শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত  "চলচ্চিত্র উৎসব", 15 August

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত "চলচ্চিত্র উৎসব"

Sher-e-Bangla Agricultural University Film Society SAUFS

Highlights

Fri, 15 Aug, 2025 at 02:00 am

TSC, SAU

Advertisement

Date & Location

Fri, 15 Aug, 2025 at 02:00 am (BST)

TSC, SAU

Sher-e-Bangla Agricultural University, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত "চলচ্চিত্র উৎসব"
📢 সিনেমাপ্রেমীদের জন্য সুখবর!
📢এক টিকিট এ দুই মুভি।
এই শুক্রবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজন করতে যাচ্ছে "চলচ্চিত্র উৎসব" — বড় পর্দায় উপভোগ করুন “উৎসব” ও “তাণ্ডব”!

📍 স্থান: টিএসসি অডিটোরিয়াম
📅 তারিখ: শুক্রবার, ১৫ আগস্ট
🕒 সময়: "তাণ্ডব" দুপুর ৩ঃ০০ টা থেকে ৫ঃ৩০ টা পর্যন্ত
"উৎসব" বিকাল ৬ঃ০০ থেকে ৯ঃ০০ টা ।
*সময় পরিবর্তনযোগ্য

🎟 টিকেট মূল্য: মাত্র ১০০ টাকা (প্রতি টিকেট)
📢এক টিকিট এ দুই মুভি।


✨ বিশেষত্ব:
• বড় পর্দায় অসাধারণ ভিজ্যুয়াল ও সাউন্ড
• বন্ধু ও সহপাঠীদের সাথে একসাথে সিনেমা দেখার সুযোগ
• টিকেট সংখ্যা সীমিত – আগে এলে আগে পাবেন

💳 টিকেট বিক্রি:
• অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকেট বুকিং দেয়া যাবে।
• অফলাইন বুথ বসবে ১১ ও ১২ আগস্ট
• স্থান: মহবুবউজ্জামান ভবনের নিচে, টিএসসি ও ওয়াইফাই জোনে

💳 অনলাইন পেমেন্ট নিয়ম:

✅ বিকাশ / নগদ / রকেট অ্যাপে যান।
✅ Send Money অপশন সিলেক্ট করুন।
✅ এই নম্বর লিখুন: 01709329443
✅সেন্ড মানি সম্পন্ন হলে ট্রানজেকশন আইডি কপি করুন।
✅পেমেন্টের স্ক্রিনশট নিন।
✅ Google Form-এ ট্রানজেকশন আইডি পেস্ট করুন এবং স্ক্রিনশট আপলোড করুন।

💬 যোগাযোগ:
ফারহা তাহসিন - ০১৭৫২২৮১০৪২০
মোঃ আল-আমিন তারেক - ০১৭০৯৩২৯৪৪৩

📌 ইভেন্ট মিস করবেন না — বড় পর্দায় সিনেমার জাদু উপভোগ করতে চলে আসুন!

মুভি ফেস্টের নিয়মাবলী:

✅ সময় মেনে হলে প্রবেশ করুন (শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগে)।
✅ টিকিট বা কনফার্মেশন মেসেজ দেখিয়ে প্রবেশ করতে হবে।
✅ মোবাইল সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখুন।
✅ আগে এলে আগে বসার সুযোগ (সিট রিজার্ভেশন নেই)।
✅ বাইরে থেকে খাবার বা পানীয় আনা যাবে না।
✅ উচ্চস্বরে কথা বলা বা বিরক্তিকর আচরণ এড়িয়ে চলুন।
✅ একবার কেনা টিকিট ফেরত বা পরিবর্তনযোগ্য নয়।
✅ বয়সসীমা মেনে অংশ নিন (যদি প্রযোজ্য হয়)।
✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন (প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন)।

(বিঃদ্রঃ শুধুমাত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এর জন্য)

টিকিট বুকিং লিংকঃ https://forms.gle/oTuBJCzkFbNfa1J5A

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

Tickets for শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত "চলচ্চিত্র উৎসব" can be booked here.

Advertisement

Nearby Hotels

TSC, SAU, Sher-e-Bangla Agricultural University ,Dhaka, Bangladesh
Reserve your spot
Advertisement
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত  "চলচ্চিত্র উৎসব", 15 August
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত "চলচ্চিত্র উৎসব"
Fri, 15 Aug, 2025 at 02:00 am