আসছে মেগা ইভেন্ট: "মুহসীন হল জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫"
আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমাদের হলে ফুটবলের কোনো টুর্নামেন্ট আয়োজন হয়নি। সেই দীর্ঘ খরা কাটিয়ে মুহসীন হলে আবারও ছড়িয়ে পড়তে যাচ্ছে ফুটবলের উন্মাদনা ও রোমাঞ্চ।
আয়োজিত হতে যাচ্ছে "মুহসীন হল জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫"।
খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ:
টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করবে।
প্রতিটি দল জাঁকজমকপূর্ণ নিলামের মাধ্যমে গঠন করা হবে।
খেলাগুলো পরিচালনা করবেন অভিজ্ঞ রেফারিরা।
টুর্নামেন্ট পরিচালনার জন্য থাকবে একটি আয়োজক কমিটি।
আয়োজনে থাকছে চমক:
প্রতিটি দলের খেলোয়াড়দের জন্য বিশেষ জার্সি।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।
প্রতিটি ম্যাচে:
ম্যান অব দ্য ম্যাচ
টুর্নামেন্ট শেষে:
ম্যান অব দ্য টুর্নামেন্ট
সর্বোচ্চ গোলদাতা পুরস্কার
সেরা গোলকিপার পুরস্কার
ফ্যান জার্সি (নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে সংগ্রহযোগ্য)।
টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে:
🗓️ ১৪–১৬ আগস্ট ২০২৫
📍 নিলামের তারিখ: ১১ আগস্ট (সোমবার)
অংশগ্রহণে আগ্রহীদের জন্য:
নিচের ফর্মটি পূরণ করে টুর্নামেন্টে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন:
https://docs.google.com/forms/d/12b0nAD_EkWNOPXuBQFSg1KI_4TV7cdq6IAAdIyZ12-c/viewform
আশা করি, এই রোমাঞ্চকর আয়োজনের মাধ্যমে ফুটবলের আনন্দ আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।