Unlock the Algorithm Programming Contest, Summer 2025
প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং তাদের মধ্যে প্রতিযোগীতামূলক প্রোগ্রামিংয়ের মনোভাব তৈরি করতে বরাবরের মতোই আয়োজিত হতে যাচ্ছে Unlock the Algorithm Programming Contest, Summer 2025.
✅ শুধু মাত্র অ্যালগরিদম কোর্সের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এটি একটি একক প্রতিযোগিতা, তাই দলগতভাবে অংশগ্রহণ করা যাবে না।
👕 প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য রয়েছে খাবার এবং টি-শার্ট।
🔗 রেজিস্ট্রেশন লিংক: cutt.ly/GrPckfwg
💰 রেজিস্ট্রেশন ফি: ৫০০/-
⏳ রেজিস্ট্রেশন ডেডলাইন: ৩০শে জুলাই, ২০২৫
🌐 প্ল্যাটফর্ম: toph.co
📅 প্রিলিমিনারি কন্টেস্টের তারিখ ও সময়:
Slot A: শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ | 🕘 সকাল ৯ টা
Slot B: শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ | 🕑 দুপুর ২ টা
📅 মেইন কন্টেস্টের তারিখ ও সময়:
শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ | 🕘 সকাল ৯ টা
📍 ড্যাফোডিল স্মার্ট সিটিতে কনটেস্ট অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
যে কোনো প্রয়োজনে:
কাজী আমির হামযা
এসিএম উইং, ডিআইইউ সিপিসি
মোবাইলঃ 01576976772
ই-মেইল:
aGFtemEyMzA1MTAxODk1IHwgZGl1ICEgZWR1ICEgYmQ=
You may also like the following events from DIU CPC - Daffodil International University Computer and Programming Club:
Also check out other
Contests in Dhaka.