জলের গান ও ক্যাফে ভিনটেজ-এর যৌথ উদ্যোগে
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর"
প্রিয় জলজ প্রাণ,
শ্রাবণের শেষ বৃষ্টিধারায় জলের গানের টাপুর টুপুর আয়োজন। যেখানে বৃষ্টি শুধু ভেজায় না, গায়— কখনো বিষাদের গান, কখনো আশার দোল। সেই সুরের ভেতর হেঁটে চলি আমরা, আর আপনাকে চাই— সেই যাত্রায় সঙ্গী করে। গান, যন্ত্রসংগীত, আর বর্ষার শব্দে ভরা এক সান্ধ্য আয়োজন, যেখানে হৃদয় খোলে জলছবির মতো, আর কণ্ঠে বাজে বর্ষার সুর।
আপনার সান্নিধ্য আমাদের সুরের গল্পকে পূর্ণতা দেবে।
সশ্রদ্ধ নিমন্ত্রণে—
জলের গান
১৬ আগস্ট, ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭টা
ভিনটেজ কনভেনশন হল, ধানমন্ডি ২৭, ঢাকা
অনলাইন টিকেট:
jolergaan.com/ticket
অফলাইন টিকেট:
ক্যাফে ভিনটেজ, ২৭৫ কে, ধানমন্ডি ২৭
খুঁত, ২/৯ ব্লক-ডি, লালমাটিয়া