নীলোৎপল রায়ের নতুন উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন, 31 August

নীলোৎপল রায়ের নতুন উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন

থ ! প্রকাশন (THA! Prakashan)

Highlights

Sun, 31 Aug, 2025 at 06:00 pm

2 hours

Sri Chaitanya Mahaprabhu Museum

Advertisement

Date & Location

Sun, 31 Aug, 2025 at 06:00 pm to 08:00 pm (IST)

Sri Chaitanya Mahaprabhu Museum

16/A, P. O, Kaliprasad Chakrabarty St, Baghbazar, Kolkata, West Bengal 700003, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

নীলোৎপল রায়ের নতুন উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন

'থ! প্রকাশন' কর্তৃক নীলোৎপল রায়ের নবতম গ্রন্থপ্রকাশ ও Joyce and Company Publishing Society কর্তৃক তাঁদের দশম বর্ষপূর্তি সম্মাননা জ্ঞাপন সন্ধ্যা 


আমাদের সময়ের বিশিষ্ট চিন্তক ও সমালোচক তথা দ্বিভাষিক-গ্রন্থকার শ্রী নীলোৎপল রায় প্রণীত সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গ-উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন' শীর্ষক মহাকাব্যিক বাংলা গদ্যগ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ আমরা করতে চলেছি আগামী ৩১-শে আগস্ট ২০২৫ রবিবার, সন্ধ্যা ৬:০০ ঘটিকায়।


সেই সঙ্গে এই বছর আমাদের বন্ধু প্রকাশনা সংস্থা Joyce and Company Publishing Society-র পথচলার দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঐ একই মঞ্চে তাঁরা সম্মাননা জ্ঞাপন করতে চলেছেন আমাদের প্রকাশিত এই অসাধারণ গ্রন্থটির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা এমন কিছু গুণী মানুষকে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন পেশার তাগিদে নয় বরং সৃজনশীলতার নেশায়। 


আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাই এবং আমাদের এই যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ঐদিন আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি। 


অনুষ্ঠানের প্রধান অতিথি : ইতিহাসবিদ ড. সৌমিত্র শ্রীমানী 

প্রতিষ্ঠাতা-সম্পাদক ও মুখ‍্য সম্পাদক, 'ইতিকথা' আন্তর্জাতিক জার্নাল

অ্যাসোসিয়েট প্রফেসর, নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 

প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পি. এন. দাস কলেজ 

প্রাক্তন বিশেষজ্ঞ-সদস‍্য, হেরিটেজ কনজারভেশন কমিটি (কলকাতা পৌরসংস্থা়)


সময় : সন্ধ্যা ৬:০০ ঘটিকা 


স্থান : শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়াম, শ্রী গৌড়ীয় মঠ, ১৬/এ কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রীট, বাগবাজার, কলকাতা ৭০০০০৩ (গিরিশ মঞ্চের উল্টোদিকের গলি) 


প্রবেশ অবাধ। 


পথনির্দেশ : শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে গিরিশ মঞ্চ অভিমুখে এসে গিরিশ মঞ্চের উল্টোদিকের গলিতে ঢুকে পায়ে হেঁটে এক মিনিট। 


গাড়িতে অথবা বাসে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে গিরিশ মঞ্চ অভিমুখে এসে গিরিশ মঞ্চের উল্টোদিকের গলিতে ঢুকে পায়ে হেঁটে এক মিনিট। 


বাগবাজার চক্ররেল স্টেশন থেকে গিরিশ মঞ্চ অভিমুখে তিন মিনিট হেঁটে এসে গিরিশ মঞ্চের উল্টোদিকের গলিতে ঢুকে পায়ে হেঁটে এক মিনিট। 


একটি সনির্বন্ধ অনুরোধ : অনুগ্রহ করে অনুষ্ঠান শুরু হওয়ার পনেরো মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা ৫:৪৫-এর মধ্যে আসন গ্রহণ করুন।


ধন্যবাদ।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Sri Chaitanya Mahaprabhu Museum, 16/A, P. O, Kaliprasad Chakrabarty St, Baghbazar, Kolkata, West Bengal 700003, India
নীলোৎপল রায়ের নতুন উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন, 31 August
নীলোৎপল রায়ের নতুন উপন্যাস 'নীলোৎপলবধ কার্নিভাল : ৩৩ ভূতের কেত্তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন
Sun, 31 Aug, 2025 at 06:00 pm