হেমন্ত লং রাইড # ৯২ (মেরিন ড্রাইভ)
হবে সাগর পাড়ে রাতে থাকা।
রুটঃ
টেকনাফ - কক্সবাজার - রুট ২ - কক্সবাজার।
বাসে সাইকেল বক্স করে বাসে গিয়ে নামবো আমরা টেকনাফ।
দিন - ১: টেকনাফ থেকে ক্যাম্প গ্রাউন্ড - ৭০+ কিলো।
দিন -২ : (রাইড অপশনাল) ক্যাম্প গ্রাউন্ড - রুট ২ - কক্সবাজার - ৬৫+ কিলো
২য় দিন যারা চায় তাদের নিয়ে সকাল ৭ টায় আমরা রাইডে যাবো আর আসবো। সেখানে সকালে দুপুরের লাঞ্চ করে সরাসরি কক্সবাজার চলে আসবো।
বাকিরা চাইলে কক্সবাজারে ঘোরাঘুরি করবে।
যারা সাইকেল চালাবে না তারা সকালেই সাইকেল বক্স করে বাসের ছাদে সেটি তুলে দিবে।
২য় দিন সাইকেল বক্স করে বাসে তুলে ঢাকার পথে যাত্রা শুরু সন্ধ্যা ৫:৪৫ এ। আমরা সূর্যাস্ত দেখেই বাস ছেড়ে দিবো।
যাত্রার তারিখ ও সময়ঃ
২০ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ৭:৪৫
ফেরা:
২৩ নভেম্বর , রবিবার, ভোর ৬:০০
কি কি নিবেন : জানানো হবে।
বাস ছাড়ার স্থান :
পলাশী ফায়ার সার্ভিস থেকে ১০০ মিটার দূরে।
https://maps.app.goo.gl/cB7NoYk1XF2ncvXL7?g_st=com.google.maps.preview.copy
খরচ : ২৮০০
এই ২৮০০ এ থাকবে যাওয়া আসা নন এসি রিজার্ভ বাস ভাড়া, সাইকেল বক্স, টেপ, বকশিশ, রাতে শেয়ার বেসিসে থাকা এবং ২১ তারিখ রাতের খাবার আর ২২ তারিখ সকালের নাস্তা ।
মেসেজ গ্রুপ বানানো হয়েছে।
আওয়াজ দিলে এড করা হবে।
সেখানে পেমেন্টের বিস্তারিত আছে।
চালানো হবেঃ
প্রথম দিন: ৭০+ কিলো।
২য়দিন: ৬৫+ কিলো
গড় গতিঃ ১৫/১৬ কিমি/ঘন্টা।
রেজস্ট্রেশন লিংক :
ছবি : হেমন্ত লং রাইড # ৯০
যোগাযোগ :
ফিলিপ: ০১৬১০৭৪৪৫৪৭
আসিফ: ০১৭১৭৩৮১৪০০
পরিমল: ০১৭৮৭৭১৩৫৫৪
জয় বড়ুয়া: ০১৬৮০৩৮৯৮৯৯
শিপন :
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। । "