এক রক্তঝরা সময় পেরিয়ে বাংলাদেশ আজ নতুন স্বপ্ন দেখছে—বৈষম্যহীন, যুক্তিনির্ভর ও মানবিক এক আগামীর। বিশ্বজুড়ে যুদ্ধ, স্বাস্থ্য সংকট ও অনিশ্চয়তার মাঝেও এই জনপদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব—বিজ্ঞানমনস্ক নাগরিক গড়ে তোলা, যারা প্রশ্ন করতে জানে, যুক্তি বোঝে এবং দায়িত্ব নিতে শেখে।
"যূথবদ্ধ সংকল্পে গড়া নীরোগ পৃথিবীতে স্বাগত এবার
আঁধার সমাপনে আলোর উৎসবে এসো বন্ধু আবার”
এই স্লোগানকে সামনে রেখে আগামী ৭ থেকে ১০ ই জানুয়ারি ২০২৬ এফ.এইচ. হল ডিবেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে দেশের বিজ্ঞান বিতর্কের সবচেয়ে বড় আয়োজন " ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬"।
এটি কেবল বিতর্কের মঞ্চ নয়—এটি ভাবনার সংঘর্ষ, যুক্তির আলোকচ্ছটা আর স্বপ্নবান প্রজন্মের কণ্ঠস্বর। চার দিনব্যাপী এই উৎসবে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদীয় বিতর্কের মাধ্যমে যুক্তি, বিজ্ঞান ও মূল্যবোধকে মিলিয়ে খুঁজে নেবে আগামী দিনের পথনকশা। এই উৎসবটি হয়ে উঠবে স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবিক চেতনায় ভর করে আগামীর বাংলাদেশ নির্মাণের এক দৃপ্ত উচ্চারণ।
আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা: (৭ ই জানুয়ারি ২০২৬)
ফরম্যাটঃ এশিয়ান সংসদীয় বিতর্ক
দল সংখ্যাঃ ৩২ টি
নিবন্ধন ফিঃ ১,০৫০.০০ টাকা
আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা: (৮ ই জানুয়ারি ২০২৬)
ফরম্যাটঃ এশিয়ান সংসদীয় বিতর্ক
দল সংখ্যাঃ ৩২ টি
নিবন্ধন ফিঃ ১,০৫০.০০ টাকা
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা: (৯ ই জানুয়ারি ২০২৬)
ফরম্যাটঃ এশিয়ান সংসদীয় বিতর্ক
দল সংখ্যাঃ ৪৮ টি
নিবন্ধন ফিঃ ১,২৫০.০০ টাকা
চূড়ান্ত পর্বের বিতর্ক ও পুরস্কার বিতরণী:
১০ ই জানুয়ারি ২০২৬
প্রাক-নিবন্ধনপত্রের লিংক:
https://forms.gle/7x26UUYutSSNDTbH8
প্রাক-নিবন্ধনের শেষ সময়: ২৪ ই ডিসেম্বর ২০২৫
*** ( ঢাকার বাইরে থেকে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসার পর তাদের রেজিস্ট্রেশন ফি ফেরত দেয়া হবে)***
পেমেন্ট বিবরণ:
বিকাশঃ 01717022108 (Personal) (Al-Amin, President)
নগদঃ 01717022108 (Al-Amin, President)
প্রয়োজনে:
আল-আমিন বিজয়
সভাপতি, এফ এইচ হল ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৭১৭০২২১০৮
ইমেইলঃ
YWxhbWluYmVqb3lkdSB8IGdtYWlsICEgY29t
মো: ইমামুল হাসান
সাধারণ সম্পাদক, এফ. এইচ. হল ডিবেটিং ক্লাব।
মোবাইল: 01521740550
"ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব–২০২৬"
যেখানে প্রশ্নই শক্তি, যুক্তিই সাহস,
আর আগামীর বাংলাদেশ গড়ে ওঠে চিন্তার আলো