বিতর্ক-একটি তার্কিক সংগঠন জগন্নাথ হলের বিতর্ক সংগঠন। ১৯৯২ সালের ২৪ জুলাই প্রতিষ্ঠিত এ সংগঠনটি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মাঝে প্রথম বিতর্ক সংগঠন নয়, বরং সমগ্র বাংলাদেশেরই বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক প্রথম বিতর্ক সংগঠন।
অভিজাত এই বিতর্ক সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং দেশের মাঝে বিভিন্ন প্রতিযগিতায় অংশগ্রহণ করে থাকে। উল্লেখ্য যে, ১৮তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ছিল বিতর্ক-একটি তার্কিক সংগঠন। এছাড়াও, জগন্নাথ হলের জন্য আরও অনেক গৌরবময় অর্জন এনে দিয়েছে এই সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জগন্নাথ হলে সংযুক্ত, বৈধ যেকোন শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতা রাখে। এই সংগঠনের সদস্যরাই, বিভিন্ন প্রতিযোগিতায় বিতর্ক-একটি তার্কিক সংগঠন-এর মাধ্যমে জগন্নাথ হলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
বিতর্কের মাধ্যমে জগন্নাথ হলকে প্রতিনিধিত্ব করতে আগ্রহীদের এই ফরমটি পূরণ করার আহ্বান জানানো হচ্ছে। সদস্যপদ আবেদন ব্যতীত কেউ বিতর্ক-একটি তার্কিক সংগঠন-এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে না।
এখানে উল্লেখ্য যে, পূর্বে বিতর্ক করার বা বিতর্ক সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বরং বিতর্ক এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ ও পরিশ্রম করার ইচ্ছা থাকা গুরুত্বপূর্ণ।
ফরম পূরণের পূর্বে নিম্নোক্ত বিষয়গুলো জেনে রাখা জরুরি;
সদস্য সংগ্রহ কার্যক্রমে, ১ম বর্ষ - ৩য় বর্ষের, ২০২১-২২ সেশন অথবা এর পরবর্তী সেশনের শিক্ষার্থীরাই অংশগ্রহণের যোগ্য।
ন্যূনতম স্নাতক (অনার্স) পর্যায়ে অধ্যয়নরত এবং পূর্ববর্তী শর্তে প্রযোজ্য এমন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণের যোগ্য।
সদস্যপদের আবেদন করার জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সাম্প্রতিক/বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে ব্যবহৃত) প্রয়োজন হবে। তবে এ ছবি অনলাইনে প্রদানের প্রয়োজন নেই। পরবর্তী নির্দেশনা মোতাবেক সংগঠনের দাপ্তরিক কার্যক্রমে ব্যবহৃত কক্ষে এই ছবি প্রদান করতে হবে।
সদস্যপদের আবেদনের জন্য এককালীন ২০ টাকা প্রদান করতে হবে। তবে এ অর্থ অনলাইন মাধ্যমে প্রদান করতে হবে না কিংবা অনলাইনে ফরম পূরণের আগে প্রদান করা বাধ্যতামূলক নয়। এ অর্থ পরবর্তীতে নির্দেশনা মোতাবেক সংগঠনের দাপ্তরিক কার্যক্রমে ব্যবহৃত কক্ষে ছবির সাথে প্রদান করতে হবে। অর্থ প্রদানের পর অবশ্যই তার প্রমাণস্বরূপ রশিদ গ্রহণ করতে হবে।
সর্বশেষে, এই অনলাইন ফরমে প্রদত্ত তথ্য সমেত সদস্যপদ আবেদন ফরমের হার্ডকপিতে সাক্ষর করে, আবেদনকারীর অংশটি বুঝে নিতে হবে এবং সেই অংশটিই এই সংগঠনের সদস্যপদের প্রমাণপত্ররূপে গণ্য হবে।
একজন ব্যাক্তি একাধিকবার ফরম পূরণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে, পূর্ববর্তী সকল তথ্য বাতিল গণ্য করে, সর্বশেষ পূরণকৃত তথ্য গ্রহণ করা হবে।
ফরমে প্রদানকৃত সকল তথ্য, বিতর্ক-একটি তার্কিক সংগঠন শুধু সংগঠনের প্রসাশনিক কার্যক্রম ব্যবহার করবে এবং তা অতি নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হবে। আবেদনকারীর অনুমতি ব্যাতিরেক কিংবা অগোচরে কোনমতেই এ তথ্য উন্মুক্ত করা হবে না।
আরও বিস্তারিত জানার জন্য;
ওয়েবসাইট: bitarka-jnh-du.org
ইমেইল:
ZW1haWwgfCBiaXRhcmthLWpuaC1kdSAhIG9yZw==
ফেসবুক পেজ: বিতর্ক-একটি তার্কিক সংগঠন
ফেসবুক গ্রুপ:
বিতর্ক-একটি তার্কিক সংগঠন
ফোন: ০১৮৮৬২৪০৭৯২
বিতর্ক-একটি তার্কিক সংগঠন
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা-১০০০, বাংলাদেশ