ভ্রমণ কান্ডারি ক্যাম্প সিজন 06
ঢাকার আশেপাশে প্রতিবছরের ন্যায়
শীত সিজনে আমরা কিছু ক্যাম্পিং ট্রিপ আয়োজন করে থাকি।
এবার ঢাকা কেরানীগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে মনরোম পরিবেশে আমাদের জমকালো আয়োজন করতে চাই।
খাবার দাবার, ক্যাম্প নাইট আড্ডা গান। চলে আসুন সবাই মিলে ভ্রমণ কান্ডারী এই মিলন মেলায় কেরানীগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে
★আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ( বড় দিনের বন্ধ)
★ ইভেন্ট ফি -৬০০ টাকা
যা যা পাবেন:
শেয়ারিং তাবু /টেন্ট (২&৩&৪ জনের)
সন্ধায় হালকা স্ন্যাকস
রাতে ক্যাম্প-ফায়ারের ব্যাবস্থা সাথে চা
লাইভ চিকেন বার্বিকিউ সাথে পরটা / খিচুড়ি।
সকালের নাস্তায় থাকবে ঐতিহ্যবাহি ইনসার আলি খুদের ভাত ও ভর্তা।
☎বিস্তারিত জানতে ও বুকিং করতে ম্যাসেজ কিংবা কল করুনঃ 01521-206903
📩হোয়াটসঅ্যাপ:wa.me/8801521206903
Hotline:01762-902383 দ্রুভ ব্যাপারি