চূড়ান্ত সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬ তম আবর্তন) শিক্ষার্থী। চূড়ান্ত সাহা একজন কবি ও সংগঠক। মানবতার মুক্তির আকাঙ্ক্ষায় সে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত ছিল সার্বক্ষণিকভাবে। কবিতার মাসিক পত্রিকা ‘ঘৃণাপত্র’ প্রকাশের পাশাপাশি ‘গণকৃষ্টি’ নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার সাথেও তিনি ছিলেন অগ্রগণ্য। মঞ্চাভিনেতা হিসেবে দুর্দান্ত অবস্থান নিয়ে অভিনয় করেছেন ‘স্বর্ণবোয়াল’, ‘নিমজ্জন’ প্রভৃতি নাটকে।
চূড়ান্ত সাহা ছিলেন সাহিত্য ও দর্শনের উপর গভীর অনুরাগী মানুষ। এর চর্চায় যথেষ্ট পারঙ্গমতার স্বাক্ষর রেখেছেন তার কাজের পরিসরে। ইতোমধ্যে তার দুইটি বই প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ ‘বৈকুণ্ঠ হঠাৎ করে চিৎকার করে-কেউ আছো?’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালের বইমেলায় আর দ্বিতীয় বই ‘পরোক্ষ যাত্রী ও তিনটি কবিতা’ প্রকাশিত হয়েছে ২০২৫ সালের বইমেলায়।
২০২৪ সালের অক্টোবর মাসে তার ধরা পরে সাইনোনাসাল কার্সিনোমা (Sinonasal Carcinoma) নামক বিরল প্রকৃতির ক্যান্সার যা মুখের বাম পাশের নাক এবং নাকের পার্শ্ববর্তী চোখ ও চোয়ালে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ২৪ সালের নভেম্বর মাস থেকে ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসারত আছেন চূড়ান্ত সাহা। প্রথম ধাপে চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কেমোথেরাপি ও রেডিয়েশন গ্রহণের জন্য উপদেশ দেন।
২৪ সালের নভেম্বর মাস থেকে প্রথম ধাপে কেমোথেরাপি, রেডিয়েশন ও অন্যান্য চিকিৎসাবাবদ প্রায় ২৬ লক্ষাধিক টাকা খরচ হয়েছে যা তার পরিবার অনেক কষ্টক্লিষ্টে বহন করেছে। প্রায় চারমাস ব্যাপী কেমোথেরাপি ও রেডিয়েশন গ্রহণের পরও ক্যান্সার পুরোপুরি নির্মূল না হওয়াতে ক্যান্সার আক্রান্ত অংশ অর্থাৎ চোখ এবং চোয়ালের অংশে দ্রুততম সময়ে সার্জারী এবং তারপর কেমোথেরাপি, ইমিউনোথেরাপি গ্রহণের পরামর্শ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।
পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে তাৎক্ষণিকভাবে ৪০ লক্ষাধিক টাকার প্রয়োজন। প্রাথমিকভাবে চিকিৎসার প্রথম ২৬ লক্ষ টাকার খরচ পরিবার বহন করলেও এই মুহূর্তে এ বিশাল অঙ্কের (৪০ লক্ষ টাকা) খরচ বহন করার সামর্থ্য তার পরিবারের নেই। আপনার-আমার সহযোগিতা, মানবিকতা এবং আন্তরিকতাই পারে এই মুহূর্তে চূড়ান্তকে বাঁচিয়ে রাখতে ও সুস্থ জীবনে ফিরিয়ে দিতে। আসুন একটি মানুষের জীবন বাঁচাতে সকলে এগিয়ে আসি।
আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চূড়ান্তকে বাঁচাবো বলে চ্যারিটি কনসার্ট ও আর্টক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি আগামী ১৮ জুলাই রোজ শুক্রবার। টিএসসি সঞ্জীব চত্বরে বিকাল ৩ টায় শুরু হওয়া এ আয়োজনে গান ও চিত্রকর্ম নিয়ে থাকবেন দেশবরেন্য অনেক শিল্পী ও কুশীলব। আপনিও অংশগ্রহণ করুন আমাদের এই চ্যারিটি কনসার্টে। সাধ্যমতো সাহায্য করুন চূড়ান্ত সাহাকে।
চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্প সম্পর্কিত যেকোন জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুনঃ
মাহাবুব খালাসী (01521566390)
আবু মুজাহিদ আকাশ (01891662611)
মাহদীজ্জামান জ্যোতি (0 1746233892)
সাহায্যের জন্য টাকা পাঠাতেঃ
বিকাশ ও নগদঃ
01521323427 - শামীম (অর্থনীতি-৪৬, জাবি)
01406486876 - পার্থ (নাটক-৪৬, জাবি)
01716551982 - নবীন (নাটক-৪৯, জাবি)
রকেটঃ
015213234279 - শামীম (অর্থনীতি-৪৬, জাবি)
014064868760 - পার্থ (নাটক-৪৬, জাবি)
017165519823 - নবীন (নাটক-৪৯, জাবি)
ব্যাংক একাউন্টঃ
MD SHAIFUL ISLAM SHAMIM
IFIC BANK LTD
ASHULIA BRANCH
Account No: 0230156554851
Routing Number: 120260225
SWIFT Code: IFICBDDH
Partho Karmakar
Agrani Bank
Jahangirnagar Branch
Account no: 0200014304713
Routing No: 010262267
SWIFT Code - AGBKBDDH