গণিত হলো পৃথিবীকে বোঝার এক অভিনব শিল্প। গণিত সেই ভাষা, যা সংখ্যার ঊর্ধ্বে গিয়ে আমাদের শেখায় অনন্তের রহস্য, প্রকৃতির নকশা আর মানুষের স্বপ্নকে। গণিত সেই দৃঢ় ইচ্ছে, যেসব ইচ্ছে নতুন আবিষ্কারের জন্ম দেয়, যেসব চিন্তার জন্য আমরা পৃথিবীকে আরও সুন্দরভাবে বুঝতে পারি।
ওইসব চিন্তা, যেসব চিন্তা বলে— একটি শিশু যেন অজ্ঞতার অন্ধকারে হারিয়ে না যায়। যেন কোনো তরুণ স্বপ্নবাজ প্রশ্ন না পায় যার উত্তর খুঁজতে সে নিরাশ হয়ে পড়ে। যেন প্রতিটি মস্তিষ্ক জ্ঞানের আলোয় দীপ্ত হতে পারে। যেন প্রতিটি সংখ্যার রহস্য উন্মোচন করে আমরা নতুন পৃথিবীর সম্ভাবনা খুঁজে পাই।
এসব আশা চিন্তা করে 'শিক্ষাই মুক্তি ' শ্লোগান নিয়ে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে শিক্ষামূলক প্লাটফর্ম ❝কলম কথা ১.০❞। কলম কথা ১.০ এর এবারের আয়োজন ❝গণিতের পথে স্বপ্নের গন্তব্যে❞প্রতিপাদ্য নিয়ে ❝গণিত অলিম্পিয়াড ২০২৫ ❞।
📌 গণিত অলিম্পিয়াড ২০২৫ ৩ টি গ্রুপে অনুষ্ঠিত হবে,
১. প্রাইমারি (৩য়, ৪র্থ, ৫ম শ্রনী)
২. মাধ্যমিক জুনিয়র ( ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেনী)
৩. মাধ্যমিক সিনিয়র ( ৯ম, ১০ম শ্রেনী )
📌 প্রতিযোগিতার নিয়মাবলী :
১. এই অলিম্পিয়াডে ডামুড্যা উপজেলা সকল স্কুলের ৩য়
থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে ।
২. অলিম্পিয়াডে মোট ১০০ নাম্বারে পরীক্ষা হবে।
৩. ১০০ নাম্বারের ভিতর বহুনির্বাচনি(১×১০০)=১০০ মার্ক
৪. বহুনির্বাচনী প্রশ্নে প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫ মার্ক
কাটা যাবে।
৫. অলিম্পিয়াডে প্রাথমিক গ্রুপের জন্য ক্যালকুলেটর
ব্যবহার নিষিদ্ধ। তবে মাধ্যমিক জুনিয়র ( সাধারণ
ক্যালকুলেটর) এবং মাধ্যমিক সিনিয়র (fx-991MS)
ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
📌রেজিষ্ট্রেশন ফি :
প্রাইমারি গ্রুপ : ১২৪৳
মাধ্যমিক জুনিয়র : ১৪৭৳
মাধ্যমিক সিনিয়র : ১৭১৳
📌রেজিষ্ট্রেশন ফরম অনলাইন, অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে। আমাদের স্কুল প্রতিনিধি ডামুড্যা উপজেলার সকল স্কুল থাকবে, তাদের কাছে ফরম পাওয়া যাবে। আমাদের পেজে অনলাইন ফর্ম দেয়া থাকবে।
📌 রেজিষ্ট্রেশন শুরু: ১ ই সেপ্টেম্বর ২০২৫
রেজিষ্ট্রেশন শেষ: ১ ই অক্টোবর ২০২৫
🏆 গণিত অলিম্পিয়াডের সর্বমোট ১ লক্ষ টাকার পুরুস্কার থাকবে।
📞যে কোন প্রয়োজনে যোগাযোগ :
সাদ আল সাইফি
০১৭০৫৮০০৩৩৩
মিজানুর রহমান সিয়াম
০১৭২৭৫২৭৫৬৩
ফেসুবক পেজ:
https://www.facebook.com/profile.php?id=61575154864731&mibextid=ZbWKwL