আসুন আমরা সবাই মানবতার কাজে এগিয়ে আসি
আপনাদের দেওয়া অর্থ ও সাহায্য সহযোগিতার মৃল্য একদিন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।
তায় আসুন আমরা অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।
আসুন আমরা নিয়ত করি
প্রতিদিন ১ টা করে হলেও ভালো কাজ করবো(ইনশাআল্লাহ)
আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি,
BBDF এর পক্ষ থেকে এক বিশাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।
এবারের ক্যাম্পিং এ আমরা যে সকল বিষয় নিয়ে কাজ করবো তা নিন্মে বিস্তারিত দেওয়া হলো,
*সংগঠনের সদস্য সংগ্রহ।
*ব্লাড ডোনার কালেকশন।
*ফ্রী ব্লাড গ্রুপিং।
*ব্লাড গ্রুপিং কাড প্রদান।
*মাদকে না বলি সচেতনতা মুলক লিফলেট বিতরণ।
*বাল্য বিবাহ,রক্তদান ও জরুরী রক্ত সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরণ।
*প্রেসার টেষ্ট ও ডোনার কাড দেখিয়ে রাজশাহীতে যে কোন চিকিৎসা ও যে কোন মেডিক্যাল চেষ্টের ক্ষেত্রে বিশেষ ছাড় এবংব আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে আমরা আসছি আপনাদের নিকট একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিয়ে।
আপনাদের সাহায্য ও সহযোগিতা কাম্য করি।
আপনারা আপনাদের এলাকায় ক্যাম্পিং করতে চাইলে নক দিবেন ও যোগাযোগ নাম্বারে কল করুন।
আপনাদের দেওয়া সাহায্য সহযোগিতা দিয়ে আমরা নতুন সদস্য সংগ্রহ,নতুন ডোনার সংগ্রহ,মাদক-বাল্যবিবাহ ও রক্তদান সম্পর্কে লিফলেট বিতরণ করবো।
আসুন ক্যাম্পিং টা সফল করি এবং সকলকে সহযোগিতা করি।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ- 01750787871
রকেট- 01768612878
বিস্তারিত জানতে- 01768612878