মেঘের দেশ সাজেক স্মার্ট ট্যুরিজমের সাথে, 31 July

মেঘের দেশ সাজেক স্মার্ট ট্যুরিজমের সাথে

Smart Tourism

Highlights

Thu, 31 Jul, 2025 at 04:00 pm

Sirajganj, Sirajganj, Rajshahi Division, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 31 Jul, 2025 at 04:00 pm - Sun, 03 Aug, 2025 at 10:00 am (BST)

Sirajganj, Sirajganj, Rajshahi Division

Rajshahi, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

মেঘের দেশ সাজেক স্মার্ট ট্যুরিজমের সাথে
🏕️ সাজেক বাংলাদেশের পাহাড়ি স্বর্গ, যেখানে সবুজ প্রকৃতি আর মেঘ মিলেমিশে গড়ে তোলে এক স্বপ্নময় রাজ্য। সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে রাঙানো পাহাড়, পাখির গান, ফুলের ঘ্রাণ, আর আদিবাসী সংস্কৃতির স্পর্শ সাজেককে করে তোলে এক নিঃশব্দ কবিতা। এটি প্রকৃতির কোলে লুকানো এক শান্তিময় ও সৌন্দর্যময় আশ্রয়। চলুন ঘুরে আসি Smart Tourism এর সাথে একদম অল্প খরচে!

🕤 প্যাকেজ শিডিউলঃ ২দিন ৩রাত (১রাত হোটেলে)।
🟢 সাজেক ভ্রমণ শিডিউল: ২দিন ৩রাত-
🚘 ২৪ জুলাই বৃহস্পতিবার রওনা
🚘 ৩১ জুলাই বৃহস্পতিবার রওনা

এছাড়া প্রতি সপ্তাহেই আমাদের কক্সবাজার, সাজেক সিলেট, বান্দরবান, রাঙ্গামাটি, টাঙ্গুয়ার হাওরসহ দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ প্যাকেজ থাকছে।

👉 ইভেন্ট ফিঃ
সিরাজগঞ্জ থেকে সব খরচ মিলিয়ে ৪৬০০টাকা। টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা থেকে ২০০-৫০০টাকা কম। কোনো এক্সট্রা খরচ নাই।

এই খরচে এটা একটা বাজেট ট্যুর এবং এখানে সর্বোচ্চ সহনশীল মানসিকতা থাকলেই কেবল জয়েন করুন। থাকা-খাওয়া বা জার্নির কষ্ট সহ্য করতে পারেন না, অন্যদের সাথে মানিয়ে নিতে সমস্যা হয় বা লাক্সারিয়াস না হলে চলে না- তাদের জন্য এই ইভেন্ট নয়। একই শিডিউলে তাদের জন্য আমাদের জনপ্রতি ১০০০০ টাকায় প্রিমিয়াম এবং ২০০০০ টাকায় লাক্সারি ইভেন্ট রয়েছে।আ

👉 প্যাকেজ অন্তর্ভূক্তঃ
🔹চেয়ারকোচ বাসে যাওয়া আসা,
🔹৫ বেলা মানসম্মত খাবার,
🔹২ দিনের রিজার্ভ চাঁন্দের গাড়ি
🔹রিসোর্টে ১ রাত থাকা (১:৪~৬)
🔹সাজেক ও আলুটিলা এন্ট্রি ফি,
🔹সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।

👉 প্যাকেজ বহির্ভূতঃ
🔸শিডিউল বহির্ভূত খাবার,
🔸ঔষধ ও চিকিৎসাসেবা ও বীমা,
🔸প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।

🌄 দর্শনীয় স্পটঃ সাজেক
🔹সাজেক ভ্যালি,
🔹জিরো পয়েন্ট,
🔹রুইলুই পাড়া,
🔹কংলাক পাহাড়,
🔹কংলাক পাড়া,
🔹হেলিপ্যাড,
🔹লুসাই গ্রাম।

🌄 দর্শনীয় স্পটঃ খাগড়াছড়ি
🔹আলুটিলা পর্যটন পার্ক,
🔹আলুটিলা গুহা,
🔹ঝুলন্ত ব্রিজ।

🍜 খাবারের মেন্যুঃ মোট ৫ বেলা ⤵️
💠 ১ম দিন ⤵️
🥗 ব্রেকফাস্টঃ ভুনা খিচুড়ি, ডিম।
🥗 লাঞ্চঃ ব্যাম্বু চিকেন, ভাত, সবজি, ভর্তা।
🥗 ডিনারঃ বারবিকিউ, পরোটা ২টি, সালাদ।

💠 ২য় দিন ⤵️
🥗 ব্রেকফাস্টঃ খিচুড়ি, ডিম, চাটনী।
🥗 লাঞ্চঃ চিকেন, ভাত, সবজি।
🥗 ডিনারঃ নিজ নিজ।

🏡 সাজেকে থাকার হোটেল/ রিসোর্টঃ
🔹দার্জিলিং, প্যারাডাইস, পাহাড়িকা, মেঘ বিলাস, আই চোখ, অথবা সমমানের।

👩‍❤️‍👨 কাপল পলিসিঃ (১রুমে ২জন) ২০০০ টাকা যুক্ত হবে।
👨‍👨‍👧 শিশু পলিসিঃ খাবার ও সিট ছাড়া ৩ বছর পর্যন্ত ফ্রি। ৪ বা তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রে ফুল প্যাকেজ নিতে হবে।

🤝 বুকিং পলিসিঃ বুকিং মানি মোট বিলের ৫০%; স্মার্ট ট্যুরিজমের অফিসে এসে সাক্ষাতে অথবা 01713365575 নাম্বারে বিকাশ, রকেট, নগদে ক্যাশ আউট ফি সহ পাঠিয়ে কনফার্ম করতে হবে।

🚖 সিটিং পলিসিঃ বুকিংয়ের সময় সিট প্ল্যানের ফাঁকা সিট থেকে পছন্দমত সিট নিতে পারবেন। মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।

🙅‍♂️ রিফান্ড পলিসিঃ যেকোনো কারণে ট্যুর বাতিল করতে চাইলে স্মার্ট ট্যুরিজমের অনুমতি সাপেক্ষে অন্যকে সিট হস্তান্তর করতে পারবেন, অথবা আমরাও চেষ্টা করবো রিপ্লেস করার। রিপ্লেসমেন্ট পাওয়া গেলে টাকা ফেরত দেওয়া হবে- *এক্ষেত্রে ইভেন্ট ফি'র উপর ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য। কিন্তু সিট ফাঁকা গেলে কোনো ভাবেই প্যাকেজ ফি ফেরত দেওয়া সম্ভব হবে না।

আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/smarttourism.bd
আমাদের পেজ লিঙ্কঃ
https://www.facebook.com/smarttourism.bd

আমাদের অফিসঃ হরিণা মাস্টারপাড়া, বাগবাটী, সিরাজগঞ্জ। হরিণা পিপুলবাড়িয়া বাজার থেকে ৫০০মি. উত্তরে।
আমাদের অফিসের গুগোল ম্যাপ লোকেশনঃ
https://maps.app.goo.gl/2tgv8TvgTQVwj6paA

মোবাইলঃ 01713365575 (হোয়াট'স এ্যাপ, বিকাশ, রকেট, নগদ)।
বিকল্প নাম্বারঃ 01713942331, 01864345686।

আমাদের সার্ভিস সম্পর্কে জানতে গেস্টদের রিভিউ দেখুন এই লিঙ্কেঃ
https://www.facebook.com/share/p/PEwxXvMELKoUzmaG

আমাদের বিভিন্ন ট্যুরের গ্রুপ ফটো দেখুন এই লিঙ্কেঃ
https://www.facebook.com/share/p/1DvCo7R1Jg/

বুকিং কনফার্ম করে অংশগ্রহণ করতে পারেন নারী-পুরুষ, কাপল-ব্যাচেলর, চেনা অচেনা ভ্রমণপ্রিয় সবাই। সকলের জন্য নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ট্যুরের জন্য স্মার্ট ট্যুরিজম অনবদ্য।

দ্রুত বুকিং কনফার্ম করে আপনার পছন্দের আসন বুঝে নিন।

ভ্রমণ পরিকল্পনাঃ
✅ দিন ০: সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে বিকেল ৪টায় আমাদের যাত্রা শুরু। গাজীপুর ও ঢাকার যাত্রীগণ রাস্তায় আমাদের সাথে যুক্ত হবেন।
💠১ম রাতঃ সারারাত বাস জার্নি, ঢাকা থেকে খাগড়াছড়ির দীঘিনালা পর্যন্ত।

✅ দিন ১: খুব ভোরে খাগড়াছড়ির দীঘিনালা/বাঘাইহাট পৌছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে নেবো। এরপর আর্মি স্কটে এন্ট্রির পর আগে থেকেই রিজার্ভ করা চান্দের গাড়িতে করে পাহাড়ী নয়নাভিরাম রাস্তা ও দৃশ্য উপভোগ করতে করতে দুপুর নাগাদ পৌঁছে যাবো মেঘের রাজ্য সাজেকে। সাজেকে পৌঁছে রিসোর্ট এর রুম বুঝে নিয়ে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে সাজেকের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়বো সবাই। দেখব লুসাইগ্রাম, হেলিপ্যাড, সাজেক মসজিদ, জিরো পয়েন্ট।
💠 ২য় রাতঃ সাজেক ভ্যালীর সৌন্দর্য উপভোগ করে রাতে রেস্টুরেন্টে হবে বারবিকিউ পার্টি। এরপর রাতের সাজেক উপভোগ করব যতক্ষণ মন চায়। এরপর চলে যাবো রিসোর্টে। রাতে রিসোর্টের ব্যালকনি থেকে মেঘ ও পাহাড়ের মিলন দেখতে দেখতে রাত পার করে দেব এবং/ অথবা বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে নেব।

✅ দিন ২: খুব সকালে ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে চলে যাবো কংলাক পাহাড়ে। সেখানে ঘোরাঘুরি করে এবং মেঘ পাহাড়ের মিলন দেখে চলে আসবো খাবার হোটেলে। সকালের নাস্তা খেয়ে আবার ফিরতি স্কটে খাগড়াছড়ি চলে আসবো। দুপুরের খাবার খেয়ে খাগড়াছড়ির স্পটগুলো একে একে ঘুরে দেখব। রাত ৯ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।
💠 ৩য় রাতঃ সারারাত বাস জার্নি করে ভোর বেলায় গন্তব্যে ফিরবো ইনশাআল্লাহ।

✅ পৌঁছার দিন: সারারাত জার্নি করে খুব ভোরেই সিরাজগঞ্জে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

💜 শর্তাবলিঃ
⚠️ ভ্রমণে সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করা, যেকোনো প্রকার সমস্যা মানিয়ে নেওয়া এবং সর্বোপরি সহযোগিতামূলক সুন্দর মানসিকতা থাকতে হবে।
⚠️ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান, খাবার মেন্যু সংশোধন বা পরিবর্তন প্রয়োজনে টাকা ফেরত স্বাপেক্ষে ট্যুর বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।
⚠️ নির্ধারিত সময়ের মধ্যে ট্যুরে বা ট্যুরের যেকোনো ইভেন্টে অংশগ্রহণ করতে না পারলে বিলম্বকারীকে প্যাকেজ ফি ফেরত বা কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হবে না।
⚠️ যেকোনো কারণে ট্যুর বাতিল করতে চাইলে তার পরিবর্তে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অন্যকে সিট হস্তান্তর করতে পারবেন। কিন্তু কোনো ভাবেই প্যাকেজ ফি ফেরত দেওয়া হবে না।
⚠️ ট্যুর কর্তৃপক্ষ বা ট্যুরের সদস্যরা কেহই কারো নিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত বিপদ, যানবাহন বিকল হওয়া, রাস্তায় দেরি হওয়া, দুর্ঘটনা বা দৈব ক্ষয়ক্ষতির জন্য দায়ী থাকবে না।
⚠️ ট্যুর চলাকালীন সময় ট্যুর অপারেটর/গাইডের পরামর্শ ও নির্দেশনা মোতাবেক চলতে হবে এবং অনুমতি ছাড়া দল থেকে বিচ্ছিন্ন হওয়া যাবেনা।
⚠️ ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশের সৌন্দর্য নষ্ট করা যাবেনা এবং স্থানীয় পশুপাখি, কৃষি বা সম্পদের ক্ষতিসাধন করা যাবেনা।
⚠️ স্থানীয়দের সাথে বিবাদ বা বাকবিতণ্ডায় জড়ানো বা তারা বিরক্ত হয় এমন কিছু করা যাবে না।
⚠️ যেকোনো প্রকার সমস্যা, অভিযোগ বা চাহিদার ব্যাপারে কর্তৃপক্ষের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। কোনোভাবেই গ্রুপিং করা বা ফিসফাস করা যাবে না।
⚠️ ট্যুর অপারেটর বা যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং ট্যুরের নিয়মকানুন অবমাননার দায়ে অভিযুক্তকে যেকোনো সময় ট্যুর থেকে বাদ দেওয়া হতে পারে।
⚠️ সর্বক্ষেত্রে ট্যুরে অপারেটরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং যেকোনো সিদ্ধান্ত মেনে চলার মানসিকতা থাকলেই কেবল অংশগ্রহণ করা যাবে।

♻️ দৃষ্টি আকর্ষণঃ
👉 নির্ঝঞ্ঝাট ও নিরাপদ ভ্রমণের জন্য বুকিংয়ের সময় স্মার্ট ট্যুরিজম কর্তৃক প্রদত্ত ইভেন্ট ডিটেইলস আবারো মনোযোগ দিয়ে পড়ে নিন।
👉 বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত গাইডের কাছে নিজ দায়িত্বে সমস্ত বকেয়া বিল পরিশোধ করুন।
👉 পাওয়ার ব্যাংক, ঔষধপত্র, আইডির কপি, ইভেন্টের বাকী ও হাত খরচের টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিন।
👉 ভ্রমণে কেবলমাত্র অতি প্রয়োজনীয় জিনিসপত্র নিন। অতিরিক্ত জিনিস, ভারী ব্যাগ, অবৈধ মালামাল পরিহার করুন।
👉 অবৈধ মালামাল পরিবহণ করবেন না। এজাতীয় কিছু পরিলক্ষিত হলে অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
👉 মোবাইল, টাকা, গহণা সহ দামী জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। কোনো কিছু হারালে কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে না।
👉 গাড়ি/ হোটেলে ওঠানামা বা স্থানান্তরের সময় নিজের জিনিসপত্র খেয়াল করে নিয়ে নিন। কোনো কিছু ফেলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
👉 অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাওয়া বা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
👉 পথে ক্ষুধা নিবারণের জন্য হালকা খাবার, ফলমূল, জুস, পানি সঙ্গে নিয়ে নিন। তৈলাক্ত ও রিচ ফুড পরিহার করুন।
👉 কেনাকাটা, ফটোগ্রাফার, স্থানীয় পরিবহণ নেওয়ার সময় ভালোভাবে দরদাম এবং শর্তাবলী পরিষ্কারভাবে আলোচনা করে নিন।
👉 সুন্দর সেবার জন্য দায়িত্বপ্রাপ্ত গাইড/ ট্যুর অপারেটরের সাথে ভালো ব্যবহার করুন। আপনার হাসিমুখ অথবা একটি সুন্দর কথার শক্তি অনেক।

📝 "পৃথিবী একটা বই আর যারা ভ্রমণ করে না তারা বইটি পড়তে পারে না।" – সেন্ট অগাস্টিন।
📝 "ভ্রমণ করার জন্য ধনী হবার প্রয়োজনীয়তা নেই।" – ইউজিন ফদর।
📝 ভ্রমণ করতে একটি উদার মন লাগে, কৃপণ বা সংকীর্ণমনা ব্যক্তি কখনওই ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারে না। - আসলাম উদ্দিন।


You may also like the following events from Smart Tourism:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Sirajganj, Sirajganj, Rajshahi Division, Bangladesh, Rajshahi, Bangladesh
Get updates and reminders

Host Details

Smart Tourism

Smart Tourism

Are you the host? Claim Event

Advertisement
মেঘের দেশ সাজেক স্মার্ট ট্যুরিজমের সাথে, 31 July
মেঘের দেশ সাজেক স্মার্ট ট্যুরিজমের সাথে
Thu, 31 Jul, 2025 at 04:00 pm