“মেঘ, কাশফুল আর সুরের মেলায় — ইউ আই ইউ শরতের উৎসব ১৪৩২”
নীল আকাশে ভেসে থাকা তুলোর মতো সাদা মেঘ, কাশফুলের দোলায় ভরা প্রান্তর, আর নরম রোদের ছোঁয়ায় হাসিমুখ — এইভাবেই আসে শরৎ! বাংলার এই স্নিগ্ধ ঋতুকে বরণ জানাতে ইউ আইইউ কালচারাল ক্লাব আয়োজন করছে বছরের সবচেয়ে রঙিন আয়োজন
“ইউ আই ইউ শরতের উৎসব ১৪৩২”
🌼 তারিখ: ১৮ অক্টোবর, ২০২৫।
📍 স্থান: ইউ আই ইউ মাল্টিপারপাস হল।
🕓 সময়: বিকাল ৩:৩০ ঘটিকা।
এই দিনটি হবে আনন্দ, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য মিলনমেলা। 🌤️✨
অনুষ্ঠানে থাকছে:
সঙ্গীতের মায়াময় পরিবেশনা
নৃত্যের তাল ও ছন্দ
কবিতা আবৃত্তির সুরেলা ছোঁয়া
কুইজ প্রতিযোগিতা
শরৎ-ভিত্তিক থিম পারফরম্যান্স ও র্যাম্প শো
আসুন, শরতের রঙে রাঙিয়ে তুলি আমাদের ইউ আই ইউ প্রাঙ্গণ। সংস্কৃতি, সঙ্গীত আর বন্ধুত্বের এই উৎসবে একসাথে মেতে উঠি সবাই।
আরও আপডেট জানতে চোখ রাখুন ইউ আই ইউ কালচারাল ক্লাবের পেজে।