নাফাখুমের পানে- রেমাক্রি ও শঙ্খের বন্যতায় সবুজের সাম্রাজ্যে, জোছনার আলোয়...., 6 November

নাফাখুমের পানে- রেমাক্রি ও শঙ্খের বন্যতায় সবুজের সাম্রাজ্যে, জোছনার আলোয়....

Masud Pervej Sujon

Highlights

Thu, 06 Nov, 2025 at 09:30 pm

থানচি, বান্দরবান

Advertisement

Date & Location

Thu, 06 Nov, 2025 at 09:30 pm - Mon, 10 Nov, 2025 at 06:00 am (BST)

থানচি, বান্দরবান

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

নাফাখুমের পানে- রেমাক্রি ও শঙ্খের বন্যতায় সবুজের সাম্রাজ্যে, জোছনার আলোয়....
🔸নাফাখুম, তিন্দু, রেমাক্রি ফলস, শঙ্খ🔸

যান্ত্রিক এ যুগে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না প্রতিদিনকার ছকে বাঁধা নিয়মের বাইরে গিয়ে নিজের আত্মশুদ্ধিকে খুজে পেতে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে, অপরূপ কিছু মুহূর্ত নিজের জীবনের সঙ্গী করে নিতে। বলতে গেলে অনেকদিন পর সেই সুযোগ চলে এসেছে।

আর এই সুযোগে চলুন ঘুরে আসি বান্দরবানের অপরূপ সৌন্দর্যের আধার অপার্থিব 'নাফাখুম' এর নীলাভ জলের সান্নিধ্যে। সাথে প্রিয় সাঙ্গু (শঙ্খ), রেমাক্রি ফলসের বিশালতার হাতছানি তো থাকছেই....
আবহাওয়ার বিবেচনায় সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত 'লাংলোক' এও ঢু মারবো....

আমাদের অনেকেরই প্রথম প্রেম এই নাফাখুম জলপ্রপাত। যার ছবি দেখে একসময় পাহাড়, জলপ্রপাতের সাথে তৈরী হয়েছিলো সখ্যতা। সেই প্রিয় নাফাখুমে ফিরছি আবারো আমরা....



🏃‍♂️🏃‍♂️ এক্টিভিটিঃ বিগিনার লেভেল ট্রেকিং।

🖐️🖐️ ডিউরেশনঃ ৩ দিন ৪ রাত (আসা যাওয়া সহ)

⛺⛺ একোমোডেশনঃ আদিবাসা পাড়া/ জুমঘর

🚌 যাত্রা শুরুঃ ০৬ নভেম্বর ২০২৫, রাত ০৯:৩০
🚌 ফেরাঃ ১০ নভেম্বর ২০২৫ ভোর ০৬টা আনুমানিক।

(Read Details carefully before going)


🎆🎆 নাফাখুমঃ

বাংলাদেশের অন্যতম আরাধ্য স্থান গুলোর মধ্যে নাফাখুম প্রথম সারীতে। কেউ কেউ আবার বিশ্বের প্রশস্ত তম #জলপ্রপাত নায়াগ্রার সাথেও তুলনা জুড়ে দেন। তবে আমরা নাফাখুম কে বাংলাদেশের এক অপরুপ ও অপার্থিব জলপ্রপাত হিসেবেই জানি।রেমাক্রি থেকে মাত্র ০২-২.৫ ঘন্টা রেমাক্রি খালের পাশ দিয়ে হেঁটে গেলেই এই সুন্দরীর দেখা মিলবে। একেক সময় একেক রুপ ধারন করে সে, বর্ষায় থাকে ভয়াল আর শীতে থাকে স্বচ্ছ-শুভ্রতার প্রতীক হয়ে। নাফাখুম এর সাথে তাই অন্য জলপ্রপাতের সাথে তুলনা করা যায় না।


★★★ সংক্ষেপে যা যা দেখবোঃ

১। তিন্দু
২।বড়পাথর
৩। রেমাক্রি ফলস
৪। নাফাখুম
৫। ডিম পাহাড়
৬। লাংলোক (অপশনাল)


💢💢 ভ্রমণ পরিকল্পনাঃ

০ তম দিনঃ

ঢাকা(ফকিরাপুল)-বান্দরবান/আলীকদম (নন এসি বাসে)

১ম দিনঃ

বান্দরবান/আলীকদম - ২১ কিলো (জিপে)- তিন্দু (ট্রেকিং) - রেমাক্রি (বোটে)
নাইট স্টে রেমাক্রি তে
চলবে রাতভর প্রিয় প্রিয় শঙ্খ ও রেমাক্রি ফলসের গর্জনের পাশে আড্ডা।

