সীমান্ত সড়ক ভ্রমণ ও টেন্ট ক্যাম্পিং
১৭-১৮ অক্টোবর ২০২৫
কর্ণফুলী নদীর পাশে পাহাড়ের ওপর ক্যাম্পিং ও সীমান্ত সড়ক ভ্রমণ। এটা কেবল ব্যাচেলারদের জন্য। ফ্যামিলি- শিশুদের জন্য এই ট্রিপ মানানসই না।
🔰জনপ্রতি: ৬৮০০ টাকা
⛱️সংক্ষিপ্ত ভ্রমণসূচীঃ
🚌 প্রথম দিনঃ
ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে ভোরে কাপ্তাই নেমে নাস্তা সেরে যাব বাঙ্গালহালিয়া। সেখান থেকে জিপ/সিএনজিতে রাজস্থালী উপজেলা। রাজস্থালী থেকে নবনির্মিত সীমান্ত সড়কে যাত্রা শুরু হবে। শেষ গন্তব্যস্থান বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন। উঁচু-নিচু আকর্ষণীয় এই পথ ভ্রমণ শেষ করে আমরা ফিরে আসব রাজস্থালী। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে ফিরে আসব রাইখালী। কর্ণফুলী নদী পার হয়ে বিকেলের মধ্যে চলে আসব কাপ্তাই ক্যাম্পসাইটে।
তাঁবুতে রাত কাটাব পাহাড়ের ওপর।
🚎 দ্বিতীয় দিনঃ
সকালে নাস্তা সেরে কর্ণফুলী নদীতে কায়াকিং করার সুযোগ থাকবে। সময় ৪০ মিনিট।
এরপর যাব কাপ্তাই বাজার ও এর আশপাশের কিছু জায়গা ঘুরে চট্টগ্রামগামী বাস ধরব। চট্টগ্রামে এসে দুপুরের খাওয়া-দাওয়া সেরে ঢাকাগামী বিকেলে ট্রেন/ বাসে করে রাত ১০-১১ টার মধ্যে গন্তব্যে পৌঁছাব ইনশাআল্লাহ।
⏬প্যাকেজের অন্তর্ভুক্তঃ
✅বাস-ট্রেন-জীপ থেকে শুরু করে সকল ট্রান্সপোর্ট খরচ
✅খাওয়া-দাওয়া
✅ তাঁবুতে রাত যাপন
✅কায়াকিং
💠আকর্ষণীয় দিক
এটা ব্যতিক্রমী ট্যুর ইভেন্ট। এক ভ্রমণে অনেক কিছু দেখার সুযোগ পাবেন।
🚎 জীপ অথবা বাইকে চেপে সীমান্ত সড়ক ভ্রমণ।
🏕️ রাত যাপন তাঁবুতে। এক তাঁবুত ২ জন থাকা। একা থাকতে চাইলে খরচ বাড়বে।
🈷️ দেশের অন্যতম আকর্ষণীয় নদী কর্ণফুলীতে কায়াকিং করার সুযোগ।
🏠ফেরার দিন চট্রগ্রাম শহরে নামী কোনো রেস্টুরেন্টে লাঞ্চের ব্যবস্থা।