🏡 প্রোপার্টি কার্নিভাল ২০২৫
📅 তারিখ: ১২ আগস্ট – ১৪ আগস্ট, ২০২৫
📍 স্থান: পূর্বাচল রিজেন্ট টাউন হেড অফিস, আহসান টাওয়ার, ৭৬ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা
🕓 সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা
পূর্বাচল রিজেন্ট টাউন আহসান গ্রুপের একটি আধুনিক ও সুপরিকল্পিত আবাসন প্রকল্প, যা পূর্বাচলের ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের সাথে অবস্থিত। কর্তৃপক্ষ এর অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী গড়ে ওঠা এই প্রকল্পে বিভিন্ন সাইজ ও কাঠামোর Ready এবং On-going প্লট রয়েছে, যা আধুনিক নাগরিক জীবনের সব সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি ব্লকে রয়েছে প্রশস্ত রাস্তা এবং আবাসিক পরিবেশের সাথে মিল রেখে নির্মিত হচ্ছে স্কুল, মসজিদ, খেলার মাঠ, ক্লাব, হাসপাতাল, শপিং মার্কেটসহ প্রয়োজনীয় সব কমিউনিটি সুবিধা।
আহসান গ্রুপের প্রায় চল্লিশ বছরের ব্যবসায়িক ঐতিহ্য, পেশাদারিত্ব এবং গ্রাহক প্রতিশ্রুতির ফলে পূর্বাচল রিজেন্ট টাউন আজ একটি আস্থার প্রতীক। অসংখ্য গ্রাহককে ঝামেলামুক্তভাবে সাফ কবলা সহ প্লট হস্তান্তর করার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের মনে স্থায়ী আস্থা তৈরি করতে সক্ষম হয়েছি।
এই সফলতার ধারাবাহিকতায় পূর্বাচল রিজেন্ট টাউন আগামী ১২,১৩ ও ১৪ আগস্ট ২০২৫, পূর্বাচল রিজেন্ট টাউন হেড অফিসে প্রোপার্টি কার্নিভাল এর আয়োজন করতে যাচ্ছে! এই আয়োজনে একজন আগ্রহী বিনিয়োগকারী জানতে পারবেন কত কাঠার কোন কোন সাইজের প্লট রয়েছে, প্রতিটি প্লটের সুনির্দিষ্ট অবস্থান কোথায় এবং আশেপাশে কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। একইসাথে তুলে ধরা হবে পূর্বাচল অঞ্চলে বিনিয়োগের বর্তমান প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সম্ভাবনার বাস্তব চিত্র।
এছাড়া, প্রোপার্টি কার্নিভালে অংশগ্রহণকারীদের মধ্যে এককালীন মূল্য পরিশোধে থাকছে আকর্ষণীয় ব্র্যান্ড নিউ 𝐢𝐏𝐡𝐨𝐧𝐞 𝟏𝟔 𝐏𝐫𝐨 𝐌𝐚𝐱। আর কিস্তিতে প্লট বুকিং করলে থাকছে আকর্ষনীয় স্বর্ণালঙ্কার। এখানেই শেষ নয়; এই কার্নিভালে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই পূর্বাচল রিজেন্ট টাউনের পক্ষ থেকে থাকছে নিশ্চিত গিফট হ্যাম্পার। (উপরোক্ত অফারগুলো শুধুমাত্র মেলা চলাকালীন সময়ে প্রযোজ্য)
বিস্তারিত জানতে কল করুন: ০১৮১১৪৪০০০০
প্রোপার্টি কার্নিভালে অংশ নিতে চাইলে নিচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন এখনই!
Form Link:
https://forms.gle/VcXkh216U69b2dWx8