~ দেবতাখুম ডে ট্যুর~ 🐝
এটি The Tour Bees এর অফিশিয়াল ট্রিপ। এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউই যেতে পারবেন।
🐝পেইজ লিংক:
https://www.facebook.com/tourbeesbd/
🐝গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/420073488896414/?ref=share
বিস্তারিত পড়ে ভালো লাগলে Going বাটনে ক্লিক করুন। শিউর না হলে Interested বাটনে ক্লিক করলেই এই ট্যুরের আপডেট পেয়ে যাবেন। 🫰
----------------------------------------------------------
🌿চলুন শুরুতেই আমদের ট্যুর স্পট সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেয়া যাক,,
দেবতাখুম, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য।
এর কাছেই শীলবাঁধা ঝরনা। এই খুমের দুইপাশে রয়েছে বিশাল জঙ্গল। খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত। এর পানিও বেশ স্বচ্ছ। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয়, যা যেকোন মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে।
🐝ডে ট্যুরের বিস্তারিত প্ল্যান :
🍀ভ্রমণের সময়কালঃ ৪ তারিখ রাত ১০ টায় সায়েদাবাদ থেকে রওনা।
৬ তারিখ ভোর ৬ টায় ঢাকায় ফেরা।
বৃহস্পতিবার রাতে ঢাকা সায়েদাবাদ থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করবো এবং পরেরদিন, শুক্রবার সারাদিন ঘুরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এবং শনিবার ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
🍀এই ট্যুরে যা যা দেখবো:
🌸রোয়াংছড়ি শহর
🌸কচ্ছপতলি পাড়া.
🌸শীলবান্ধা পাড়া
🌸শীলবান্ধা ঝর্না
🌸পং সু আং খাল
🌸দেবতাখুম
🍀ইভেন্ট ফিঃ
-৩৫০০ টাকা প্রতি জন। (ঢাকা থেকে)
🍀 কনফার্মেশনের শেষ সময়ঃ ট্যুরের আগেরদিন পর্যন্ত।
আপনার কনফার্মেশন অনুযায়ী বাসের সীট বন্টন করা হবে।
অর্থাৎ, আগে বুকিং দিলে আগেই নিজের পছন্দের সিটটি নিতে পারবেন।
🍀 কনফার্ম করার পদ্ধতি:
অগ্রিম ১৫৩০ /- টাকা (অফেরতযোগ্য) বিকাশ খরচ সহ, বিকাশ করার পর ফোন করে নিজের নাম বলে কনফার্ম হয়ে নিবেন। এরপর আপনার আসন কনফার্ম হবে।
----❑ ভ্রমণের অগ্রিম টাকা পরিশোধের মাধ্যম -
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
🏛️ব্যাংক নামঃ City Bank
একাউন্ট নামঃ Aziz Faysal Nayem
একাউন্ট নাম্বারঃ 2303767239001
CITY BANK Dhanmondi Branch
[বি. দ্র: বুকিং মানি ফেরতযোগ্য নয়]
বিকাশ : ( personal)
☎️ 01625320232
🍀 আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে।
🍀ভ্রমণের বিস্তারিতঃ
🌸 আমরা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবো। শুক্রবার সকাল বান্দরবান শহরে পৌঁছে নাস্তা করেই আমাদের আগে থেকে রিজার্ভ করা চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে যাবো রোয়াংছড়ি থানার উদ্দেশ্যে। সেখানে আমাদের নাম এন্ট্রি করে আমরা চলে যাবো কচ্ছপতলি লিরাগাঁ সেনা ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান নাম এন্ট্রি করে শুরু হবে আমাদের হাটা দেবতাখুমের উদ্দেশ্যে। হাটার পথে প্রথমে পড়বে শিলবান্ধা পাড়া। পাড়া পার হয়ে নৌকা নিয়ে পং সু আং খাল পার হয়ে আমরা ভেলা নিয়ে নির্জন চুপচাপ খুম ধরে এগুতে থাকবো সামনে যতটুকু যাওয়া যাবে।খুমের সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে পড়বে শীলবান্ধা ঝর্না, ঝর্না দেখে আমরা আবার চান্দের গাড়িতে করে বান্দরবান ফিরে আসবো,বান্দরবান থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওনা দিবো সকালে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
🍀 যা যা থাকছেঃ
🌸ঢাকা - বান্দরবান - ঢাকা নন এসি বাসের টিকিট
🌸 রিজার্ভ চাঁদের গাড়ি
🌸ভেলা খরচ
🌸গাইড খরচ
🌸লাইফ জ্যাকেট
🌸সকালের নাস্তা, দুপুরে খাবার + রাতের খাবার
🍀যা যা থাকছেনাঃ
🌸যেকোন ব্যক্তিগত খরচ।
🌸যাওয়া-আসার সময় হাইওয়ে হোটেলের খাবার
🌸ইভেন্ট এ অন্তর্ভুক্ত নয় এমন কিছু।
🌸যেকোন অযাচিত ঘটনার ব্যয়ভার
🍀যা যা নিতে পারেন সাথেঃ
🌸ভোটার আইডি কার্ডের দুই কপি ছবি
🌸এক সেট এক্সট্রা কাপড়।
🌸পলিথিন।
🌸গামছা, ক্যাপ, সানগ্লাস, ক্যামেরা, পাওয়ার ব্যাংক ইত্যাদি যা প্রয়োজন।
🌸প্রয়োজনীয় ওষুধ।
🍀 যে ব্যাপার গুলো অবশ্যই মাথায় রাখতে হবেঃ
🌸প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
🌸ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
🌸স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
🌸যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মন মানসিকতা থাকতে কবে।
🌸 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
🌸 যেখানে সেখানে ময়লা ফেলবো না।
🌸সমালোচনা বা মজার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা।
🌸পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
🌸 ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন।
🌸অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলানো হতে পারে।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন :-
নাঈম: 01625320232
🍀 কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের ও যেকোনো প্রয়োজনে সরাসরি কল করুন এই নাম্বারে।
০১৬২৫৩২০২৩২ (নাইম)
০১৬৮৬৭২৫৮১১(কাব্য)
০১৬২৩৫৫৩৬৪৯ (নিমু)
০১৭১৫০৭১২৩৩ (ইরফান- চট্টগ্রাম থেকে)
You may also like the following events from F.A. Bithee: