আরণ্যক নাট্যদল প্রযোজনা ৬২
"কহে ফেসবুক"
রচনা ও নির্দেশনা : মামুনুর রশীদ
২৭ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭টা
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, জাতীয় নাট্যশালা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
নাটক প্রসঙ্গে :
প্রযুক্তি নির্ভরতার এই যুগে মানুষের আতুরঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ‘ফেসবুক’ একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগৎ এর অন্তরালে ফেসবুক তৈরী করেছে এক অদৃশ্য জগৎ যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া নির্ভর কর্পোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো-স্পর্শ। মানুষের চিরদিনের চাওয়া তো একটাই-ছোঁয়া, স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্পই কহে ফেসবুক।
টিকেটঃ প্রদর্শনীর আগে হল কাউন্টারে।
অগ্রিম বুকিংঃ ০১৭১০৮৮৪৯৬৪