এটি শঙ্খচিল ট্রাভেলার্সের একটি অফিসিয়াল ইভেন্ট।
এবার আমরা যাচ্ছি দেশের সবথেকে সুন্দর আর জনপ্রিয় লেক বগালেকে।
যারা নিশ্চিত যাচ্ছেন তারা going বাটনে ক্লিক করুন। এর বাইরে interested বাটনে ক্লিক করে রাখলেই সকল আপডেট পাবেন, ইভেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের ও জানাই দিতে পারেন।
যাত্রা শুরু: ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১ টা
যাত্রা শেষ: ২০ অক্টোবর রবিবার সকাল ৬ টা
বিস্তারিতঃ
★ডে ১ঃ ১৬ তারিখ ঢাকা থেকে রাতের বাসে বান্দরবান উদ্দেশ্য যাত্রা।
★ডে ২ঃ বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে বাসে করে রূমা বাজার। সেখান থেকে আর্মির প্রসিডিউর শেষ করে স্থানীয় অভিজ্ঞ গাইড নিয়ে গাড়িতে বগালেক।লেকের পানিতে মগ পদ্ধতিতে গোসল করা যাবে।ডিনার করে বগালেকে রাত্রিযাপন প্রথম রাত।
★ডে ৩ঃ সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা রওয়ানা দিবো কেওক্রাডং এর উদ্দেশ্য। সারাদিন কেওক্রাডং এর আশপাশটা ঘুরে দেখবো। রাতে কেওক্রাডং এ রাত্রীযাপন।
★ডে ৪ঃ সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে চলে আসবো দার্জিলিং পাড়ায়। সিয়াম দিদির হোটেলে খাবো সকালের নাস্তা । এরপর বগালেক এসে দুপুরের খাবার খেয়ে বান্দরবানের উদ্দেশ্য রওয়ানা দিবো। ফেরার পথে আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবো। এরপর রাতের বাসে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবো।
★ইভেন্ট ফিঃ ঢাকা থেকে ৮৫০০টাকা,
★বুকিং দেওয়ার সিস্টেমঃ ০১৮৩২৬০৫২০২ নাম্বারে ৪০৮০ টাকা বিকাশ করতে হবে(অফেরতযোগ্য)।
যেসব বিষয় মনে রাখতে হবে:
* আপনাকে মোবাইল নেটওয়ার্কের এর বাইরে থাকতে হবে এক দিনেরও বেশি সময়।
* এখানে তিন বেলা খাবার পাবেন, কোন দোকান থাকবে না, যেগুলো আছে সেখানেও খুব সামান্য জিনিসপত্র পাওয়া যায়। তাই নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার রাখবেন।
* NID এর ফটোকপি নিতে হবে মাস্ট।
* পার্বত্য অঞ্চল বাংলাদেশের মধ্যে থেকেও বাংলাদেশ সরকারের অনেক নিয়ম আইন সেখানে ব্যাতিক্রম, পাহাড়ীদের সম্মান না করতে জানলে এই ট্রিপে আসবেন না।
★ইভেন্টে যা যা থাকবেঃ
*সকল প্রকার যাতায়াত খরচ
* প্রতিদিন ৩ বেলা খাবার
* ঢাকা টু ঢাকা গাইড
* রুমা থেকে এক্সটা লোকাল গাইড
* কটেজ এ ১ রাত থাকার খরচ, লোকাল দের স্টাইলে থাকতে হবে।
★ ইভেন্টে যা যা থাকবেনা
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
** যা যা নেওয়া উচিতঃ
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়
- মশা থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- লাইট
- ব্যাগের রেইন কভার
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
=== হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
বিস্তারিত জানতে অথবা যে কোন প্রয়োজনে ০১৮৩২৬০৫২০২ নাম্বারে কল করতে পারেন