এসে পড়ল ছাদের ছবিঃ মরশুম চার। একটু বিরতি নিয়ে মরশুম চার শুরু হতে যাচ্ছে। এবার দেশি সিনেমা। অর্থাৎ এই মরশুম হবে শুধু দেশি নির্মাতাদের সিনেমা নিয়ে। নির্মাতার উপস্থিতিতেই তার সিনেমা দেখতে পারবেন ১০১ ইন্দিরা রোডের ছাদে। সামনের পর্বগুলোতে নবীন নির্মাতার পাশাপাশি থাকবেন দীর্ঘদিন যাবত কাজ করে যাওয়া নির্মাতার সিনেমাও। চলবে আলাপ, আড্ডা, নির্মানের গল্প। আলোচনা - সমালোচনাসহ এই মরশুম এ সিনেমা দেখে ভরপুর আড্ডা হবে বলে আশা করছি।
এই পর্বে কী দেখানো হবে?
ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার (এফএনএফ) এর ১০ জন নির্মাতার ১০ সিনেমার প্রদর্শনী থাকছে একসাথে। দেশী এই নবীন নির্মাতাদের ফিল্ম দেখাদেখি শেষে তাদের সাথে আলাপচারিতার সুযোগ থাকবে । এই ১০ জন কিভাবে এক হয়ে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার হলেন, তাদের সিনেমা নিয়ে কী ভাবনা, এবং প্রদর্শনী শেষে থাকবে তাদের দেখানো সিনেমা নিয়ে আলাপ।
রেজি লিংক:
https://forms.gle/DrjPyYMZJZoSRFg58
ফ্রি এন্ট্রি!
লোকেশন:
https://maps.app.goo.gl/AKho7iLw3yLDuGHp8
ঠিকানা : র্যাদারহুড ইনিশিয়েটভস লিমিটেড এর ছাদ,
১০১, ইন্দিরা রোড, ফ্লোরঃ ৮/A (বাম দিকের গেট), শেরে বাংলা নগর, ঢাকা-১২১৫।
আয়োজনে লজিস্টিকস পার্টনার হিসেবে আগের মতো এবারো আছে Cloud Marcom BD ও টিকেটিং/রেজি পার্টনার হিসেবে থাকছে Eventa।
যেকোনো তথ্যের জন্য WhatsApp: +8801511527951
চলে আসুন, বাকি আলাপ ও সিনেমা সাক্ষাতে বিস্তারিত…