"গরম ভাত, গরুর ঘ্রাণ
ঐতিহ্যের হাটে চাটগাঁইয়া মেজবান!"
চট্টগ্রামের আসল স্বাদ — এবার ঢাকায়!
‘ঐতিহ্যের হাট ২০২৫’-এ হাজির চাটগাঁইয়া আতিথ্যের রাজা — মেজবান!
পর্বত, সাগর আর ভালোবাসার শহর চট্টগ্রাম,
যেখানে হাঁড়িতে ফুটে ঐক্যের গান —
ভাতে ঝরে স্নেহের সুবাস,
আর প্রতিটি প্লেটে জমে মনের উচ্ছ্বাস।
চলে আসুন ঐতিহ্যের হাট ২০২৫-এর আমাদের স্টলে,
উপভোগ করুন চট্টগ্রামের মাটির ঘ্রাণ, আতিথ্যের টান, আর মেজবানের প্রাণ!
📍 স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
🗓 তারিখ: ২৩ নভেম্বর ২০২৫
🍛 আমাদের স্টলে থাকছে:
🥩 মেজবানি গোস্ত
🍛 ছনার ডাল
🍚 সাদা ভাত
"আস্ত গরুর মেজবানে মেতে উঠুক আপনার দুপুর,
চট্টগ্রামের স্বাদে ভরে উঠুক ঢাকার সুর"
#ঐতিহ্যেরহাট২০২৫ #চট্টগ্রাম #মেজবান #TasteOfTradition #চাটগাঁইয়াস্বাদ