"যুক্তি যুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ"
মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য। তাইত ২৪ এর জুলাইয়ে মৃত্যুকে তোয়াক্কা না করে রাজপথে নেমে এসেছিল ছাত্রজনতা। সাথে যুক্ত হয়েছিল সকল শ্রেণি পেশার মানুষ। অকপটে আলিঙ্গন করেছিল মৃত্যুকে। সেই বীর সেনারা আমাদের অনুপ্রেরণা। জুলাই বিপ্লবের এই বিজয়গাথাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব, সমাজকর্ম বিভাগ প্রথমবারের মত আয়োজন করেছে জুলাই স্মৃতি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
ইভেন্ট বিস্তারিত:
⚠️শুধু বিভাগীয় দলই অংশগ্রহণ করতে পারবে। দলের সকল সদস্যদের একই বিভাগের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সকল বিতার্কিককে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
✅ফরম্যাট: এশিয়ান সংসদীয় (বাংলা)
✅তারিখ: ২৬-২৭ জুলাই ২০২৫
✅ভেন্যু: সমাজকর্ম বিভাগ (জবি)
✅নিবন্ধন মাশুল: ৯৩০/- (মাত্র)
✅প্রাক নিবন্ধন ফর্ম:
https://forms.gle/2ysEq5fa1CceAoKj6
✅প্রাক নিবন্ধন শেষ: ১০-ই জুলাই ২০২৫
✅চূড়ান্ত নিবন্ধন :
বি. দ্র.: চূড়ান্ত নিবন্ধনের পর কেউ যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে সেক্ষেত্রে নিবন্ধন মাশুল ফেরত যোগ্য হবে না।
প্রাইজ পুল:
🏆 চ্যাম্পিয়ন দল: চ্যাম্পিয়ন ট্রফি, ব্যক্তিগত ক্রেস্ট।
🏆রানার আপ দল: রানার আপ ট্রফি, ব্যক্তিগত ক্রেস্ট।
🏆প্রতিযোগিতার সেরা বিতার্কিক: ক্রেস্ট।
🏆ফাইনালের সেরা বিতার্কিক: ক্রেস্ট।
আপনাদের সহযোগিতায়:
➡️ নাহিদ হাসান রাসেল
সভাপতি
সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব
ফোন: 01727876584
➡️ মোছা: ইসরাত জাহান
সাধারণ সম্পাদক
মোবাইল : 01717053600