নাফাখুম, অনেকের প্রিয় জায়গাগুলোর মাঝে একটি৷ বহু দিন পর নাফাখুমে উন্মুক্ত হয়েছে। আর যেকারণে জোছনাতরী পরিবার আবার পা বাড়াচ্ছে প্রিয় নাফাখুমের পথে।
যাত্রার তারিখ: ২০ নভেম্বর রাত ৯ টা
ফেরার তারিখ: ২৪ নভেম্বর ভোর ৬ টা
ইভেন্ট ফি: ৯০০০/-
আসন সংখ্যা: ১৩জন
যোগাযোগঃ 01793183508-আকরাম
আপনার প্যাকেজটি দুটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেন:
১। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম:
#DBBL Bank Account:
Account Name: Md. Akram Hossain
Account No: 107.151.105382
ইভেন্ট ডিটেইলস:
২০ নভেম্বর:
রাত ৯ টার মাঝে ফকিরাপুল থেকে বান্দরবানের বাসে উঠব।
২১ নভেম্বর:
সকালে বান্দরবন নেমে নাস্তা সেরে নিব হোটেলে। সেখান থেকে বাসে করে চলে যাব থানচি বাজারে। থানচি বাজারে পৌঁছে আমাদের যাওয়ার পারমিশন নিয়ে বোটে উঠবো রেমাক্রি যাওয়ার জন্য। রেমাক্রিতে পৌঁছে হাঁটা শুরু করব নাফাখুমের দিকে। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে যাব নাফাখুম। তারপর শুরু হবে নাফাখুমে জোছনাবিলাসের প্রস্তুতি।
২২ নভেম্বর:
সকালে উঠে নাফাখুমে লাফালাফি ঝাপাঝাপি শেষ করে নাস্তা করে হাঁটা শুরু করব রেমাক্রির উদ্দেশ্যে। ২-৩ ঘন্টার মাঝে পৌঁছে যাবো রেমাক্রি। দুপুরে খাবার খেয়ে যে যার মত রেস্ট নিব রেমাক্রি এলাকার পানির ঝিরির শব্দ আর চাঁদের রুপালি আলো যে মায়াবি পরিবেশ সৃষ্টি করবে সেখানে আপনি পাবেন জীবনের আরেক ঠিকানা। কথা দিচ্ছি এমন পরিবেশ জীবনে আর কখনো পাবেন কিনা কেউ বলতে পারবে না... রাতে ক্যাম্প ফায়ার করে যে যার মত ঘুমিয়ে যাব।
২৩ নভেম্বর:
সকালে উঠে নাস্তা সেরে বোতে উঠব। বোটে চলে আসব থানচিতে। এখানে দুপুরের খাবার শেষ করে চলে যাব বাস কাউন্টারে ।বাসে করে চলে আসব বান্দরবনে।রাতের ডিনার বান্দরবনে শেষ করে গাড়িতে চড়ব ঢাকার উদ্দেশ্যে।
২৪ নভেম্বর:
সবকিছু কিছু ঠিকঠাক থাকলে ভোরে ঢাকায় থাকব।
কি কি নিতে হবে-
১) ব্যাগ ২) গামছা ৩) ছাতা ৪) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু ৫) কেডস/ স্যান্ডেল ৬) ক্যামেরা+ব্যাটারী+চার্জার ৭) পলিথিন ৮) সানক্যাপ ৯) সানগ্লাস ১০) সানব্লক ১১) টিস্যু ১২) ব্যক্তিগত ঔষধ
যা যা ভ্রমণের মধ্যে থাকছে না:
১) বাসের যাত্রা বিরতির খাবার
২) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৩) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ।
৪) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ) ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
****বিশেষভাবে লক্ষনীয়****
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য
২। ভ্রমণের ৩দিন আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
৩।একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
৪। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৫। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
আমাদের অফিসিয়াল গ্রুপ:
Jochhnatori (জোছনাতরী) - A Travel Group
আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ:
https://www.facebook.com/Jochhnatori.2016/
You may also like the following events from Jochhnatori - জোছনাতরী: