‘আলো দিয়ে যাই’ আসছে ‘আবৃত্তির যুগলবন্দী’র দ্বিতীয় পর্ব নিয়ে। স্বদেশ, প্রেম, বিরহ, আনন্দ-বেদনা, সময়-সচেতনতা, যুদ্ধ ও সাম্প্রদায়িকতার বিপক্ষে শান্তির আহ্বান, নারী স্বাধীনতা, প্রত্যাশা ও অঙ্গীকার- বর্ণিল বিষয়ভিত্তিক কবিতার আবৃত্তি নিয়ে এই কবিতাময় সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর ২০২৫, রবিবার।
আবৃত্তির যুগলবন্দী (২য় পর্ব)
তারিখঃ ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
সময়ঃ সন্ধ্যা ৬টা
স্থানঃ The Don on Danforth, 15 Chisholm Ave, Toronto, ON M4C 4V1
এই পর্বের দুই আবৃত্তিশিল্পী- ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভা।
ব্যবস্থাপনার সুবিধার্থে টিকেট থাকছে। মূল টিকেট ১০ ডলার। সাথে যাঁরা এই আয়োজনে কিছুটা সহযোগিতা করতে চান তাঁদের জন্য থাকছে ভিআইপি টিকেট- ৫০ডলার ও ভিভিআইপি টিকেট- ১০০ ডলার। টিকেট পাওয়া যাচ্ছে- শী নেক্সট ফ্যাশন, ১৯৬০ ড্যানফোর্থ এভিনিউতে।
কবিতাপ্রিয় আপনাদের জন্যই এই আয়োজন। আপনার উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। আজই টিকেট সংগ্রহ করুন ও আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন।
কবিতাপ্রিয়, আবৃত্তিপ্রিয় বন্ধুদের শুভেচ্ছায়, সমর্থনে, সহযোগিতায় ও প্রাণবন্ত উপস্থিতিতে একটা ঝলমলে কবিতাময় সন্ধ্যার প্রত্যাশায় ‘আলো দিয়ে যাই’।