২য় দিনঃ

আস্তেধীরে ঘুম থেকে উঠে নাস্তা সেরে রেমাক্রি খালের পাশ ধরে হেঁটে নাফাখুম। নাফাখুমের জলে গোসল সেরে এদিন নাফাখুম পাড়াতেই আমাদের আস্তানা।

৩য় দিনঃ

সকালে নাস্তা ও ভরপুর ফটোসেশন করে ট্রেক করে রওনা হবো রেমাক্রি ফলসের উদ্দেশ্যে।
রেমাক্রি ফলসে কিছুটা সময় কাটিয়ে রওনা করবো থানচি। সেখান থেকে আলীকদম হয়ে ডিনার করে রাতের বাসে ব্যাক।

পরদিন সকাল ৬ টার মধ্যেই ঢাকা থাকবো, আশা করি ঐদিন এসে অফিস ধরতে পারবেন।



💰💰 ইভেন্ট ফিঃ ৯০০০ টাকা (ঢাকা থেকে)

এছাড়া কেউ চাইলে আমাদের সাথে আলীকদম বা চিটাগং থেকেও জয়েন করতে পারবেন।

👉 আলীকদম টু আলীকদমঃ ৬৮০০ টাকা
👉 চিটাগং টু চিটাগংঃ ৭৭০০ টাকা

★ বি.দ্র.: চট্টগ্রাম থেকে জয়েন করতে চাইলে ট্রিপ শুরুর দিন মাঝরাতে ঢাকা থেকে আসা টিমের বাসে উঠতে হবে। এবং সিট না পেলে বনেটে বসে যেতে হতে পারে।


💫💫 কনফার্মেশন প্রসেসঃ

বিকাশ/ নগদ/ রকেটের মাধ্যমে বুকিং বাবদ ৩০৬০ টাকা প্রেরণ করে আপনি আপনার আসন কনফার্ম করতে পারেন।
( ট্যুর শুরু হওয়ার আগে ৫ দিনের মাঝে যাত্রা ক্যান্সেল করলে বুকিং মানি অফেরতযোগ্য)


✨✨ বুকিং মানি পাঠাতে পারেনঃ


👉 01823 727994 ( Personal bkash)
👉 01862 171947 ( Personal Nagad and Rocket)

👁️‍🗨️👁️‍🗨️ কনফার্ম করার শেষ সময়ঃ ০১ নভেম্বর ২০২৫



💢💢 ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ

১। সকল ধরনের ট্রান্সপোর্ট
(বাস-জিপ-বোট)
২। প্রফেশনাল গাইড সার্ভিস
৩। থাকার সব খরচ
৪। খাবারের সব খরচ (হাইওয়ের খাবার ব্যাতীত)
৫। প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কিত একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।
৬। অভিজ্ঞ ও মাউন্টেনিয়ার হোস্ট

★ যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.

★★★ ট্রেকিং এ যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------

১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার,পলিথিন
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪। শুকনা খাবার(যদি ও আমরা প্রোভাইড করবো)
৫। হেড ল্যাম্প
৬। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৭। হাফ প্যান্ট, ট্রাউজার
৮। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
৯। মোজা ১/২ জোড়া
১০। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১১। গামছা
১২। খাবার চামচ - প্লেট - মগ(যদি প্রয়োজন মনে করেন)
১৩। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৪। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৫। মশার জন্য ওডোমস ক্রিম
১৬। এন আই ডি / পাসপোর্টের ফটোকপি ৫ টা
১৭। পাওয়ার ব্যাংক



★ বি. দ্র.ঃ

দয়া করে এই ভ্রমণ এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা

এছাড়াও আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

সুজন- 01763306479 / +8801862171947 (WhatsApp)

রনি- 01825776065


You may also like the following events from Masud Pervej Sujon:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

থানচি, বান্দরবান, Dhaka, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Masud Pervej Sujon

Masud Pervej Sujon

Are you the host? Claim Event

Advertisement
নাফাখুমের পানে- রেমাক্রি ও শঙ্খের বন্যতায় সবুজের সাম্রাজ্যে, জোছনার আলোয়...., 6 November
নাফাখুমের পানে- রেমাক্রি ও শঙ্খের বন্যতায় সবুজের সাম্রাজ্যে, জোছনার আলোয়....
Thu, 06 Nov, 2025 at 09:30 pm