📢 ২ টাকায় স্বাস্থ্য চেক-আপ
স্থান: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কাঞ্চন ব্রীজ, পুর্বাচল নিউ টাউন প্রোজেক্ট, ঢাকা।
📅 তারিখ: ৩০ আগস্ট, ২০২৫
🩺 আয়োজনে: "স্টেট ইউনিভার্সিটি অব
বাংলাদেশ ফার্মেসি ক্লাব" এবং "হেলথ্ উইং অব ফার্মেসি ক্লাব"
সহযোগীতায়: "২ টাকায় উপহার"
আমাদের চারপাশে অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করতে অবহেলা করেন। আবার অনেক সুবিধাবঞ্চিত ও গরিব মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে স্বাস্থ্য চেক-আপ থেকে বঞ্চিত হন। অথচ সামান্য কিছু নিয়মিত চেক-আপই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। সেই চিন্তা থেকেই "২ টাকায় উপহার" সংগঠন ও "স্টেট ইউনিভার্সিটি" টিম আগামি ৩০ আগষ্ট,২০২৫ ইং আয়োজিত করতে যাচ্ছে এই বিশেষ আয়োজন।
সেবা সমূহ:
🎗️ ব্লাড গ্রুপিং টেস্ট
🎗️ ব্লাড প্রেসার পরীক্ষা
🎗️ BMI (শরীরের ওজনের অনুপাত)
🎗️পালস রেট
🎗️ গ্লুকোজ লেভেল
🎗️ অক্সিজেন লেভেল
🎗️ ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা
আসুন, আমরা সবাই মিলে পাশে দাঁড়াই।সহানুভূতির ছোঁয়ায় ছড়িয়ে দিই সুস্থতার আলো।
আমাদের সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ: ০১৭৮৪-৪৮৬৪৪৫
নগদ: ০১৭৮৪-৪৮৬৪৪৫
রকেট: ০১৭৮৪-৪৮৬৪৪৫৪
এভাবেই আমরা সকলে মিলে সুস্থতার পথে এক ধাপ এগিয়ে যাই এবং মানবতার দৃষ্টান্ত উদাহরণ গড়ি।