Felcon festival , 12 December | Event in Silchar | AllEvents

Felcon festival

Mrinal Kanti Chakma

Highlights

Fri, 12 Dec, 2025 at 05:00 am

Umrangso, Golf Field

Advertisement

Date & Location

Fri, 12 Dec, 2025 at 05:00 am (IST)

Umrangso, Golf Field

Langting, Assam, India, Silchar

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

Felcon festival
�Puroni bereye Nijeni ehdot udey dey i� berele je hedokky mind free aro huji oi a picture un dele udij gori pariba�
.
.
Ajetty December majot 12 to 14 tarik song North-east or one of the most famous and biggest festival dokky 'Felcon Festival' suru odey jar�Honna jeba nhi jai jukkol oi tago�.
.
.
Felcon festival নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:-
কখন শুরু হয়েছিল:-
প্রথম ফ্যালকন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল 31 অক্টোবর থেকে 1 নভেম্বর 2015 তারিখে।

স্থানটি ছিল Karbi Club ground, Umrangso, Assam, ভারতের Dima Hasao জেলায়।

তবে প্রথম দুই সংস্করণ Karbi Club জায়গায় হলেও, ২০১৭ সাল থেকে উৎসব Umrangso Golf ground-এ আয়োজন করা হচ্ছে।

কেন করা হয়?
Falcon Festival করার মূল উদ্দেশ্য ও গুরুত্বগুলো হলো:

1. প্রবালক সংরক্ষণ সচেতনতা
— উৎসবটি মূলত Amur Falcon নামে এক প্রজাতির পরিযায়ী সার্কাশী পক্ষীর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে শুরু করা হয়েছে।
— প্রতি বছর অক্টোবর–নভেম্বর মাসে Amur Falcon এ এলাকার ওপর দিয়ে পরিযায়ীভাবে উড়ে যায়। এই সময়টা তাদের বাতাসবিরোধী, শিকারের চ্যালেঞ্জ ও বিপদের মুখোমুখি হয়ে থাকার সময়। কিন্তু এই বছর এই অনুষ্ঠানটি December মাসে শুরু হতে যাচ্ছে।
— তাই এই ফেস্টিভ্যাল হয় তাদের রক্ষার পক্ষে জনসংযোগ, শিক্ষামূলক প্রচারণা, স্থানীয় মানুষকে অংশগ্রহণ করানো, সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে মেসেজ ছড়ানো।

2. সংস্কৃতি ও জনসাধারণের উৎসব
— এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান, প্রতিযোগিতা, প্রদর্শনী, বন ও পরিবেশ সংক্রান্ত ওয়ার্কশপ, ক্যাম্পিং ইত্যাদি থাকে।
— এটি শুধু একটি প্রাকৃতিক/বন্যজীবন বিষয়ক ইভেন্ট নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য দেখানোর একটি মঞ্চ।

3. পর্যটন ও অর্থনৈতিক প্রভাব
— উৎসবটি এলাকায় পর্যটনকে আকৃষ্ট করে। উদ্বাস্তুদের আকর্ষণ, হোটেল, শহরবাসী, শিল্প–কারুশিল্প ও ব্যবসায়ীদের কার্যক্রম বাড়ায়।
— Dima Hasao জেলা, যেটি আগে আতঙ্কের অঞ্চল হিসেবে পরিচিত ছিল, এখন ফ্যালকন ফেস্টিভ্যালের মাধ্যমে একটা “পর্যটন ও সংরক্ষণ” কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।

ভারতে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে কোথায় এই উৎসব অনুষ্ঠিত হয়?
ইনডিয়া (India, বিশেষ করে উত্তর-পূর্ব ভারত)
— Assam-এ Falcon Festival (Umrangso, Dima Hasao) হচ্ছে মূল উৎসব।
— মণিপুরে (Tamenglong জেলা) “Amur Falcon Festival” প্রতি বছর একদিনের ও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে পালিত হয়।
— Nagaland, Meghalaya ইত্যাদি রাজ্যেও এ রকম উৎসব আয়োজিত হয় পরিযায়ী Falcons সংক্রান্ত সচেতনতামূলক ইভেন্ট হিসেবে।


Also check out other Festivals in Silchar, Sports events in Silchar.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Umrangso, Golf Field, Langting, Assam, India, Silchar
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Mrinal Kanti Chakma

Mrinal Kanti Chakma

Are you the host? Claim Event

Advertisement
Felcon festival , 12 December | Event in Silchar | AllEvents
Felcon festival
Fri, 12 Dec, 2025 at 05:00 am