লাংলোক - তমা তুংগী - ডিম পাহাড় ও কুমারি ঝর্ণা ট্রিপ।
বান্দরবানকে যদি বাংলাদেশের ভূ-স্বর্গ বলা হয়, তাহলে তিন্দু সেই স্বর্গের মূল দরজা। স্বচ্ছ নদী, পাহাড় আর সবুজে ঘেরা তিন্দুর পরে আসে রাজা পাথর,যা স্থানীয়দের কাছে পবিত্র জায়গা। এরপরই পথ যায় রেমাক্রির দিকে। বর্ষায় এই পুরো এলাকা যেন বদলে যায়!পাহাড়, পানি আর মেঘ একসাথে মিলে তৈরি করে অন্যরকম এক পরিবেশ।
এই পথে যাওয়া মানেই লাংলোক বা লিলুক ঝর্ণা দেখা। প্রায় ৩৯৩ ফুট উঁচু এই ঝর্ণা দেখতে যেতে হয় ঘন জঙ্গল পেরিয়ে, পিচ্ছল পাথরের পথ ধরে। হাঁটাটা সহজ না, কিন্তু ঝর্ণার সামনে দাঁড়ালে ক্লান্তি মনে থাকে না। পাশেই কুমারি ঝর্মা আরেক পাশে সাংগু নদী রাজা পাথর এই তিনটিই কাছাকাছি জায়গায়। আষাঢ়ের এই সময়টায় ঝর্ণাগুলোর পানি ফুলে উঠে, চারপাশ জেগে ওঠে। আমরা, The Tour Bees, রওনা দিচ্ছি লাংলোক - তমা তুংগী - ডিম পাহাড় ও কুমারি ঝর্ণা ট্রিপ
♻️ সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ—
☞ লাংলোক বা লিলুক ঝর্ণাা,
☞ কুমারী ঝর্ণা,
☞ তমা - তুংগী ভিউ পয়েন্ট
☞ ডিম পাহাড়
☞ সাংগু নদী,
☞ রাজা-পাথর ও রানী-পাথর,
☞ তিন্দু,
🔹 ভ্রমণ এর ধরন: বিগিনার ট্রেকিং ও রিল্যাক্স
🔸 ট্যুর প্লান : ৩ রাত ২ দিন। (থানচিতে ১ রাত স্টে)
🔹 যাত্রার তারিখ :- ৩০ তারিখ রাত দশটা, ২০২৫
🔸 ফেরার তারিখ :- ৩ তারিখ, ২০২৫ সকাল ছয়টার মধ্যে ঢাকা ইনশাআল্লাহ
🔹আসন সংখ্যা :- ১২ টি।
💰 ভ্রমণ খরচ :- ৭৫০০ টাকা
কনফারমেশন: ♻️ আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে দ্রুত বুকিং করে ফেলুন।আপনি যাবেন নিশ্চিত হলে ২০৪০ টাকা বুকিং মানি পাঠিয়ে কনফার্ম করে ফেলবেন। আর বাকি টাকা ট্যুরে যাওয়ার দিন বাসে উঠে পরিশোধ করে দিলেই হবে।
অনলাইনে বুকিং করার নাম্বার সমূহ
বিকাশঃ 01625320232
নগদঃ 01625320232
ব্যাংক নামঃ City Bank
একাউন্ট নামঃ Aziz Faysal Nayem
একাউন্ট নাম্বারঃ 2303767239001
CITY BANK Dhanmondi Branch
[বি. দ্র: বুকিং মানি ফেরতযোগ্য নয়] টাকা পাঠানোর আগে ও পরে অবশ্যই যোগাযোগ করে নিবেন
♻️ ইভেন্ট ফি'তে যা যা থাকবেঃ
☞ ঢাকা টু ঢাকা নন এসি চেয়ারকোচ বাস ভাড়া,
☞ প্রতিদিন ২ বেলা মূল খাবার, (ট্রেকিং'রত অবস্থায় দুপুরের ভারী খাবার থাকবেনা, পারসোনাল ড্রাইফুড খাওয়া লাগবে!)
☞ সব ধরনের লোকাল যাতায়াত খরচ,
☞ পাহাড়ি গ্রামে রাতে থাকার খরচ,
☞ নৌকার ভাড়া,
☞ গাইড খরচ!
♻️ ইভেন্ট ফি'তে যা যা থাকছেনাঃ
❌ কোন ধরনের ব্যাক্তিগত খরচ,
❌ ট্যুরে অন্তর্ভুক্ত না এমন কিছু,
❌ যাত্রা বিরতির খাবার খরচ।
বিস্তারিত ভ্রমন পরিকল্পনা :-
৩০ তারিখ -
ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০/১১ টার বাসে আলিকদম / চকোরিয়ার এর উদ্দেশ্য রওনা হবো! নেমে সকালে আর্মি ক্যাম্পাসের সকল অনুমতি নিয়ে এন্ট্রি করে আলিকদমে নাস্তা করে নিবো আমরা!
এরপর চান্দের গাড়িতে তে করে আমরা ডিম পাহাড় হয়ে রওনা করবো থানচির দিকে, পথি মধ্যে দেখে নিবো ডিম পাহাড় সুন্দর সব বান্দরবান এর ভিউ!
থানচি পৌছে আমরা আমাদের বুকিং করা হোটেল/ রিসোর্ট চেক ইন করবো, নিজ নিজ রুমে ঢুকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চ করে নিবো! বিকালে বের হয়ে তমা তুংগী ঘুরে সন্ধ্যায় ব্যাক করে রাত টা থানচিতে থাকবো!
