হেমন্ত লং রাইড # ৯৩ (চুকনগর - তালা - গাবুরা - সুন্দরবন -কলাগাছিয়া -শ্যামনগর -সাতক্ষীরা)
যাত্রা :
৪ ডিসেম্বরের রাত ১০:৩০
ফেরা:
৭ ডিসেম্বর ভোর ৫ টায়
রুট:
দিন ১:
চুকনগর - তালা- কপিলমুনি - গদাইপুর - পাইকগাছা - কয়রা - গাবুরা ইউনিয়ন
তাঁবুবাস
দিন ২:
গাবুরা ইউনিয়ন - শ্যামনগর- কালীগঞ্জ - দেবহাটা - সাতক্ষীরা- পাটকেলঘাটা - চুকনগর (সম্ভব হইলে)
কি কি নিবেন : জানানো হবে।
বাস ছাড়ার স্থান :
পলাশী ফায়ার সার্ভিস থেকে ১০০ মিটার দূরে।
https://maps.app.goo.gl/cB7NoYk1XF2ncvXL7?g_st=com.google.maps.preview.copy
হাদিয়া: ২৮৫০/-
যা যা থাকবে এতে:
যাওয়া আসা নন এসি রিজার্ভ বাস ভাড়া, সাইকেল বক্স, টেপ, বকশিশ,
ট্রলার ভাড়া (সুন্দরবন, যাওয়া আসার সময়ে নদী পার ২ টা মনেহয় ) ,
সুন্দরবনে এন্ট্রি ফি,
শুক্রবার রাতের খাবার (ভাত, কোরাল মাছ, ডাল ),
শনিবার সকালের নাস্তা (২ পিস পরোটা সবজি ডিম্ ),
শনিবার রাতে আব্বাসের হোটেলে চুইঝাল দিয়ে এক পিস মাংস , ভাত, খাওয়া,
ডেকোরেটর ফি, থাকার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করার ফি । বাবুচি ও তার দলবল খরচ।
মেসেজ গ্রুপ বানানো হয়েছে।
আওয়াজ দিলে এড করা হবে।
সেখানে পেমেন্টের বিস্তারিত আছে।
চালানো হবেঃ
প্রথম দিন: ৭৫+ কিলো।
২য়দিন: ৭৫+ কিলো
গড় গতিঃ ১৫ কিমি/ঘন্টা।
রেজস্ট্রেশন লিংক :
https://forms.gle/mikw7St7Nevz72PC8
ছবি : হেমন্ত লং রাইড # ৯২
যোগাযোগ :
ফিলিপ: ০১৬১০৭৪৪৫৪৭
আসিফ: ০১৭১৭৩৮১৪০০
পরিমল: ০১৭৮৭৭১৩৫৫৪
জয় বড়ুয়া: ০১৬৮০৩৮৯৮৯৯
শিপন: ০১৭১৪৩৯৬৭৬৬
প্রদীপ : ০১৮১৯৯৫৯৬০৯
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। । "