সব সময়ই খুব জনপ্রিয় এপ্লিক এর কাজ করা থ্রি-পিস, শাড়ি, বেডকভার, কুশন কভার ইত্ত্যাদি। অনেকেই এপ্লিক করতে চান কিন্তু এর কাপড় কাটা ও সেলাই কীভাবে করতে হবে ঠিক বুঝে উঠেন না। তাদের জন্য আমরা শুরু করেছি সহজ এপ্লিক এর টেকনিক নিয়ে ৩ দিনের প্রফেশনাল প্রশিক্ষণ কোর্স। কোর্সটি সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনেও হবে।
এপ্লিক কি?
এপ্লিক হলো সেলাইয়ের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে টুকরো কাপড়কে জোড়া দিয়ে সেলাইয়ের মাধ্যমে বিভিন্ন রঙবেরঙের এবং পছন্দসই আকৃতির নকশা তৈরি করার শিল্প যা শোভাবর্ধক সূচিকর্ম নামেও পরিচিত এবং নিঁখুত ও নিপুণ নকশার জন্য বিশেষ খ্যাতি লাভ করেছে।
👉 প্রশিক্ষণে যা যা থাকছেঃ
🌺 ২ ধরনের কাট ওয়ার্ক এপ্লিক
🌺 কিভাবে কাপড়ে ডিজাইন আঁকতে হয়
🌺 ডিজাইন করা কপড়কে কিভাবে ভাঁজ করে পুরো ডিজাইনকে একসাথে কাটতে হয়🌺মেইন কাপড়ে কিভাবে কাটা কাপড়কে গ্লু বা সুতা দিয়ে বসাতে হয়
🌺 ডিজাইন করা কাপড়কে মেইন কাপড়ে বসিয়ে কিভাবে কাটতে হবে এবং কিভাবে সুতা দিয়ে সেলাই করে আটকাতে হবে।
🌺 হাতে কিভাবে কাপড় ভাঁজ করে বিভিন্ন সেইপ যেমন - ফুল, পাতা ইত্যাদি তৈরি করে বিভিন্ন ডিজাইন করে মেইন কাপড়ে সেলাই করে বসাতে হয়।
🌻এই প্রশিক্ষণের পর যা যা ডিজাইন করতে পারবেনঃ
🔹কামিজ, স্যালোয়ার ও ওড়নায় ডিজাইন
🔹শাড়িতে ডিজাইন
🔹বিছানার চাদরে ডিজাইন
🔹কুশন কভার এর ডিজাইন
🔹জামায় বসানোর ইয়োক বা প্যানেল ডিজাইন
🗓️ তারিখঃ ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর (৩ দিন)
🕞সময়ঃ দুপুর ৩ঃ৩০ থেকে বিকাল ৫ঃ৩০টা
💵 কর্মশালার ফিঃ সরাসরি ক্লাসের ফি ২০০০/- টাকা মাত্র এবং অনলাইনের ফি ১০৫০/- টাকা মাত্র।
🪑 সরাসরি ক্লাসের জন্য আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। সিট সর্বোচ্চ ৫টি, রেজিষ্ট্রেশন ছাড়া ক্লাসের অনুমতি দেয়া হবেনা।
📣 রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ১০২০/- টাকা রকেট/নগদ বা বিকাশে এই নাম্বারে 01827159844 সেন্ডমানি করে ফেসবুক পেইজে ম্যাসেজ করে অথবা এসএমএসের মাধ্যমে নাম, কোর্সের বিষয় এবং ফোন নম্বর জানাতে হবে। অবশিষ্ট ১০০০/- টাকা কোর্সের প্রথম দিন ক্লাসে এসে দিতে হবে।
🌟 আর অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি
১০৫০/- টাকা একই পদ্ধতিতে পেমেন্ট করে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করে জানাতে হবে। টাকা পেয়ে ম্যাসেজে আমরা গ্রুপ লিংক জানিয়ে গ্রুপে জয়েন করিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে অনলাইন ক্লাস চলবে। ক্লাসের ভিডিও ১মাস পর্যন্ত গ্রুপে সেইভ থাকবে ইন-শা-আল্লাহ।
★কর্মশালা শেষে সরাসরি ক্লাসে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট দেয়া হবে।
🏠ঠিকানাঃ সখিতা, বাড়ি ২০ (২য় ও ৩য় তলা), রোড, ১৫, সেক্টর ১১, উত্তরা, ঢাকা। যোগাযোগঃ 01916379279 (WhatsApp)
ফেসবুক পেইজঃ
www.facebook.com/shokhitaa
01827159844 (রকেট, নগদ, বিকাশ)
You may also like the following events from সখিতা - Shokhita:
- This Friday, 29th August, 03:31 pm, বেসিক টেইলারিং (কাটিং ও সেলাই) শিখুন) in Dhaka
- Next month, 14th September, 03:31 pm, বেসিক ট্যাপিস্ট্রি উইভিং ( বুনন) শিখুন (পাপোশ, ম্যাট, জায়নামাজ ইত্যাদি) in Dhaka
- This October, 2nd October, 03:31 pm, রেজিনের এ্যাডভান্স কোর্স শিখুন (ঘড়ি, পদ্ম পুকুর, সমুদ্র থিমের ওয়াল হ্যাং, জিওড আর্ট সহ অন্যান্য) in Dhaka