#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।, 21 August

#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।

চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism

Highlights

Thu, 21 Aug, 2025 at 09:00 pm

House-77, Road-14, Block-B, Banani, 1213 Dhaka, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 21 Aug, 2025 at 09:00 pm - Sun, 24 Aug, 2025 at 06:00 am (BST)

House-77, Road-14, Block-B, Banani, 1213 Dhaka

Glorious Art School, রোড ১৪, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।
#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।
(কোন ধরনের হিডেন চার্জ নেই)
তাং-২২ -২৩ আগষ্ট (শুক্র+শনিবার)
২১ আগষ্ট বৃহস্পতিবার রাতে ঢাকা হতে রওনা।
.
>>এই ট্যুরে কি কি দেখবোঃ-
#কাপ্তাই_লেক
#কাপ্তাই_জেটিঘাট
#বিলাইছড়ি_বাজার
#ধুপপানি_ঝর্না
#উলুছড়ি
#মুপ্পোছড়া_ঝর্না
#ন_কাটা_ঝর্না
#বাঙ্গালকাটা
.
.
>>ফির অন্তর্ভুক্তঃ
* ঢাকা-কাপ্তাই-ঢাকা আপ-ডাউন ননএসি বাস। (এসিবাসে গেলে এক্সটা খরচ এড হবে)
* ২ দিনের লোকাল ট্রান্সপোর্ট খরচ।
* ২ দিনের ৫ বেলার খাবার।
* ট্রেকিংয়ে দুপুরের খাবারের কোন টাইম ঠিক থাকবে না। তাই সাথে শুকনা খাবার যেমন খেজুর চকলেট, বাদাম ইত্যাদি সাথে রাখবেন।
* বিলাইছড়িতে ১ রাতের গেস্ট হাউজে থাকার খরচ।
* লোকাল গাইড ফি।
.
.
>>ফির অন্তর্ভুক্ত নাঃ
* বাসে যাত্রা বিরতীতে কোন খাবার।
* যাওয়া ও আসার দিন রাতের খাবার।
* ব্যক্তিগত কোন খরচ।
* ইভেন্টে উল্লেখ নাই এমন যেকোন খরচ।
.
.
>>বুকিং পদ্ধতিঃ
আগ্রহিগন ২০৪০/- বিকাশে পেমেন্ট করে আসন কনফার্ম করুন।
বুকিং অনুসারে বাসের সিট বন্টন হবে। মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়। বিকাশ নাম্বারঃ 01716-595556 (পার্সোনাল)। পেমেন্ট করে অবশ্যই এই নাম্বারে কল করে জানাবেনঃ 01713331393 (খালিদ)।
.
.
.
>>ট্যুরের বিস্তারিতঃ
২১ আগষ্ট বৃহস্পতিবার রাত-১০ টায় ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু।
২২ আগষ্ট শুক্রবার সকালে কাপ্তাই পৌছে- ফ্রেস হয়ে নাস্তা করে নিবো। এরপর বোটে করে কাপ্তাই লেকের সৌন্দর্য্য দেখতে দেখতে পৌছে যাবো বিলাইছড়ি। কটেজের রুমে ব্যাগ রেখে চলে যাবো, মুপ্পোছড়া ও ন-কাটা ঝর্না দেখতে, সন্ধার আগে কটেজে ফিরবো, সন্ধার পর কাপ্তাই লেকের পারে বোটে বসে হবে গানের আড্ডা, রাতের খাবার খেয়ে রুমে ফিরে ঘুম।
.
২৩ আগষ্ট শনিবার ধুপপানি ঝর্নার উদ্দেশ্যে খুব ভোরে বোট নিয়ে যাত্রা শুরু করবো। উলুছড়ি পৌছে ট্রেকিং করে যাবো ধুপ্পানি ঝর্ণায়। আশাকরি ধুপপানি ঝর্নার ‍রূপ সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হবেন। প্রচুর ছবি তুলবো আমরা। সেই সাথে অনেক ভিডিও করা হবে সেখানে। দারুন মাস্তি হবে আশাকরি। এরপর ধুপ্পানি ঝর্না দেখা শেষে বিকালে বিলাইছড়ি ফিরবো। সেখান থেকে কাপ্তাই ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে। রাতের খাবার খেয়ে নিজেদের মত কেনাকাটা করে রাতের গাড়িতে ঢাকা ব্যাক করবো ইনশাআল্লাহ।
.
.
>>শর্তসমূহঃ
* ইহা একটি ট্রেকিং ট্যুর, দৈনিক ৩/৪ ঘন্টা পাহাড়ী রাস্তা হাটতে হবে।
* সাথে অবশই এনআইডি কার্ডের ৬ কপি ফটোকপি নিতে হবে (বাধ্যতামুলক)। আইডি কার্ড না থাকলে পাসপোর্ট বা অন্যকোন আইডির ফটোকপি। এটা ছাড়া যেতে পারবেন না।
* সাথে পানির বোতল রাখতে হবে এবং ট্রেকিং এর সময় শুঁখনো খাবার যেমন খেজুর স্যালাইন, চকলেট বাদাম ইত্যাদি সাথে রাখবেন।
* গ্রুপ থেকে আলাদা হয়ে চলা যাবে না
*স্থানীয়দের সাথে খারাপ আচরন করা যাবে না।
* সেখানে সেখানে ময়লা ফেলা যাবে না।
* গাইড বা হোস্টের কথা অবশ্যই মেনে চলতে হবে।
.
.
যোগাযোগ
খালিদ হোসেন -01713331393
.
.
.
.
.
#রাঙামাটি #কাপ্পাই #বিলাইছড়ি #কাপ্তাইলেক #ঝর্ণা #ঝর্না
#ধুপপানি #ধুপ্পানি #মুপ্পছড়া #ণ-কাটাছড়া #নকাটাছড়া #উলুছড়ি
#dhuppani #rangamati #bilaichori #kaptai #lake


You may also like the following events from চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

House-77, Road-14, Block-B, Banani, 1213 Dhaka, Bangladesh, Glorious Art School, রোড ১৪, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Get updates and reminders
Advertisement
#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।, 21 August
#ধুপপানি_ঝর্ণা_ট্যুর মাত্র ৪৯৯০ টাকায়।
Thu, 21 Aug, 2025 at 09:00 pm