জিয়া হল কুইজ ক্লাব অত্যন্ত উৎসাহের সাথে ঘোষণা করছে ও উপস্থাপন করতে যাচ্ছে ২০২৫ সালের আন্তঃহল কুইজ ফেস্ট এবং নোভিস কুইজ ফেস্টিভ্যাল — যা হতে যাচ্ছে জ্ঞানের, কৌতূহলের, প্রতিযোগিতার এবং শেখার আনন্দ উৎসব।
📅 তারিখ: ২১ নভেম্বর ২০২৫, রোজ শুক্রবার
🕒 সময় : বিকাল ৩ ঘটিকা
📍 স্থান: অডিটোরিয়াম (টিভি রুম), জিয়া হল
🧩 প্রতিযোগিতার বিভাগসমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে তিনটি বিশেষ সেগমেন্ট:
✪ আন্তঃহল কুইজ প্রতিযোগিতা
✪ একক কুইজ প্রতিযোগিতা
✪ নবীন কুইজ প্রতিযোগিতা (শুধু প্রথম বর্ষের জন্য)
🏫 আন্তঃহল কুইজ প্রতিযোগিতা
ফরম্যাট:
সিলেকশন রাউন্ড: লিখিত কম্পিটিশন [প্রাথমিক পর্যায়ে লিখিত সেগমেন্ট থেকে ৬ টি টিম স্টেজ রাউন্ডের জন্য নেওয়া হবে)
টপিক: ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যাদি, মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, দেশের বর্তমান অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ক্রীড়া (সাম্প্রতিক) ও ভৌগোলিক বিষয়াবলি, বিশ্ব সভ্যতা ও বৈশ্বিক ইতিহাস (সভ্যতা ও রাজনৈতিক বিষয়াদি), সমসাময়িক ভূরাজনীতি এবং সাম্প্রতিক বিষয়াদি (তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণা, পুরস্কার)
ফাইনাল রাউন্ড: ৬ টি টিম স্টেজ রাউন্ডে মুখোমুখি হবে এবং সেরা ৩ টি টিম-কে পুরস্কার প্রাপ্ত হবে।
পুরস্কার:
১। প্রাইজমানি (টিমের সকলের জন্য )
২। ক্রেস্ট (টিমের সকলের জন্য)
৩। সার্টিফিকেট (টিমের সকলের জন্য)
অংশগ্রহণ ফি: প্রতি টিম ১০০ টাকা মাত্র
নিয়মাবলি:
✔ প্রতিটি টিমে একই হলের তিনজন শিক্ষার্থী থাকতে হবে (আবাসিক / অনাবাসিক সকলেই অংশগ্রহণ করতে পারবে)
✔ সদস্যরা ভিন্ন সেশন থেকে হতে পারবেন
✔ কোনো টিম চাইলে ২ জন নিয়েও প্রতিযোগিতা করতে পারে (তবে একাকী নয়)
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/K2j6SUZfwcB6pqMv5
পেমেন্ট: বিকাশ/রকেট — 01757590456
🌟 নোভিস কুইজ ফেস্টিভ্যাল
এই সেগমেন্ট শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের জন্য। যে-কোনো হল ও ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা টিম গঠন করে এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে।
ফরম্যাট
সিলেকশন: লিখিত কম্পিটিশনের মাধ্যমে সেরা ৬ টিম সিলেক্ট করা হবে।
টপিক: ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যাদি, মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, দেশের বর্তমান অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ক্রীড়া (সাম্প্রতিক) ও ভৌগোলিক বিষয়াবলি, বিশ্ব সভ্যতা ও বৈশ্বিক ইতিহাস (সভ্যতা ও রাজনৈতিক বিষয়াদি), সমসাময়িক ভূরাজনীতি এবং সাম্প্রতিক বিষয়াদি (তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণা, পুরস্কার)
ফাইনাল রাউন্ড : ৬ টিমের মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়ে সেরা ৩ টিম শিরোপা অর্জন করবে।
নিয়মাবলি
১। যেকোনো হল/বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২জন বা ৩ জনের টিম গঠন করতে হবে। (তবে একাকী নয়)
২। অবশ্যই ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী হতে পারবে।
৩। একই টিমে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী থাকতে পারবে
পুরস্কার
১। প্রাইজমানি (ইনডিভিজুয়াল সকলের জন্য)
২। ক্রেস্ট (সকলের জন্য)
৩। সার্টিফিকেট (সকলের জন্য)
রেজিস্ট্রেশন ফি : প্রতি টিমের জন্য মাত্র ৫০ টাকা
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/GAjT5F5J8RukthQp7
পেমেন্ট: বিকাশ/রকেট — 01757590456
👤 একক (সোলো) কুইজ প্রতিযোগিতা
ফরম্যাট: সোলো কুইজ — প্রশ্ন স্ক্রিনে প্রদর্শিত হবে, অংশগ্রহণকারীরা প্রদত্ত শিটে উত্তর লিখবেন।
পুরস্কার: শীর্ষ পাঁচজন অংশগ্রহণকারী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণ ফি: ফ্রী
নিয়মাবলি:
➤ একক অংশগ্রহণ
➤ সকলের জন্য উন্মুক্ত
🎓 "আন্তঃহল কুইজ ফেস্ট এবং নোভিস কুইজ ফেস্টিভ্যাল" শুধু প্রতিযোগিতা নয় — এটি আনন্দ, উৎসবে শেখা ও দলগত কাজের মাধ্যমে নিজ বিভাগ, ক্লাবকে প্রতিনিধিত্ব করা কিংবা নিজকে বৃহত্তর প্লাটফর্মে তুলে ধরার সুবর্ণ সুযোগ।
তাহলে আর দেরী কিসের? এখনি রেজিস্ট্রেশন করে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাক ২১ নভেম্বরের জন্য।
📍 স্থান: অডিটোরিয়াম (টিভি রুম), জিয়া হল
📅 তারিখ: ২১ নভেম্বর ২০২৫
🕒 সময়: বিকাল ৩ টা
তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন এবং অফিসিয়াল পেজে যুক্ত থাকুন আপডেটের জন্য।
চলুন, ২১ নভেম্বরকে স্মরণীয় এক দিনে পরিণত করি।
সকলের জন্য শুভকামনা!!!
শুভকামনায়
জিয়া হল কুইজ ক্লাব
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।