২য় দিন -
খুব ভোরে উঠে আমরা ব্যাগ গুছিয়ে রুম চেক আউট করে নাস্তা করে সুন্দর সাংগু হয়ে বের হয়ে যাবো লাংলোক এর উদ্দেশ্যে! দেশের সুন্দর নদী এই সাংগু, পথিমধ্যে পরবে তিন্দু - রাজা পাথর- রানী পাথর ও বাঘের মুখ, সব ঘুরে আমরা বাঘেরমুখে নামবো!
নেমে এইবার আমাদের ট্রাকিং শুরু আমাদের, ১ ঘন্টার একটা সুন্দর ট্রাকিং শেষে দেখা মিলবে সুন্দর লাংলোক ঝর্নার!
ঝর্নার সময় কাটিয়ে আমরা ব্যাক করে বোট নিয়ে আবার থানচির দিকে, থানচি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবো! লাঞ্চ করে আবার রেস্ট নিয়ে আগের মত চান্দের গাড়ি নিয়ে আলিকদম ব্যাক করে রাতে রওনা হবো ঢাকার উদ্দেশ্যে!
৩য় দিন
ভোরে ঢাকা থাকবো
🧳 ভ্রমণে সঙ্গে রাখার দরকারি জিনিসপত্র
✅ পরিচয়পত্র:
* NID / স্টুডেন্ট আইডি কার্ডের ৬ কপি ফটোকপি (অবশ্যই বাসা থেকে করেনিয়ে আসতে হবে)
👕 কাপড়চোপড়:
* ২/৩টি টি-শার্ট (হাফ ও ফুল স্লিভ)
* ১টি হাফ প্যান্ট এবং ১টি ট্রাউজার
* মোজা ১/২ জোড়া
* গামছা (রোদে মাথা ঢাকার জন্যও কাজে লাগবে)
* হ্যাট বা ক্যাপ (ইচ্ছেমতো)
* সানগ্লাস ও সানস্ক্রিন (ত্বক সচেতনদের জন্য)
🍱 খাবার ও পানীয়:
* শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট)
* পানি (ব্যক্তিগত পানির বোতল সঙ্গে রাখুন)
* খাবারের চামচ (যদি প্রয়োজন মনে করেন)
* দুপুরে ভারি খাবার পাওয়া সম্ভব না, তাই হালকা শুকনো খাবার নিতে ভুলবেন না
🧼 ব্যক্তিগত ব্যবহার্য জিনিস:
* টুথব্রাশ
* ওডোমস বা মশা তাড়ানোর ক্রিম
* টয়লেট পেপার/টিস্যু (প্রয়োজনে)
* প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
* চার্জার ও পাওয়ার ব্যাংক (কারণ বিদ্যুৎ সংযোগ থাকবে না)
* টর্চ লাইট (অবশ্যই লাগবে)
📸 গ্যাজেটস (যদি নিতে চান):
* ক্যামেরা ও এর এক্সট্রা ব্যাটারি
* মোবাইল ও চার্জার/পাওয়ার ব্যাংক
🔔 অতিরিক্ত টিপস:
* যত কম জিনিস ও কম কাপড় নেওয়া যায়, ততই আরামদায়ক হয় ভ্রমণ
* সব জিনিস যেন ব্যাকপ্যাকে সহজে রাখা ও নেওয়া যায় — সেভাবেই গুছিয়ে নিন
ভ্রমণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা 🐝
The Tour Bees সবসময় সচেতন ও দায়িত্বশীল ভ্রমণকারীদের সাথেই পথ চলতে চায়।তাই জেনে রাখুন:
১.প্রতিদিন রোদ-বৃষ্টি যাই হোক, ট্রেকিং চালিয়ে যেতে হতে পারে।
২.ট্রেকিংয়ের সময় দুপুরে ভারী খাবার পাওয়ার সুযোগ নেই, তাই শুকনা খাবার সঙ্গে রাখতে হবে।
৩.রাতে ট্রেকিং করার দরকার হতে পারে।(সাধারণত করতে হয় না)
৪.রান্নার সময় কেউ কেউ সাহায্য করবেন যদি প্রয়োজন হয়– এটা গ্রুপ ট্যুরের অংশ।
৫.দলনেতার নির্দেশনা সবাইকে মানতে হবে।
৬.কোনো ধরনের উশৃঙ্খল আচরণ করা যাবে না।
৭.The Tour Bees এর ট্রেকিং ট্যুরগুলো সাধারণত এমন ভ্রমণকারীদের জন্য, যারা শারীরিকভাবে মোটামুটি ট্রেকিং উপযোগী এবং গ্রুপে দায়িত্বশীলভাবে চলতে পারেন।
৮.প্রতিটি জায়গার প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
৯.যেকোনো সমস্যা হলে, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।
১০.স্থানীয়দের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে – কোনো বাজে আচরণ যেন না হয়।
১১.মাদক বহন বা সেবন একদমই নিষিদ্ধ। The Tour Bees মাদকমুক্ত ভ্রমণে বিশ্বাস করে। মূল্যবোধ না মিলে থাকলে আমাদের ট্যুরে না আসার অনুরোধ রইল।
১২.কোনো রকম অশালীন আচরণ বা কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এমন কিছু ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১৩.এটা গ্রুপ ট্যুর – সবার সাথে ভালোভাবে মিশে চলার মানসিকতা রাখতে হবে।
যেকোন প্রয়োজনে যোগাযোগঃ
The Tour Bees- ০১৬২৫৩২০২৩২ (নাইম)
You may also like the following events from F.A. Bithee: