📢 আসসালামু আলাইকুম
গত ২৮ সেপ্টেম্বর বিশ্ব রেবিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আমাদের পরিকল্পনা ছিলো ক্যাম্পাসে ফ্রি রেবিস ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করা। কিন্তু শাটডাউন কর্মসূচি এবং পূজার ছুটি একসাথে হয়ে যাওয়াতে সেটি স্থগিত করতে হয়েছিল।
এরই ধারাবাহিকতায় আগামী সম্ভাব্য **২৫ অক্টোবর ২০২৫ (শনিবার)** আমরা এই প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছি।
👉 প্রোগ্রামের মাধ্যমে ক্যাম্পাসের সকল পোষা প্রাণী (কুকুর ও বিড়াল) কে **বিনামূল্যে রেবিস ভ্যাকসিন** দেওয়া হবে।
👉 শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আশেপাশের সাধারণ মানুষ যাদের পোষা প্রাণী আছে তারাও তাদের প্রাণীকে নিয়ে আসতে পারবেন।
👉 আমাদের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসকে রেবিসের মতো প্রাণঘাতী ভাইরাস থেকে নিরাপদ রাখা, যাতে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ নিশ্চিন্তে অবলা প্রাণীদের সাথে মিশতে পারে।
📍 ভেন্যু: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
🕙 সময়: সকাল ৯.৩০টা থেকে শুরু
✨ আসুন, সবাই মিলে একসাথে রেবিসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।
আপনাদের অংশগ্রহণই আমাদের লক্ষ্যকে সফল করবে।
Organized by: **Rajshahi University Animal Welfare Association (RUAWA) & Rajshahi University Agricultural Club (RUAC)**