ইলিশ উৎসব, 1 September | Event in Kolkata | AllEvents

ইলিশ উৎসব

Shreya Tour & Travel

Highlights

Mon, 01 Sep, 2025 at 12:00 am

Kolkata - The City of Joy

Advertisement

Date & Location

Mon, 01 Sep, 2025 at 12:00 am (IST)

Kolkata - The City of Joy

Kolkata, west bengal, Kolkata, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

ইলিশ উৎসব
সকল সুন্দরবন ভ্রমন প্রিয় পর্যটকদের জন্য সুখবর, SUNDARBAN ABHIRUP RESORT এর পরিচালনায়
2025 সালের ইলিশ উৎসব শুরু হচ্ছে আগামী 20th- june 2025 থেকে। ইলিশ এর রকমারি পদ , বোটে করে সুন্দর বন ভ্রমনে অভিজ্ঞতা, সাথে যদি বাঘ মামার দেখা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।
আমাদের সঙ্গে তিন দিন দুই রাত এর সুন্দর একটি ট্যূর প্যাকেজে চলে আসুন ইলিশ উৎসবে।
কি খাবেন কি দেখবেন সব থাকছে এই লেখায় । ডেট থেকে বেছে নিন আপনার পছন্দের ডেট টি।
ইলিশ উৎসব চলবে জুলাই থেকে অক্টোবর এর 10 তারিক পর্যন্ত
তারপর থাকছে পূজা স্পেশাল, উইন্টার স্পেশাল, নিউ ইয়ার স্পেশাল,,,,
ভ্রমণ সূচী:--
*ভ্রমন সূচী 2 রাত্রি 3 দিন সুন্দরবন টুর*
🌳 *Day 1* : সোনা খালি থেকে হোগোল নদী , গুমতি নদী , করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছাবো গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, গোসাবা দেখে দুর্গা দুয়ানি নদী, বিদ্যা নদী, পিচ খালি, গোমর নদী হয়ে পৌঁছাবো পাখিরালায়।
(নদী গুলোর দুপাশে দেখা যাবে - বাসন্তী গ্রাম, সোনাখালী গ্রাম, মসজিদ বাটি, চন্ডিপুর, গোসাবা , গদখালী, তবে সব জায়গায় নামা যাবে না)
🌳 *Day 2* : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
🌳 *Day 3* : পাখির জঙ্গল লোকনাথ মন্দির সাইট সিন, , ব্যাক টু সোনাখালী।
বি: দ্রঃ - পরিস্থিত অনুযায়ী তৃতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন হতে পারে ।
[ 2025- ইলিশ এর মেনু। ]
খাদ্য তালিকা :-
সুন্দরবন ইলিশ উৎসব মেনু বিবরণ

*সুন্দরবন ইলিশ উৎসব খাদ্য তালিকা*

🔵*প্রথম দিন*
• *সকালের জলখাবার* :- পুরি, আলুরদম, মিষ্টি, চা।
• সকাল ১১টা। : আমুদি মাছের পাকোড়া, কফি।
• *দুপুর বেলা* :- ভাত , ডাল, বেগুনি, পুই ইলিশ, কলাপাতা / লাউপাতা ইলিশ ভাপা, চিংড়ি মালাই কারি , পাপড়, চাটনি, • খাওরার পর ফল 🍎
• বিকালে :- চা/কফি।
• *সন্ধ্যায়* :- চিকেন পাকোড়া, কফি।
• *রাতে* :- ভাত, ভাজা, ডাল, মটন কারি, সালাদ। মিষ্টি।
🔵 *দ্বিতীয় দিন* √
• সকালে :- চা, বিস্কুট।
• *সকালের জলখাবার* :- নানপুরি, চানা মসলা, মিষ্টি,/এগ , চা/কফি
11:30 A.M : মিক্স ভেজ পকরা/ চিংড়ি মাছের পকোড়া , চা/কফি।
• *দুপুর বেলা*:- ভাত, ডাল, আলু ভাজা, কচু শাক ইলিশ, সর্ষে ইলিশ ভাপা /দোহি ইলিশ, পাবদা ঝাল/ সর্ষে পাবদা, চাটনি, পাপড়, রসগোল্লা

• বিকালে :- চা/কফি।
• *সন্ধায়* :- এগ চাউমিন , /মুড়ি, বেগুনি, কফি/চা।
• *রাতে* :- চিলি চিকেন, ফ্রাইড রাইস, সালাদ। মিষ্টি।
🔵*তৃতীয় দিন* √
• সকাল 6:30 টা চা, বিস্কুট।
• *সকালের জল খাবার* :- হিং কচুরি, ছোলার ডাল, সেদ্ধ ডিম, চা।
• *দুপুর বেলা* :- ইলিশ বিরিয়ানি,দোহি চিকেন/ চিকেন কষা,সালাদ, চাটনি , পাঁপড় , কোল্ড ড্রিঙ্কস, হাজমোলা। ♦️ *Also any day any time* besides Launch/Boat Hotel rental is available any time of the day.
♦️See What We Are Serving, Don't see the Package Rate
* Including In Our packages * 1/Jungal trip,
2/Tribal dance,
3/Official Guide,
4/Canning to Canning Auto rent,
5/Experienced Tour Manager,
6/River travel wild life,
7/ Delicious food. With best chef 8/ forest permission
11 years at your service ♦️🏃🏼‍♂️আমাদের যাবার date jun-2025, :- 20,21,22,// 24,25,26,// 27,28,29 - ♦️🏃🏼‍♂️ JULY DATE 2025 - 1,2,3// 4,5,6// 8,9,10//, 11,12,13//, 15,16,17,// 18,19,20,// 22,23,24// 25,26,27,// 29,30,31 ♦️🏃🏼‍♂️ AUGUST DATE- 1,2,3// 5,6,7// 8,9,10// 12,13,14// 15,16,17// 19,20,21// 22,23,24// 26,27,28// 29,30,31// ♦️🏃🏼‍♂️ SEPTEMBER DATE:- 2,3,4// 5,6,7// 9,10,11 // 12,13,14,// 16,17,18// 19,20,21,// 21,22,23,// 27,28,29// 28,29,30// ♦️🏃🏼‍♂️OCTOBER DATE :- 1,23// 6,7,8// 10,11,12 ইলিশ উৎসব ইন্ড আমাদের কন্টাক্ট নাম্বার:- 8208159654, 9609383772, (Buddha nayek ) CANNING OFFICE - 8910939437 ( SUPRITI DAS) MOULALI OFFICE ♦️AMADER OFFICE:- CANNING HEROBHANGA ( HEAD OFFICE), ♦️SELDHA MOULALI (OPPOSITE - SEJUTI HOSPITAL ) , ♦️SONAKHALI FERIGHAT এছাড়া ওহ আমাদের বাঞ্চ অফিস Baruipur 4 no railgate nearby hanuman mandir


Also check out other Food & Drink events in Kolkata, Nonprofit events in Kolkata.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Kolkata - The City of Joy, Kolkata, west bengal,Kolkata, India

Just a heads up!

We have gathered all the information for you in one convenient spot, but please keep in mind that these are subject to change. We do our best to keep everything updated, but something might be out of sync. For the latest updates, always check the official event details by clicking the "Find Tickets" button.

Get updates and reminders

Host Details

Shreya Tour & Travel

Shreya Tour & Travel

Are you the host? Claim Event

Advertisement
ইলিশ উৎসব, 1 September | Event in Kolkata | AllEvents
ইলিশ উৎসব
Mon, 01 Sep, 2025 at 12:00 am