাল ৭ টায় খিচুড়ি খেয়ে কির্সতং এর উদ্দ্যেশ্যে রওনা হব। আসা যাওয়া ৫/৬ ঘন্টা। এরপর দুপুরে খেমচং পাড়া এসে নুডুলস খেয়ে রুং রাং সামিট করে আবারও ১ ঘন্টা হেটে মেনিয়াং পাড়া চলে যাব।
৩য় দিন: মেনিয়াং পাড়া থেকে সকাল ৮ টায় বের হয়ে শামুক ঝর্ণা দেখে মেনকিউ পাড়া হয়ে দুসরী থেকে নৌকা করে চলে আসব।
#বিঃদ্রঃ যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পরিস্থিতির কারণে রুট/প্ল্যান টিম লিডার কর্তৃক পরিবর্তিত হতে পারে।
✅ #আসন_সংখ্যা: ১২ টি। ছেলে/মেয়ে যে কেউ যেতে পারবেন। (আসন পূর্ণ হলে ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে)।
💵 #ইভেন্ট_ফি:
চট্টগ্রাম থেকে ৫৫০০/- টাকা।
চকরিয়া থেকে ৫০০০/- টাকা
#কনফার্মেশন সিস্টেম:-
📌 ২০৪০ টাকা বুকিং মানি জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। বাকি টাকা যাত্রার দিন ক্যাশে পরিশোধ করতে হবে। মৌখিক কনফার্ম এর অনুরোধ গ্রাহ্য নয়।
🟥 বুকিং মানি সরাসরি, মোবাইল ব্যাংকিং(বিকাশ/নগদ/রকেট), চাইলে ব্যাংক একাউন্টেও জমা দেওয়া যাবে।
📲 #বিকাশ_এবং_নগদ:
হাফিজ: 01821793755
📣 #সাথে_নিতে_হবে:
🟥 NID/জন্ম নিবন্ধন/পাসপোর্ট/স্টুডেন্ট ID এসবের যে কোনটির ৫ টি ফটোকপি (বাধ্যতামূলক)।
🟥 ট্রেকিং উপযোগী কাপড়, হালকা জুতা (নতুন জুতা হলে এক জোড়া মোজাও নিয়েন)।
🟥 ব্যাগপ্যাক, গামছা(তোয়ালে নয়), ক্যাপ, সানগ্লাস, পানির বোতল।
🟥 ছবি তুলার জন্য মোবাইল/ক্যামেরা, টর্চ, পাওয়ার ব্যাংক, ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ থাকলে নিয়েন।
🟥 ট্রেকিং সহায়ক দুপুরের ড্রাই ফুড যেমন: খেজুর, কাজু বাদাম, বিস্কুট, চকলেট/টফি, ম্যাংগো বার এবং পানীয়জলের সাথে গুলে খেতে স্যালাইন, গ্লুকোজ, ক্যাভিক সি প্লাস প্রভৃতি।
🟥 টয়লেট টিস্যু/ওয়েট টিস্যু (বাথরুমের জন্য)।
🟥 অডোমস ক্রিম/গুড নাইট লিকুইড, প্রাত্যহিক ঔষধ
🟥 ২/৩ টা বড় পলিথিন। হঠাৎ বৃষ্টিতে/পানিতে চলাচলে ব্যাগসহ যাবতীয় কিছু ভরে রাখতে পারবেন।
🔕মনে রাখবেন, ট্রেকিং এর সময় ব্যাগ হালকা রাখা আরামদায়ক। একগাদা অপ্রয়োজনীয় এবং তুলনামূলক ভারী জিনিস নিয়ে হাঁটা কষ্ট। কেউ ব্যক্তিগতভাবে পোর্টার নিলে তাঁর যাবতীয় খরচ বহন করতে হবে।
#যা_যা থাকবে:
✅ ঢাকা/চট্টগ্রাম-আলীকদম বাসের টিকেট (নন-এসি)।
✅ আভ্যন্তরীণ গাড়ি/বাইক ভাড়া।
✅ গাইড এবং এসিস্ট্যান্সি খরচ।
✅ খাবার (রাতে, সকালে ভারী খাবার)।
✅ থাকার খরচ (পাহাড়ি কটেজ/জুমঘর/তাঁবু/মাচাং -এ হবে
✅ ফাস্টএইড মেডিসিন
✅ ঝিরি পার হতে রোপ
❌ #যা_থাকবে_না:
❎ ব্যক্তিগত মেডিসিন ও খরচ।
❎ যাত্রা পথে/বিরতিতে কোন খাবার।
❎ উল্লিখিত "#যা_থাকবে" কলামের বাইরের সবকিছু।