কেতাব-ই’র নন-ফিকশন প্রকল্পের অংশ হিসেবে আগামী ৫ জুলাই, শনিবার, সন্ধ্যায় ইন্দুমতী সভাগৃহে আয়োজিত হতে চলেছে একটি আলোচনাসভা। উক্ত সভায় মূলত নন-ফিকশনের ক্রাফট নিয়ে আলোচনা করবেন লেখক শ্রী পরিমল ভট্টাচার্য, আন্তর্জাতিক প্রবণতার নিরিখে বাংলা নন-ফিকশনের বিষয়ভাবনা ও বিপণন নিয়ে আলোচনা করবেন প্রতিক্ষণ প্রকাশনার মুখ্য নির্বাহী সম্পাদক শ্রী শুদ্ধব্রত দেব, এবং বর্তমান সময়ে সত্য যখন অর্ধসত্য হয়ে উত্তরসত্যে উপনীত, এই যাত্রাপথ কীভাবে প্রভাবিত করছে নন-ফিকশনের জগৎকে তা নিয়ে আলোচনা করবেন inscript.me এবং ব্ল্যাকলেটার্স প্রকাশনার সম্পাদক শ্রী অর্ক দেব। এই আলোচনাসভায় সঞ্চালকের ভূমিকা পালন করবেন বোধশব্দ পত্রিকা এবং প্রকাশনার সম্পাদক শ্রী সুস্নাত চৌধুরী।
নন-ফিকশন নিয়ে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁরা ভাবনাচিন্তা এবং পাঠের নতুন দিশার সন্ধান পাবেন উক্ত আলোচনায়— একথা বললে অত্যুক্তি হবে না।
ঐ একই দিনে কেতাব-ই’র নিম্নলিখিত বইগুলিও প্রকাশিত হবে—
১) আলপনা ঘোষের উপন্যাসসমগ্র - ১।
২) সমকালীন ১২ জন লেখকের লেখা প্রেমের গল্পের সংকলন, যা নির্বাচন করেছেন সুপরিচিত গল্পকার প্রতিভা সরকার এবং অনির্বাণ বসু।
৩) শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে রচিত রাজীব রায় গোস্বামীর ঐতিহাসিক থ্রিলার ‘চৈতন্যে বধিবে কে!’
৪) সপ্তদ্বীপা অধিকারীর গল্প সংকলন ‘ঋতুর শেষে’।
৫) সরসিজ সেনগুপ্তর গল্প সংকলন ‘চোপ্’।
৬) ভাস্কর সিনহার ঐতিহাসিক উপন্যাসিকা ‘করাল গ্রাসের প্রতিরোধ’।
৭) অধ্যাপক আইবি মন্ডল সম্পাদিত বাংলার সুফি সম্প্রদায় বিষয়ক গবেষণাগ্রন্থ ‘বঙ্গে সুফিমত’।
আপনার ও সমমনস্ক বন্ধুদের উপস্থিতি এই কর্মসূচির সাফল্যের চাবিকাঠি। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা ব্যতিরেকে এই আয়োজন অসম্পূর্ণ থাকবে বলেই আমরা বোধ করি।