TOP শরৎ মেলা এবং শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ ॥, 11 September

TOP শরৎ মেলা এবং শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ ॥

TOP Women's Entrepreneur

Highlights

Thu, 11 Sep, 2025 at 08:35 pm

Dhaka, Bangladesh, Dhaka, Dhaka Division, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 11 Sep, 2025 at 08:35 pm - Sun, 14 Sep, 2025 at 09:35 pm (BST)

Dhaka Division

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

TOP শরৎ মেলা এবং শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ ॥
"TOP শরৎমেলা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ "

আস সালামু আলায়কুম, সন্মানিত সুধী
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে টপ অন্ট্রেপ্রিনিয়র উদ্যোক্তা আপু ভাইয়াদের বিপুল উৎসাহ ও উদ্দীপনায় শরৎ উদযাপন এবং হিন্দু ধর্মের বড় উৎসব শারোদোৎসব উপলক্ষ্যে আবারও টপ শরৎ মেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ২০২৫ আরম্ভ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন মেলাকে মুখরিত করবে ।

মেলা সম্পর্কিত তথ্য
-------------------

নাম : TOP শরৎ মেলা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা।


সময় : মেলাটি ১১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর রাত দশটায় শেষ হবে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রতিদিন সকাল ১০.০০ থেকে রাত ০৯ঃ০০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

মেলায় অংশগ্রহণ : যেকোন গ্রুপের যেকোন উদ্যোক্তা যেকোন ধরনের পন্য (রাষ্ট্র অনুমোদিত) বিক্রয় বা সেবা উদ্দেশ্যে মেলাতে অংশ গ্রহণ করতে পারবেন।

স্টল আকার : কমবেশি ৭ ফুট X ৫ ফুট ।

স্টল ডেকোরেশন : আয়োজকরা স্টলে টেবিল ও দুইটি চেয়ার বসিয়ে সীমানা নির্দিষ্ট করে দিবে । ডিসপ্লে ডল বা হ্যাঙ্গার আনতে পারবেন ১ টা করে ।

স্টলে বিদ্যুৎ ব্যবস্থা : ফ্রোজেন খাবার আইটেমের জন্য ফ্রিজ , ওভেন এবং ইন্ডাকশন চুলায় বিদ্যুৎ সাপ্লাই ব্যবস্থা থাকবে। ধোঁয়ার সৃষ্টি হয় এমন কিছু আনা বা করা যাবে না । বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রয়োজনে স্টল মালিকদের আনতে হবে, বিদ্যুৎ ব্যাবহারের জন্য আলাদা ফি নেই।

স্পন্সর : বিভিন্ন ক্যাটাগরীতে স্পন্সরের সুযোগ রয়েছে , আগ্রহীরা আয়োজকদের সাথে যোগযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন ।

এছাড়া পাব্লিসিটির জন্য বরাবরের মতো মিকির ডান্সসহ , ফেসবুক বুস্টিং ,ই মিডিয়া মার্কেটিং , লিফলেট , টিভি মার্কেটিং ,মাইকিংসহ আরও বহু ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে ।

রেজিষ্ট্রেশন : পোষ্ট পাবলিশের দিন থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টল শেষ না হওয়া পর্যন্ত চলবে ।যেহেতু আগে এলে আগে পাবেন ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে তাই আপনার কাংক্ষিত স্টলটি পেতে আজই দ্রুত বুকিং দিন ।

স্টল মালিকদের জন্য মেলার শর্তাবলী :
১) রাষ্ট্র অনুমোদিত যেকোন ধরনের পন্য বিক্রি বা সেবা প্রদান করা যাবে।
২) স্টল ভাড়ার ৬০% এ্যাডভান্স পেমেন্ট অগ্রীম বুকিং মানি দিয়ে স্টল বুকিং করতে হবে, বাকি পেমেন্ট মেলার প্রথম দিন জমা দিয়ে মানি রিসিট এবং স্টল বুঝে নিতে হবে ।
৩) কোন কারণে মেলায় অংশগ্রহণ করতে না পারলে বুকিংমানি/ সম্পুর্ন টাকা ফেরত যোগ্য নয়।
৪) যদি দেশের পরিস্থিতির কারণে মেলা বন্ধ হয় তবে মেলার পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে।
৫) যোগাযোগের জন্য কমপক্ষে ২(দুই)টি ফোন নম্বর এবং ইমেইল আইডি দিবেন।
৬) আপনার পণ্যের ছবি এবং ১ মিনিট এর মত ভিডিও আমাদের দিতে হবে। বুকিং দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে।
৭) বুকিং মানি দেয়ার পরে, আপনার পেজ থেকে মেলার জন্য অবশ্যই ইভেন্ট খুলতে হবে এবং প্রতিনিয়ত আপনার পেইজ, গ্রুপ ও ইভেন্টে মেলা সম্পর্কিত পোষ্ট দিতে হবে।
৮) স্টল সেলসম্যানের এনআইডি বা যেকোন সনাক্তকরণ সার্টিফিকেট এর ফটোকপি মেলার পূর্বে জমা দিতে হবে।

যোগাযোগ :

01715848584
0 17 1681 6240

মেলার বিশেষ আকর্ষনঃ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা
বয়স ভেদে তিনটি শাখায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ———
ক বিভাগঃ বয়স সীমা ৭-৯
খ বিভাগঃ বয়স সীমা ৯-১১
গ বিভাগঃ বয়স সামা ১১-১৪ ।

বিষয়ঃ বাংলাদেশের শরৎকাল

পুরষ্কার প্রদান অনুষ্ঠানঃ মেলা শেষে একই দিনে চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার ও মেলাতে বেস্ট সেলার প্রথম , দ্বিতীয় , তৃতীয় এবং বেস্ট স্টলার নির্বাচন করে পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হবে ।

স্টলভাড়া ও মেলা এবং শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা সম্বন্ধে বিভিন্ন তথ্যাদি জানতে আয়োজকদের যে কোনও কাউকে ফোন দিতে পারেন অথবা পেজে দেয়া ফোন নাম্বার বা পেজের ইনবক্সে নক দিতে পারেন ।

মেলার স্থানঃ নীচতলা ।
Daffodil Plaza,
4/2 Sobhanbagh,
Mirpur Rd, Dhaka 1207 .

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Dhaka, Bangladesh, Dhaka, Dhaka Division, Bangladesh
Get updates and reminders

Host Details

TOP Women's  Entrepreneur

TOP Women's Entrepreneur

Are you the host? Claim Event

Advertisement
TOP শরৎ মেলা এবং শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ ॥, 11 September
TOP শরৎ মেলা এবং শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ২০২৫ ॥
Thu, 11 Sep, 2025 at 08:35 pm
Interested and saved to the app Marked event as Interested and saved to the app
Open App