আজ উলটো রথের পূন্য লগ্ন।
বলা হয়, "রথ টানলে দুর্গা আসে"...
খুঁটি পুজোর আসল দিন রথযাত্রা।
সেদিন নাট্য উৎসব চলছিলো তাই আর বলিনি।
আজ প্রথা মেনে রিদমের মেগার প্রোমোশন শুরু করছি।
জন্মের প্রথম বছর থেকেই রিদমের মহালয়া যেন নিজেই এক মহা মিলন উৎসব। আজকের দিনে সেটাকে Rhythm' heritage ও বলা যায়। 'মা আসছেন ', বাঙালীর খুব ব্যক্তি আবেগ। ভোরে রেডিওতে বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ আর টিভি চ্যানেল গুলোর প্রভাতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা পায় উৎসব প্রিয় বাঙালীর একঘেয়ে জীবন যাত্রা।
এবছর একুশ বছর বয়সে পড়লো রিদম। তাই আগামী ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ ( রবিবার) , ইছাপুর বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে রিদম উদযাপন করতে চলেছে এক মহা যজ্ঞ, যার নাম ; "দুর্গতিনাশিনী"..
নৃত্যনাট্যে মহিষমর্দ্দিনী হয়েছে বহুভাবে; বহুমঞ্চে। তবে থিয়েটারে এই বুঝি প্রথম চেষ্টা( ভুল ও হতে পারি)...
বিভিন্ন জায়গা থেকে উঠে আসা ৭০ জন কুশিলবের পরিশ্রমের ফসল হয়ে উঠতে চলেছে রিদমের -
" দুর্গতিনাশিনী : invocating the mother goddess "
থাকবে অভিনয়, থাকবে গান, থাকছে নাচ, মার্শাল আর্টস, থাকছে ১০ জন আলাদা আলাদা দেবীর অপূর্ব আখ্যান কাহিনী।
হ্যারি পটার আর মার্ভেলের দর্শক যেন বাঙালীর নিজের মিথ, নিজের কালচার মনে করে নিতে পারে আরো একবার, তাই এই প্রচেষ্টা। বাংলার মাইথোলজি আসলে সাহিত্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। সেই সৌন্দর্য্য উঠে আসবে মঞ্চে। Vfx নেই তবে থাকবে থিয়েটারি কারুকায!
..... সাথে থাকছে বিশিষ্ট শিল্পীদের পারফর্ম্যান্স। সেগুলো ক্রমশ প্রকাশ্য।🤫
এই নাটকের অভিনেতাদের থিয়েটার এর কাজ পাশাপাশি চলবে, সাথে চলবে আগমনীর মহড়া। থিয়েটারের সাথে, আবার থিয়েটারের মধ্যেই এক অন্য পৃথিবী নির্মান হবে এই প্রাক পুজোয়।
মিস করবেন না। কারন একটাই শো হবে। ঠিক যেমন হত ছোটবেলায়। যখন ইউ টিউব ছিলোনা, ছিলোনা রিপিট টেলিকাস্ট। যখন ভোর ৫টায় উঠেই দেখতে হতো dd bangla.। মিস করলে, এই উৎসব কে আমরা প্রতি বছরের টেলি মহালয়ার মতোই থিয়ে-মহালয়া করতে পারবো না। দর্শক এর সমর্থন ও ভালোবাসা পেলে এই উৎসব চলবে বছর বছর।
কে থাকছে কোন দেব দেবীর চরিত্রে? সে সব তো বড় সড় আকর্ষণ!
আসছে আসছে। সব আসছে... 🥰🥰
Keep following Ichapur Rhythm Theatre Group's facebook page.
আপাতত প্রথম পোস্টার আপনাদের জন্য, এঁকেছে ✏️সোমবুদ্ধ🖌️
Also check out other Arts events in Barrackpur, Theatre events in Barrackpur.